কবিতা ও গান: মায়ের কাছে চিঠি
2020-11-13 16:00:22

কবিতা ও গান: মায়ের কাছে চিঠি

মায়ের জন্য ভালোবাসা অকৃত্রিম। জন্মের পর প্রথম মায়ের স্পর্শ পেয়ে দেহ-মন শিহরণ জাগে মানবশিশুর। মা যেভাবে তার সন্তানকে নি:স্বার্থভাবে ভালোবাসে- এমন ভালোবাসা কী পৃথিবীর আর কারো মাঝে পাওয়া যায়?

মায়ের কাছ থেকে আমরা কত যত্ন পেয়েছি, একসময় তা অতিরিক্ত বলে মনে হতো। আমি তো বড় হয়েছি, এখন আমি নিজেই নিজের খেয়াল রাখতে পারি। নিজেই যখন মা হলাম, তখন বুঝলাম- জন্মের পর থেকে মা যেভাবে যত্ন করেছেন, তা বড় হওয়ার পরও একটি অভ্যাস হয়ে যায়। মা দিতে দিতে অভ্যস্ত হয়ে গেছে। আর আমি গ্রহণ করতে করতে অভ্যস্ত হয়েছি। কখনো ভাবতে পারি না, মায়ের এ যত্ন স্নেহ হারিয়ে গেলে জীবন কেমন হবে!

আমার কাছের বন্ধু আইরীন নিয়াজী মান্না তার লেখার মাধ্যমে আমাকে বুঝিয়ে দিয়েছে- মা হারানোর ব্যথা কত গভীর বেদনা হতে পারে। তা মনকে ছিঁড়ে ফেলার মতো, বা মনের মধ্যে একটি অন্ধকার গম্ভীর শূন্যতা তৈরি করে। তার অনুমোদন নিয়ে আজকের অনুষ্ঠানে আপনাদের তা পড়ে শোনাচ্ছি, তার লেখা-মায়ের কাছে চিঠি।

চারটে মাস পেড়িয়ে গেলো হারিয়ে গেছো তুমি

你离开已经四个月了,

তোমার জন্য কাঁদছে দেখো প্রিয় জন্মভূমি।

连亲爱的故乡也在为你哭泣。

কাঁদছে দূরে গাছ-তরু-লতা, কাঁদছে ওই নদী

哭泣着远方的林木和枝叶,还有河流,

আবার মাগো একটি বার আসতে ফিরে যদি।

妈妈,多希望你能再次回来。

কাঁদছে দূরের পাহাড় আর কাঁদছে সূর্য-তারা

哭泣着的远方的山川日月,还有星辰,

কেমন করে থাকবে ওরা বলো তোমায় ছাড়া!

你说,没有了你,他们要怎样才能活下去!

শূণ্য ঘরে কাঁদছে মেয়ে, কাঁদছে কোলের ছেলে

空荡荡的家里女儿在哭泣,还有怀中的婴孩,

কেমন করে আছো তুমি ওদের একা ফেলে!

怎能舍得离开他们呢你!

 

শুকনো পাতা ঝরে পড়ে, সময় কি আর কাটে!

枯叶片片飘落,时间却停滞不前。

স্মৃতিগুলো অতীতপানে শুধুই যেন হাটে।

记忆只在过去踌躇徘徊等待。

দিন কাটে যে কষ্টে বড়, রাত তো কাটে না,

白日艰难过去,夜晚更叫我难挨,

শূণ্য ঘর, শূণ্য বাড়ি, তোমার আঙ্গিনা।

空空的房子,空空的家,那曾经是你的庭院。

অতীত স্মৃতি দাপিয়ে বেড়ায়, পাগলকরা মন,

记忆停留在过去,心像疯了一样,

একটিবার আয় মা ফিরে, আমার কথা শোন।

听我的话,就回来一次吧,妈妈。

 

জানি মা শুনবি না তুই আমার কোনো কথা

我知道你再也听不到我说的话,

তোর যে এখন রাজ্যজুড়ে শুধুই নিরবতা।

你的世界已然静寂。

ওই জীবনে তোমায় মাগো চিনবো আমি ঠিক,

在那里我也一定能认出来你,妈妈,

স্রষ্টা আমায় তোমার মত সুখের মৃত্যু দিক।

愿上天也能让我像你一样安详的离去。

সুখের পালা শেষ হয়েছে, জীবনজুড়ে কাঁন্না,

生命中欢乐的篇章已经结束,只剩下泪水,

আমিও ঠিক হারিয়ে যাবো-ইতি তোমার মান্না।

还有那迷失的我。——你的,曼娜。