শাংহাই সহযোগিতা সংস্থার শীর্ষসম্মেলনে গুরুত্বপূর্ণ ভাষণ দিয়েছেন চীনা প্রেসিডেন্ট
2020-11-11 15:02:03

চীনের প্রেসিডেন্ট সি চিন পিং গতকাল (মঙ্গলবার) রাতে বেইজিংয়ে ভিডিও’র মাধ্যমে শাংহাই সহযোগিতা সংস্থার সদস্য দেশসমূহের নেতৃবৃন্দের পরিষদের ২০তম সম্মেলনে উপস্থিত ছিলেন এবং ‘শাংহাই চেতনা এগিয়ে নিয়ে, ঐক্য ও সহযোগিতা জোরদার করে আরও ঘনিষ্ঠ অভিন্ন লক্ষ্যের কমিউনিটি গঠন’ শিরোনামে ভাষণ দিয়েছেন। সি চিন পিং জোর দিয়ে বলেছেন, শাংহাই সহযোগিতা সংস্থার উচিত্ শাংহাই চেতনাকে এগিয়ে নেওয়া, মহামারি মোকাবিলায় সহযোগিতা জোরদার করা, নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষা করা, বাস্তব সহযোগিতা গভীর করা, জনগণের বিনিময় বাড়ানো এবং একসাথে স্বাস্থ্য, নিরাপত্তা, উন্নয়ন ও সংস্কৃতির অভিন্ন লক্ষ্যের কমিউনিটি গঠন করা।

 

শাংহাই সহযোগিতা সংস্থার পালাক্রমিক সভাপতি রাষ্ট্র রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এ সম্মেলনে সভাপতিত্ব করেছেন। ভারতের প্রধানমন্ত্রী, কাজাখস্তানের প্রেসিডেন্ট, কিরগিজস্তানের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট, পাকিস্তানের প্রধানমন্ত্রী, তাজিকিস্তানের প্রেসিডেন্ট ও উজবেকিস্তানের প্রেসিডেন্টসহ সদস্য দেশের নেতা, শাংহাই সহযোগিতা সংস্থার দায়িত্বশীল ব্যক্তি, আফগানিস্তান, ইরান, মঙ্গোলিয়া ও বেলারুশসহ পর্যবেক্ষক দেশের নেতা এবং জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরহিস সম্মেলনে অংশ নেন।

 

সি চিন পিং জোর দিয়ে বলেছেন, শাংহাই সহযোগিতা সংস্থা প্রতিষ্ঠার পর পারস্পরিক সম্মান, ন্যায্যতা ও ন্যায়বিচার এবং জয়-জয়ের ভিত্তিতে গৃহীত পদক্ষেপ নতুন আন্তর্জাতিক সম্পর্কের দৃষ্টান্ত স্থাপন করেছে। কোভিড-১৯ মহামারি শুরু হলে, নানা পক্ষ যৌথভাবে সংস্থার স্থিতিশীল উন্নয়ন ও আন্তর্জাতিক পদক্ষেপের মাধ্যমে মহামারি মোকাবিলায় শক্তি যুগিয়েছে। সি চিন পিং বলেন, কোভিড-১৯ মহামারি বিশ্ব পরিস্থিতির পরিবর্তন দ্রুততর করেছে এবং বিশ্বে উত্তাল পরিবর্তন শুরু হয়ে গেছে।  তিনি বলেন,

আন্তর্জাতিক সমাজ বহুপক্ষবাদ ও একতরফাবাদ, উন্মুক্তকরণ ও রুদ্ধদ্বার, সহযোগিতা ও সংঘাতের গুরুত্বপূর্ণ পরীক্ষার সম্মুখীন হচ্ছে। বিশ্বের কী হয়েছে? আমরা কী করব?- তা এ যুগের বড় প্রশ্ন। নানা দেশের মানুষ সুন্দর জীবনের প্রতি শক্তিশালী প্রত্যাশা ব্যক্ত করেছেন। শান্তি, উন্নয়ন ,সহযোগিতা ও জয়-জয় এ যুগের অপ্রতিরোধ্য প্রবণতা। ইতিহাস প্রমাণ করেছে প্রতিবেশীর সঙ্গে সুসম্পর্ক ও সহযোগিতা- বহুপক্ষবাদ দেশের সংঘর্ষ, জিরো সাম গেম ও একতরফবাদকে পরাজিত করতে পারে।

 

সিন চিন পিং জোর দিয়ে বলেছেন, বর্তমান পরিস্থিতিতে, শাংহাই সহযোগিতা সংস্থার উচিত্ শাংহাই চেতনা এগিয়ে নেওয়া, ঐক্য ও সহযোগিতা গভীর করা এবং আঞ্চলিক স্থিতিশীলতা ও উন্নয়নে বেশি অবদান রাখা। তিনি চারটি প্রস্তাব উত্থাপন করেন। প্রথমত, মহামারি মোকাবিলায় সহযোগিতা জোরদার করা। সদস্য দেশের রোগ নিয়ন্ত্রণ কেন্দ্রগুলোর মধ্যে হটলাইন চালু করা।

 

দ্বিতীয়ত, নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষা করে ‘অভিন্ন নিরাপত্তার কমিউনিটি গঠন’ করা। চীনের উদ্যোগে বিশ্বের ডেটা নিরাপত্তা প্রস্তাবে যোগদানকে স্বাগত জানান প্রেসিডেন্ট সি।

তৃতীয়ত, বাস্তব সহযোগিতা গভীর করে ‘উন্নয়নের অভিন্ন লক্ষ্যের কমিউনিটি’ গঠন করা। ২০২১ সালে ছংছিং শহরে চীন-শাংহাই সহযোগিতা সংস্থা ‘ডিজিটাল অর্থনীতি  ও শিল্প ফোরাম’ আয়োজনের ঘোষণা করেন প্রেসিডেন্ট সি।

 

চতুর্থত, ব্যক্তি বিনিময় বাড়ানো এবং ‘অভিন্ন সাংস্কৃতিক লক্ষ্যের কমিউনিটি’ গঠন করা। আগামী ৩ বছরে নানা দেশের ৬০০জন যুবকের বিনিময়ের সুযোগ সৃষ্টি করবে বেইজিং।

সিন চিন পিং জোর দিয়ে বলেছেন ,চীনে নতুন উন্নয়ন প্যাটার্ন গড়ে তোলা হচ্ছে এবং উচ্চতর মানের উন্মুক্ত অর্থনৈতিক ব্যবস্থা নির্মাণ করা হচ্ছে। চীন পারস্পরিক কল্যাণ ও সুবিধার কৌশলে অবিচল থাকবে। নানা পক্ষকে চীনের উন্নয়নের সুযোগকে কাজে লাগিয়ে চীনের সঙ্গে সহযোগিতা গভীর করতে হবে।(শিশির/তৌহিদ/রুবি)