সি চিন পিংয়ের ভাষণ প্রশংসিত; উন্মুক্ত চীন বিদেশি কোম্পানিকে আরো বেশি সুযোগ দেবে- প্রত্যাশা বিদেশি কোম্পানি পরিচালকদের
2020-11-06 15:04:18

সি চিন পিংয়ের ভাষণ প্রশংসিত; উন্মুক্ত চীন বিদেশি কোম্পানিকে আরো বেশি সুযোগ দেবে- প্রত্যাশা বিদেশি কোম্পানি পরিচালকদের

তৃতীয় চীন আন্তর্জাতিক আমদানি মেলা ৪ নভেম্বর শাংহাইয়ে শুরু হয়েছে। চীনা প্রেসিডেন্ট সি চিন পিং উদ্বোধনী অনুষ্ঠানে ভিডিও’র মাধ্যমে মূল ভাষণ দেন। অনেক আন্তর্জাতিক কোম্পানির উচ্চ পর্যায়ের পরিচালকরা মনে করছেন, আরো উন্মুক্ত চীন বিদেশি কোম্পানিগুলোকে আরো বেশি সুযোগ দেবে।

মূল ভাষণে সি চিন পিং বলেন, চীন উন্মুক্ত, সহযোগিতা, একতা, অভিন্ন স্বার্থ অর্জনের ধারণা নিয়ে সার্বিকভাবে উন্মুক্তকরণ বাড়াবে, চীনা বাজার ও বিদেশি বাজারের কার্যকরী যোগাযোগ বাস্তবায়ন করবে, চীনা বাজারকে বিশ্বের বাজার, ভাগাভাগির বাজার ও সবার বাজার হিসেবে তৈরি করবে এবং আন্তর্জাতিক সমাজের জন্য চালিকাশক্তি যোগাবে।

ফ্রান্সের কসমেটিক্স কোম্পানি ল’রিয়েলের চীনের চেয়ারম্যান ও সিইও ফ্রাব্রাইস মাগারবানে বলেন, প্রথম দফায় চীনা বাজারে প্রবেশ করা ফরাসি কোম্পানি হিসেবে ল’রিয়েল চীনের সংস্কার ও উন্মুক্তকরণের বিপুল অগ্রগতি প্রত্যক্ষ করেছে এবং এ থেকে উপকৃত হয়েছে।

তিনি বলেন, প্রেসিডেন্ট সি’র ভাষণ থেকে তারা স্পষ্টভাবে জানতে পেরেছেন যে, ল’রিয়েল চীনে অনেক সুযোগ পাবে, আর বিশ্বের বাজারে চীনের বিপুল সম্ভাবনা রয়েছে। চীনে ল’রিয়েলের উন্নয়ন প্রক্রিয়া থেকে দেখে বোঝা যায় যে, চীনা ভোক্তাদের জন্য তারা পণ্য ও সেবা সরবরাহ করে এবং চীনে ব্যবসার মাধ্যমে তারা বিশ্বের ব্যবসা উন্নত করে। চীনের উন্মুক্তকরণ প্রশংসনীয় এবং এতে চীনে বিনিয়োগ ও উন্নয়নে তারা অনেক আশাবাদী।

ভাষণে সি চিন পিং বলেছেন, বর্তমান বিশ্বের অর্থনৈতিক উন্নয়ন কঠোর চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে। চীন আশা করে বিভিন্ন দেশের সঙ্গে উন্মুক্তকরণের মাধ্যমে সুযোগ সৃষ্টি করবে, সহযোগিতার মাধ্যমে সমস্যা সমাধান করবে। এ নিয়ে ফাব্রাইসও একমত হয়েছেন। তিনি বলেন, বর্তমানে শুধু সহযোগিতার মাধ্যমে চ্যালেঞ্জ মোকাবিলা করা যায় এবং তা বিশ্ব অর্থনীতি পুনরুদ্ধারের জন্য সুযোগ সৃষ্টি করবে।

সিমেন্সের চীনা চেয়ারম্যান ও সিইও লুথার হারম্যান মনে করেন, প্রেসিডেন্ট সি’র ভাষণে একটি বড় দেশের দায়িত্ববোধ প্রতিফলিত হয়, তা বর্তমানের অস্থিতিশীল অর্থনৈতিক প্রেক্ষাপটে গভীর অর্থ বহন করে।

