থেং ক্য আর
2020-11-13 16:47:26

থেং ক্য আর

থেং ক্য আর, ১৯৬০ সালের ১৫ জানুয়ারি চীনের ইনারমঙ্গোলিয়ায় জন্মগ্রহণ করেন। তিনি হলেন চীনের মঙ্গোলীয় জাতির একজন পুরুষ কন্ঠশিল্পী। তিনি চীনের কেন্দ্রীয় জাতীয় নৃত্য দলের উপ-প্রধান, দেশের প্রথম শ্রেণীর অভিনেতা।

১৯৮৫ সালে থেং ক্য আর থিয়ান চীন কনজাভোটারি অব মিউজিক থেকে স্নাতক হন, তারপর তিনি চীনের কেন্দ্রীয় জাতীয় নৃত্যদলে যোগ দেন।

১৯৮৬ সালে থেং ক্য আর প্রথম ‘ময়ূর’ পুরস্কার নামে যুব কন্ঠশিল্পীর প্রতিযোগিতায় আংশ নিয়ে নিজের স্বরচিত গান ‘মঙ্গোলীয় মানুষ’ পরিবেশন করেন। তিনি বলেন, সেটি ছিল  তাঁর সঙ্গীত-জীবনের সূচনা।

১৯৯১ সালে থেং ক্য আর-এর রচিত ‘বাবা ‌ও আমি’ গানটি দ্বিতীয় এশীয় সঙ্গীত উত্সবে চীনা গানের সর্বোচ্চ পুরস্কার পায়।

১৯৯২ সালে মনে সঙ্গীতের স্বপ্ন পোষণ করে থেং ক্য আর নিজেই একটি গিটার নিয়ে তাইওয়ান প্রদেশে যান। তিনি হলেন তাইওয়ানে ব্যক্তিগত কনসার্ট আয়োজন করা প্রথম মূল ভূভাগের কন্ঠশিল্পী। তাঁর সঙ্গীত স্থানীয় লোকজনের ভীষণ পছন্দ হয়।

১৯৯৩ সালে থেং ক্য আর এবং তার পাঁচ বন্ধু একসাথে ‘নেকড়ে’ নামক সঙ্গীত ব্যান্ড গঠন করেন। তারা সবাই ইনারমঙ্গোলিয়ার মানুষ। তারা অভিন্ন অনুভূতি এবং সঙ্গীতের ভাষা দিয়ে নিজেদের সঙ্গীতের স্টাইল সৃষ্টি করেন।

১৯৯৪ সালে থেং ক্য আর চলচ্চিত্র ‘কালো ঘোড়া’র সব সঙ্গীত রচনা করেন এবং এই কারণে তিনি ১৯তম মন্ট্রিল আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সবে শ্রেষ্ঠ সঙ্গীত আর্টস পুরস্কার লাভ করেন।

২০০১ সালের এপ্রিল মাসে থেং ক্য আর বেইজিংয়ে দুটি ব্যক্তিগত কনসার্ট আয়োজন করেন। এ কনসার্ট তথ্যমাধ্যম ও সঙ্গীতমহলে প্রশংসিত হয়। একই বছরের মে মাসে তাঁর গান ‘স্বর্গ’ চীনের সর্বোচ্চ সঙ্গীত পুরস্কার –প্রথম চীনের ‘গোল্ডেন বেল’ পুরস্কারের তৃতীয় পুরস্কার লাভ করে।

একই বছরের জুন মাসে চীনের আর্ট খাতে থেং ক্য আর-এর উল্লেখযোগ্য অবদানকে স্বীকৃতি দেয়ার জন্য চীনের রাষ্ট্রীয় পর্যায় তাঁকে বিশেষ সরকারি ভর্তূকির জন্য মনোনীত করে।

২০০১ সালে তিনি তাঁর সঙ্গীতব্যান্ড ‘নেকড়ে’ নিয়ে যুক্তরাষ্ট্রে কনসার্ট আয়োজন করেন। তিনি ‘স্বর্গ’ নামের গানটি পরিবেশন করেন, যাতে সেই বছরের ৯‌/১১ হামলায় নিহতদের জন্য শোক প্রকাশ করা হয়। গানটি স্থানীয় তথ্যমাধ্যমের প্রশংসা পায়।

২০০১ সাল থেকে ২০০২ সালের জুলাই মাস পর্যন্ত তিনি দেশের বিভিন্ন জায়গায় আয়োজিত শতাধিক সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেন ও গান পরিবেশন করেন।

২০১০ সালে থং ক্য আরকে আনুষ্ঠানিকভাবে চীনের কেন্দ্রীয় জাতীয় নৃত্যদলের উপ-প্রধান হিসেবে নিযুক্ত করা হয়।

প্রিয় শ্রোতাবন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের জনপ্রিয় কণ্ঠশিল্পী থেং ক্য আর-এর সঙ্গে পরিচয় করিয়ে দিলাম এবং তার কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনালাম। আশা করি, গানগুলো আপনাদের ভালো লেগেছে। আজকের অনুষ্ঠান এখানেই শেষ হলো। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। পরের আসরে আবারও কথা হবে। (শুয়েই/আলিম/সুবর্ণা)