সারা বিশ্বে নভেল করোনাভাইরাসের মহামারি চলছে। বর্তমান বিশ্বে মোট ৫ কোটিরও বেশি মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে; মৃতের সংখ্যা সাড়ে ১২ লাখ ছাড়িয়ে গেছে। অনেক দেশে মহামারির দ্বিতীয় দফার সংক্রমণ শুরু হয়েছে। এ অবস্থায় মহামারি প্রতিরোধে টিকার গুরুত্ব স্পষ্ট হয়ে ফুটে উঠছে। বিশ্বের নানা দেশ টিকা গবেষণায় জোর গুরুত্ব দিচ্ছে। মহামারি শুরু হলে বিভিন্ন দেশ টিকা গবেষণা শুরু করে। এর মধ্যে চীন সবার আগে নিজস্ব কোভিড-১৯ টিকা গবেষণা শুরু করেছিল। এখন চীনের ৪টি টিকা তৃতীয় পর্যায়ের ক্লিনিকাল পরীক্ষা করা হচ্ছে। আজকের অনুষ্ঠানে আমরা চীনের টিকা গবেষণা নিয়ে কিছু আলোচনা করবো।