তিনি বলেন, তারা বিশ্বাস করে উন্মুক্ত চীন বিশ্বের জন্য আরো বেশি ‘চীনের সুযোগ’ বয়ে আনবে এবং বিশ্ব অর্থনীতি পুনরুদ্ধার ও উন্নয়নে নতুন চালিকাশক্তি যোগাবে। সিমেন্স ও চীন একই বিশ্বাস বজায় রাখে— অবিচল উন্মুক্তকরণ ও সহযোগিতা। চীনা বাজারের বিপুল সুপ্ত শক্তি ও উন্নয়নের সম্ভাবনায় তারা অনেক আশাবাদী। চীনের ‘নতুন অবকাঠামো গঠন’ থেকে ‘চতুর্দশ পাঁচসালা পরিকল্পনা’ পর্যন্ত চীনের নতুন উন্নয়ন কাঠামোতে তারা নতুন সুযোগ দেখেছে।

সি চিন পিং বলেছেন, দেশীয় অর্থনৈতিক চক্রকে কেন্দ্র করে এবং দেশি-বিদেশি অর্থনৈতিক চক্র গঠন জোরদার করার নতুন পরিকল্পনা গ্রহণ করা হবে। এতে চীনের উন্নয়নের চাহিদা পূরণের পাশাপাশি, বিভিন্ন দেশও উপকৃত হবে। এ নিয়ে জার্মানির সেমিকন্ডাক্টর জায়ান্ট ইনফিনিয়নের চীনের প্রধান অর্থনৈতিক কর্মকর্তা থমাস ওয়েভেলসেপ বলেন, প্রেসিডেন্ট সি’র উত্থাপিত এই ‘দ্বৈত চক্র’ অনেক গুরুত্বপূর্ণ। একদিকে তিনি অভ্যন্তরীণ বাজারকে গুরুত্ব দিয়েছেন, অন্যদিকে চীনের সংস্কার ও উন্মুক্তকরণ সম্প্রসারণের দৃঢ়প্রতিজ্ঞা প্রকাশ করেছেন। এই দ্বৈত চক্রের মাধ্যমে চাহিদা আরো বাড়বে, আর তারা এই চাহিদা পূরণে সক্ষম। তিনি আশা করেন, চীনা বাজারে তাদের ব্যবসা আরো উন্নত হবে।

ভাষণে সি চিন পিং বলেছেন, চীন অব্যাহতভাবে আমদানি মেলা-সহ বিভিন্ন উন্মুক্ত প্ল্যাটফর্মের মাধ্যমে চীনে বিভিন্ন দেশের উন্নয়নকে সমর্থন দেবে। আন্তর্জাতিক কোম্পানি পরিচালকরা বলেন, তারা এই সুযোগে চীনে ব্যবসা সম্প্রসারণ করবেন। তারা মনে করেন, বিশ্বে চীনা অর্থনীতি প্রথমে পুনরুদ্ধার হয়েছে, যা বিশ্ব অর্থনীতি পুনরুদ্ধারে আস্থা যোগাবে।

বিশ্ববিখ্যাত চকলেট উত্পাদন কোম্পানি ফেরেরোর চীনের প্রধান পরিচালক মাউরো দ্য ফিলিপ বলেন, যেসব দেশ ও অঞ্চল বর্তমানে কঠোর অবস্থায় রয়েছে, চীনা অর্থনীতির পুনরুদ্ধার তাদেরকে ইতিবাচক সংকেত দিয়েছে। কার্যকরভাবে সংকট মোকাবিলা চীনের ভোক্তাদের আস্থা বাড়াবে; আর এই আস্থায় বিভিন্ন ক্ষেত্রে ভোক্তা বাড়বে। তারা বিশ্বাস করে, আগামী মাসগুলোতে চীনে অভ্যন্তরীণ ভোক্তা অনেক বাড়বে, যা চীনে উন্নয়নের সুযোগ এবং চীনা কোম্পানি ও  চীনে বিদেশি কোম্পানির সুযোগ বাড়াবে।

 

(তুহিনা/তৌহিদ/ছাই)