আন্তর্জাতিক ই-কমার্স বিশ্ব বাণিজ্যে নতুন প্রাণশক্তি যোগাবে
2020-11-10 15:57:49

এ বছরের কোভিড-১৯ মহামারির কারণে বিশ্ব বাণিজ্যে বড় চাপ সৃষ্টি হয়েছে। ইন্টারনেট প্রযুক্তি ও আন্তর্জাতিক লজিস্টিক সেবা-ভিত্তিক আন্তর্জাতিক ই-কমার্স নতুন পরিস্থিতিতে বিশ্ব বাণিজ্য উন্নয়নের নতুন শক্তিতে পরিণত হয়েছে এবং বিশ্ব বাণিজ্যে নতুন প্রাণশক্তি যোগায়। তৃতীয় চীন আন্তর্জাতিক আমদানি মেলার অংশগ্রহণকারীরাও এ বিষয়ে একমত হয়েছেন।

 

ইথিওপিয়ার ইরগাশেফ ও সিদামো কফি এবারের তৃতীয় চীন আন্তর্জাতিক  আমদানি মেলায়  চীনের আলিবাবার মাধ্যমে আন্তর্জাতিক ই-কমার্স প্ল্যাটফর্ম টি-মলে যোগ দিয়েছে। মেলা চলাকালে টি-মলে যত দ্রুত সম্ভব নিজের কফি বিক্রি শুরু করতে ইথিওপিয়ার কর্মীরা রেড আই কার্গো বিমান ফ্লাইটযোগে পণ্যগুলো চীনে নিয়ে আসে। এ বিষয়ে প্রদর্শনী স্থলের দায়িত্বশীল ব্যক্তি বলেন, টি-মল প্ল্যাটফর্মে আমাদের কফি বিক্রি করা খুব ভালো একটি সুযোগ। কারণ, চীনের বাজার বিশাল এবং আমরা এ সুযোগকে গুরুত্ব দেই। আশা করি ভবিষ্যতে আরও সহযোগিতা করতে পারব।

 

শুধু ইথিওপিয়ার কফি নয়, নিউজিল্যান্ড ফল, জার্মান পানি পরিশোধ যন্ত্র, থাই ল্যাটেক্স বালিশ ও ব্রাজিলের গরুর মাংসসহ নানা দেশের ভাল গুণগতমানের পণ্য আন্তর্জাতিক ই-কমার্স প্ল্যাটফর্মের মাধ্যমে চীনা ভোক্তাদের কাছে পৌঁছায়। বিশ্বের বৃহত্তম কিউই বিক্রেতা নিউজিল্যান্ডের জেসপ্রি কোম্পানির গ্রেটার চায়নার মহাব্যবস্থাপক চিয়াং সি চিয়ে জানান, মহামারির সময়ে ই-কমার্স প্ল্যাটফর্মের মাধ্যমে বিক্রির পরিমাণ দ্রুত বেড়েছে। তাই তার কোম্পানি এখন অনলাইন বিক্রির উপর অনেক গুরুত্ব দেয়। তিনি বলেন, মহামারি শুরু হলে অনলাইন বিক্রির পরিমাণ লক্ষ্যণীয়ভাবে বৃদ্ধি পায়। চীনে আমাদের অনলাইন বিক্রির পরিমাণ ২৫-৩০ শতাংশ বেড়েছে। তাই কোম্পানি অনলাইনে ব্যবসার উপর গুরুত্ব দেয়। চীনের ১৪০ কোটি মানুষ এবং বিশ্বের বৃহত্তম মাঝারি আয়ের গ্রুপ থাকায় চীনের ভোগ বাজার বিশাল। পাশাপাশি, চলতি বছর আন্তর্জাতিক ই-কমার্স চীনে ভাল উন্নত হচ্ছে। গত এপ্রিল মাসে চীন নতুন করে ৪৬টি আন্তর্জাতিক ই-কমার্সের পরীক্ষামূলক অঞ্চল স্থাপন করেছে। গত জুলাই মাসে বেইজিং ও থিয়ানচিন শুল্ক বিভাগে চালু হয় আন্তর্জাতিক ই-কমার্স বি-টু-বি পরীক্ষামূলক রপ্তানি কেন্দ্র এবং পরে সেপ্টেম্বর মাসে শাংহাই ও ফুচৌসহ আরও ১২টি শুল্ক বিভাগ এ প্রকল্পে যোগ দেয়। তৃতীয় চীন আন্তর্জাতিক আমদানি মেলার অনুষ্ঠান ‘২০২০ আন্তর্জাতিক ই-কমার্স ও বাণিজ্যিক ডিজিটালকরণ উন্নয়ন ফোরাম’-এ চীনা ই-কমার্স বণিক সমিতর মহাসচিব পেং লি হুই নানা তথ্য দেন। তিনি বলেন, মহামারির সময়ে আন্তর্জাতিক ই-কমার্স আমদানি ও রপ্তানির পরিমাণ বেড়েছে। বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, চলতি বছরের প্রথম তিন প্রান্তিকে চীনে অনলাইন খুচরা বিক্রির পরিমাণ ৮ ট্রিলিয়ন ইউয়ান ছাড়িয়ে গেছে; যা গত বছরের একই সময়ের তুলনায় ৯.৭ শতাংশ বেশি। সামাজিক ভোক্তা পণ্যের খুচরা বিক্রির পরিমাণের অনুপাত ২৪.৩ শতাংশ, যা গত বছরের একই সময়ের তুলনায় ৪.৮ শতাংশ বেশি হয়েছে।

 

এই তথ্য থেকে আমরা দেখতে পারি আন্তর্জাতিক ই-কমার্স এবং বাণিজ্যিক ডিজিটালকরণ বিশ্ব অর্থনীতি উন্নয়নে প্রভাব ফেলছে।

 

পেং লি হুই বলেন, আন্তর্জাতিক ই-কমার্সের ডিজিটালকরণের সঙ্গে সঙ্গে হাজির হবে নতুন শিল্প ও পরিষেবা পদ্ধতি।

(শিশির/তৌহিদ/রুবি)