একবিংশ শতাব্দির চ্যালেঞ্জ : ত্রিমাত্রিক বাহিনী হিসেবে গড়ে উঠছে বাংলাদেশ নৌবাহিনী
2020-11-08 19:31:50

গত সপ্তাহে ভালো-মন্দ মিলিয়ে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ঘটনা সংবাদ মাধ্যমে শিরোনাম হয়েছে। এগুলোর মধ্যে ভালো খবর ছিল বাংলাদেশ নৌবাহিনীতে ৫টি নতুন জাহাজ সংযুক্তি এবং অক্সফোর্ডের করোনার টিকা পেতে চুক্তি। আর খারাপ সংবাদ ছিল মালয়েশিয়া থেকে আমদানি করা ভয়ানক ক্ষতিকর মাদক ‘আইস’ উদ্ধার ও এর হোতাদের গ্রেপ্তার।  আজকের সংবাদ পর্যালোচনায় আমরা নজর দেব এ সব বিষয়ের দিকে।

৫ নভেম্বর বাংলাদেশ নৌবাহিনীতে যুক্ত হয় ৫টি যুদ্ধ ও জরিপ জাহাজ।এগুলোর মধ্যে রয়েছে দুটি অত্যাধুনিক ফ্রিগেট বানৌজা ওমর ফারুক ও আবু উবাইদাহ, একটি করভেট যুদ্ধজাহাজ প্রত্যাশা আর দুটি জরিপ জাহাজ দর্শক ও তল্লাশি। এর মধ্যে শেষ দুটি জাহাজ দর্শক ও তল্লাশি নির্মিত হয়েছে নিজস্ব প্রযুক্তিতে খুলনা শিপইয়ার্ডে। চট্টগ্রামের নেভাল বার্থে আয়োজিত অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাহাজ ৫টির কমিশনিং করেন।

এ সময় প্রধানমন্ত্রী বলেন, একবিংশ শতাব্দির চ্যালেঞ্জ মোকাবেলায় ত্রিমাত্রিক নৌবাহিনী গড়ে তুলতে কাজ করছে সরকার। বাংলাদেশ যুদ্ধ চায় না, তবে আক্রান্ত হলে প্রতিরোধের সক্ষমতা থাকতে হবে বলে জানান তিনি। নিজেদের তৈরি জাহাজ নৌবাহিনীর আত্মবিশ্বাস বাড়াবে বলেও মন্তব্য করেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা প্রধানমন্ত্রী।

দেশের বিস্তীর্ণ সমুদ্রসীমা রক্ষায় নৌবাহনীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে জানান প্রধানমন্ত্রী। বলেন, সমুদ্রসীমার অধিকার আদায়ে তার সরকার ছাড়া অন্য কোনো সরকার কাজ করেনি। সুমদ্রসীমার অধিকার রক্ষায় বঙ্গবন্ধু জাতিসংঘেরও আগে ১৯৭৪ সালে আইন করেছিলেন বলে সবাইক স্মরণ করিয়ে দেন সরকার প্রধান। বঙ্গবন্ধুর দেখানো পথেই নৌবাহিনীর আধুনিকায়নের কাজ চলছে বলে জানান শেখ হাসিনা।

গত সপ্তাহের অন্য একটি ভালো খবর করোনা টিকা পেতে ভারতের সিরাম ইনস্টিটিউট ও বাংলাদেশের বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের সঙ্গে একটি ত্রিপক্ষীয় সমঝোতাস্মারক স্বাক্ষর করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। চুক্তির আওতায় ভারতের সিরাম ইনস্টিটিউটে তৈরি অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকার ৩ কোটি ডোজ টিকা পাবে বাংলাদেশ। সমঝোতাস্মারক স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত স্বাস্থমন্ত্রী জাহিদ মালেক জানান, জানুয়ারিতেই এ টিকা পাবে বাংলাদেশ। প্রতি ডোজ টিকার দাম পড়বে ৫ ডলার। একজনকে দুটি ডোজ হিসেবে দেড় কোটি মানুষকে দেয়া যাবে এ টিকা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন অনুযায়ী প্রথমে সম্মুখসারির করোনা যোদ্ধারা এ টিকা পাবেন বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। পর্যায়ক্রমে সবাইকে সরবরাহ করবে টিকা। বাংলাদেশে এ টিকা আনবে বেক্সিমকো।

চীনসহ অন্যান্য যে টিকাগুলোর পরীক্ষামূলক প্রয়োগের পর্যায়ে রয়েছে- তার মধ্যে এখন পর্যন্ত সবচেয়ে নিরাপদ ও কমদামে পাওয়া যাচ্ছে বলেই অক্সফোর্ডের এই টিকা কেনা হয়েছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। দেশে করোনায় মৃত্যু কমলেও শনাক্ত হার বাড়তিতে। আর আসন্ন শীতে করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ আসতে পারে এমন একটি আশঙ্কার মধ্যে টিকা আমদানির খবর কিছুটা হলেও স্বস্তি দেবে দেশের মানুষকে।

এ দুটি ভালো খবরের বিপরীতে বড় আশঙ্কার খবরটি হলো, ইয়াবার চেয়ে ৫০ গুণ ক্ষতিকর একটি মাদক ‘আইস’ ঢুকছে বাংলাদেশে। মালয়েশিয়া থেকে একটি চক্র আমদানি করছে ক্ষতিকর ও ব্যয়বহুল এ মাদক। প্রতি ১০ গ্রাম আইসের দাম এক লাখ টাকা। দেশের উচ্চবিত্ত শ্রেণির সন্তানেরা সেবন করছে এ মাদক। এটি গ্রহণ করলে শরীরে হরমোনের উত্তেজনা স্বাভাবিক সময়ের চেয়ে এক হাজার গুণ বাড়ে। নিয়মিত সেবন করলে হৃদরোগ, ব্রেইন স্ট্রোক ও দাঁতের ক্ষয় হয়।

আশার কথা গোয়েন্দা পুলিশ এ চক্রের মূলহোতা চন্দন সরকারকে গত ৫ নভেম্বর রাজধানীর গেন্ডারিয়া থেকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। তার টিমের আরো ৫ জনকে রাজধানীর গুলশান, বনানী ও বসুন্ধরা এলাকা থেকে আটক করা হয়। জব্দ করা গেছে ৬০০ গ্রাম আইস। চন্দন সরকার মালয়েশিয়ায় অবস্থানরত তার আত্মীয়ের মাধ্যমে বিমানযোগে এ মাদক দেশে আনতো। এর সঙ্গে আর কেউ জড়িত কিনা তা খতিয়ে দেখছে গোয়েন্দা পুলিশ।

ইয়াবা, ফেন্সিডিলসহ নানা মাদকের ছোবলে দেশের তরুণশ্রেণির একটা অংশ যখন বিপথগামী তখন আইসের মতো মারাত্মক মাদকের নেশা আরো বড় বিপদ ডেকে আনবে। আইনশৃঙ্খলা বাহিনী যে কোনো মূল্যে এর বিস্তার রোধ করবে-এমনই প্রত্যাশা দেশের মানুষের।

ঢাকা থেকে মাহমুদ হাশিম।