চীনা গায়িকা ছেন শান নি
2020-11-05 15:53:19

চীনা গায়িকা ছেন শান নি

বন্ধুরা, আজকের অনুষ্ঠানের চীনের তাইওয়ানের একজন বিখ্যাত গায়িকা ও সংগীত প্রযোজক ছেন শান নি’র সঙ্গে আপনাদের পরিচয়ে করিয়ে দেবো। তিনি সাতবার তাইওয়ানের গোল্ডেন সুর অ্যাওয়ার্ডের পুরস্কার পেয়েছেন, চীনা সংগীত মহলে তিনি অন্যতম গুরুত্বপূর্ণ সংগীত প্রযোজক। বন্ধুরা, অনুষ্ঠানের শুরুতে ছেন শেন নিয়ের চীনের ক্লাসিক চলচ্চিত্র ‘In The Mood For Love’ রচিত থিম সোং ‘In The Mood For Love’ গানটি শুনব। এই চলচ্চিত্র দেশে-বিদেশের বিভিন্ন ফিল্ম ফেস্টিভালের শ্রেষ্ঠ চলচ্চিত্রের পুরস্কার লাভ করে; আর এই থিম সোংও অনেক জনপ্রিয়।

বন্ধুরা, এখন ছেন শেন নি’র গান ‘In The Mood For Love’ শুনুন।   গান ১

ছেন শেন নি’র জন্মস্থান চীনের শাংহাই শহরে, তবে ফিলিপিন্সে বড় হয়েছেন তিনি। মাধ্যমিক স্কুল শেষ করে তিনি তাইওয়ানের একটি বিশ্ববিদ্যালয় ভর্তি হন। সংগীত খুব পছন্দ করতেন তিনি। তাই বিশ্ববিদ্যালয়ের জীবনে ছেন শান নি নিজে সংগীত রচনা ও গান গাওয়া শুরু করেন। ১৯৯১ সালে তিনি তার প্রথম গান ‘সাড়ে সাত দিন’ প্রকাশ করেন। ১৯৯২ সালে তার রচিত গানগুলোক পেশাদার গায়করা পছন্দ করেন এবং তাদের অ্যালবামে অন্তর্ভুক্ত হয়। ১৯৯৪ সালে ছেন শেন নি তার প্রথম অ্যালবাম প্রকাশ করেন। অ্যালবামের সব গান তিনি নিজ রচনা করেছেন। বন্ধুরা, এখন শুনুন এই অ্যালবামে একটি সুন্দর সংগীত ‘প্রেমের গান’।গান ২

১৯৯৫-১৯৯৭ সালে ছেন শান নি ৩টি অ্যালবাম প্রকাশ করেন, আর অ্যালবামের সব গান তিনি নিজে রচনা করেছেন। তিনি এসব গানের মাধ্যমে একটি স্বাধীন মেয়ের জীবন এবং সমাজের প্রতি তার চিন্তাভাবনা প্রকাশ করেছেন। সেসময় তাইওয়ানে এমন গায়িকা ও গান খুব কম শোনা যেত। তাই ছেন শান নি দ্রুত সবার দৃষ্টি আকর্ষণ করেন, তার গানগুলোও জনপ্রিয় হয়ে ওঠে। বন্ধুরা, এখন শুনুন ছেন শান নি’র একটি সুন্দর গান ‘চার ঋতু’।গান ৩

১৯৯৯ সালে ছেন শান নি’র অ্যালবাম ‘আমি রসিক মেয়ে নই’ প্রকাশিত হয়। সে বছর তিনিও একটি গদ্য সংগ্রহ প্রকাশ করেন। গান গাওয়ার পাশাপাশি তিনি অন্যভাবে একটি স্বাধীন নারীর মনোভাব ও ধারণা প্রকাশের চেষ্টা করেন। তিনি ও তার গান স্বাধীন নারীর প্রতিনিধি হিসেবে বিবেচিত হয়। ২০০০ সাল থেকে ছেন শান নি হংকংয়ের সংগীত প্রযোজকের সঙ্গে সহযোগিতা করতে শুরু করেন এবং নিজের সংগীত স্টুডিও প্রতিষ্ঠা করেন। তখন থেকে তিনি ইলেকট্রনিক, হিপ-হপসহ বিভিন্ন ধরনের সংগীতের উপাদান গ্রহণ করে নিজের সংগীতশৈলী পরিবর্তন করেন। তার গান আরো বৈচিত্রময় ও আকর্ষণীয় হয়ে ওঠে।

বন্ধুরা, এখন শুনুন ছেন শান নি’র ২০০০ সালে প্রকাশিত একটি সুন্দর গান ‘লাল চোখ’।গান ৪

২০০৪ সালে ছেন শান নি হংকংয়ের গায়িকা লি রুই সিয়ানের সঙ্গে একটি সংগীতদল ‘মিস’ প্রতিষ্ঠা করেন এবং অ্যালবাম প্রকাশ করেন। অ্যালবামে তারা পুরোপুরি নিজের ইচ্ছামতো পুরানো রক, ডিস্কো, ডান্স, নতুন ব্যালাড সংগীতের উপাদান মিলিয়ে খুব নতুন ও অসাধারণ গান তৈরি করেন। তারাও এই অ্যালবামের জন্য শ্রেষ্ঠ সংগীতদলের পুরস্কার পান।

বন্ধুরা, এখন শুনুন ছেন শান নি ও লি রুই সিয়ানের একটি সুন্দর গান ‘সে বছরের শান্ত সমুদ্র’।গান ৫

২০০৫ সালে ছেন শান নি অ্যালবাম ‘পরে আমরা কাঁদলাম’ প্রকাশ করেন। তিনি এই অ্যালবামের জন্য তাইওয়ানের গোল্ডেন সুর অ্যাওয়ার্ডের শ্রেষ্ঠ অ্যালবাম প্রযোজক ও শ্রেষ্ঠ বার্ষিক অ্যালবামের পুরস্কার পান। তিনি চীনা সংগীত মহলে এই খ্যাতি পাওয়া প্রথম নারী প্রযোজক। তার সংগীতের প্রভাবে পরবর্তীতে আরো অনেক নারী প্রযোজকের কাজ শুরু করেন এবং ভালো ফলাফল অর্জন করেন।

বন্ধুরা, এখন শুনুন ‘পরে আমরা কাঁদলাম’ এই অ্যালবামে ছেন শান নি’র একটি জনপ্রিয় গান ‘সুন্দর দৃশ্য’।গান ৬

২০০৫ সালের পর ছেন শেন নি অনেকবার গোল্ডেন সুর অ্যাওয়ার্ডের বার্ষিক শ্রেষ্ঠ প্রযোজকের পুরস্কার পান এবং উচ্চ মানের গান প্রকাশ করতে থাকেন। ২০২০ সালে তিনি আবার নতুন অ্যালবাম প্রকাশ করেন এবং বার্ষিক শ্রেষ্ঠ প্রযোজক ও শ্রেষ্ঠ অ্যালবামের পুরষ্কার পান। বন্ধুরা, অনুষ্ঠান শেষে আমরা একসঙ্গে এই অ্যালবামে ছেন শান নি’র আরেকটি সুন্দর গান ‘Uncanny Valley’ শুনবো; আশা করি আপনারা তার গানগুলো পছন্দ করবেন।  গান ৭