তৃতীয় চীন আন্তর্জাতিক আমদানি মেলায় ‘এক অঞ্চল, এক পথ’ প্যাভিলিয়ন দর্শকদের দৃষ্টি আকষর্ণ করছে
2020-11-08 18:18:51

  তৃতীয় চীন আন্তর্জাতিক আমদানি মেলায় ‘এক অঞ্চল, এক পথ’ প্যাভিলিয়ন দর্শকদের দৃষ্টি আকষর্ণ করছে_fororder_微信图片_20201108181639

নভেম্বর ৮: তৃতীয় চীন আন্তর্জাতিক আমদানি মেলা গত বুধবার সন্ধ্যায় শাংহাইয়ে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয়েছে। শাংহাই শহরের ভুতুং নতুন এলাকায় বিশেষ করে ‘এক অঞ্চল, এক পথ’ প্যাভিলিয়ন আছে। সেখানে বিভিন্ন ধরনের আমদানিকৃত পণ্য কিনতে পারেন ভোক্তারা। এখানে দর্শকরা ‘এক অঞ্চল, এক পথ’ উদ্যোগসংশ্লিষ্ট দেশগুলোকে আরো ভালোভাবে চিনতে পারবে।

‘এক অঞ্চল, এক পথ’ প্যাভিলিয়ন দ্বিতীয় চীন আন্তর্জাতিক আমদানি মেলা উদ্বোধনের আগে প্রতিষ্ঠিত হয়। চলতি বছরের আমদানি মেলার ‘এক অঞ্চল, এক পথ’ প্যাভিলিয়নে থাইল্যান্ড, স্পেন, জাপান, দক্ষিণ কোরিয়া, রাশিয়া, সিরিয়া, ইরান ও দক্ষিণ আফ্রিকাসহ ২০টিরও বেশি দেশ ও অঞ্চলের স্টোর আছে। এর মধ্যে থাইল্যান্ড, বেলজিয়াম, ইউক্রেন, চেক প্রজাতন্ত্র, জাপান, দক্ষিণ কোরিয়া, সিরিয়া ও দক্ষিণ আফ্রিকার পণ্যগুলো আমদানি মেলায়ও পাওয়া যাবে।  (শুয়েই/আলিম/জিনিয়া)