ব্রাজিলে ফের চীনা টিকার ক্লিনিকাল ট্রায়াল শুরু; কারণ ব্যাখ্যা করেছে সিআরআই সম্পাদকীয়
2020-11-14 18:55:56

নভেম্বর ১৪: ব্রাজিলে চীনের করোনা-ভ্যাকসিন গ্রহণকারী ব্যক্তির মৃত্যুর কারণ আত্মহত্যা। এর সঙ্গে ভ্যাকসিনের সম্পর্ক নেই। তাই ব্রাজিলে ফের চীনা ভ্যাকসিনের ট্রায়াল শুরু হয়েছে। সিআরআই সম্পাদকীয়তে বলা হয়, চীনের সিনোভ্যাক বায়োটেক কোম্পানি ও সেদেশের বুটানটান ইনস্টিটিউট যৌথভাবে কোভিড-১৯ টিকার গবেষণা করছে। সম্প্রতি ব্রাজিলের জাতীয় স্বাস্থ্য তত্ত্বাবধান ব্যুরো এ টিকার ক্লিনিকাল ট্রায়াল পুনরায় শুরুর কথা জানিয়েছে।

 

উল্লেখ্য, গত ৯ নভেম্বর ব্রাজিল চীনের সিনোভ্যাক বায়োটেক কোম্পানির টিকার ক্লিনিকাল ট্রায়াল বন্ধ করে দেয়। কারণ, এক স্বেচ্ছাসেবকের মৃত্যু হয়েছে। পুলিশের তদন্তে দেখা যায়, ওই স্বেচ্ছাসেবক আত্মহত্যা করেছে। বুটানটান ইনস্টিটিউটও জানায় যে, স্বেচ্ছাসেবকের মৃত্যুর সঙ্গে চীনা টিকার কোনো সম্পর্ক নেই।

 

তবে ব্রাজিলের কিছু সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, এর পিছনে রাজনৈতিক প্রভাব রয়েছে।

 

সিআরআই সম্পাদকীয়তে বলা হয়, মহামারীর কোন রাজনৈতিক অবস্থান নেই। এক্ষেত্রে, ব্রাজিলের রেড গ্লোবোর এক সমালোচক বলেন, তদন্তের ফলাফল না পেয়ে চীনা টিকার পরীক্ষা বন্ধ করলে, তা টিকার ক্লিনিকাল পরীক্ষায় জটিলতা সৃষ্টি করবে। ব্রাজিলের ইমিউনলোজি সোসাইটির পরিচালক বলেন, বিজ্ঞানের কোনও রাজনৈতিক পছন্দ নেই। তাই, ভ্যাকসিন গবেষণার ক্ষেত্রে বৈষম্যমূলক আচরণ করা ঠিক নয়।

(ছাই/তৌহিদ/ওয়াং হাইমান)