নভেম্বর ৩: শ্রীলংকা কোনোদিনই যুক্তরাষ্ট্রের সঙ্গে মিলেনিয়াম চ্যালেঞ্জ কো-অপারেশন সহায়তা চুক্তি স্বাক্ষর করবে না। সম্প্রতি এক সাক্ষাত্কারে শ্রীলংকার প্রেসিডেন্ট গোতাভায়া রাজাপাকসে সুস্পষ্টভাবে এ-কথা বলেছেন। তিনি বলেন- ‘স্বপ্নের মধ্যও করবে না!’ এর মাধ্যমে অর্থের লোভ দেখিয়ে চীনের বিরুদ্ধে শ্রীলংকাকে কাছে টানার ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে। আজ (মঙ্গলবার) চীন আন্তর্জাতিক বেতারের এক সম্পাদকীয়তে এ মন্তব্য করা হয়।
সম্পাদকীয়তে বলা হয়, শুধু শ্রীলংকা নয়। সম্প্রতি এশিয়ার ৫টি দেশ সফরে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বেশ কয়েকবার এমন সংকটে পড়েন। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে চীন-বিরোধী প্রচারণা একটি হাস্যকর নাটকে পরিণত হয়েছে।
সম্পাদকীয়তে আরও বলা হয়, মার্কিন কূটনীতি অনুযায়ী, ঊর্ধ্বতন কূটনীতিবিদরা সাধারণ নির্বাচনের সময় বিদেশ সফর বাতিল করেন। তবে মাইক পম্পেও সেই রীতি ভেঙ্গেছেন। তিনি তথাকথিত ‘ভারত ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের কৌশলের’ নামে এ অঞ্চলের ৫টি দেশে চীনের বিরুদ্ধে উত্তেজেনা ছড়ানোর লক্ষ্যে সফর করেছেন।
মাইক পম্পেও’র আড়াই বছরের কর্মজীবনে তাকালে দেখা যায়- তিনি ‘ইতিহাসের সবচেয়ে খারাপ পররাষ্ট্রমন্ত্রী’ হিসেবে স্বীকৃতি পেয়েছেন।
(রুবি/তৌহিদ/শিশির)