"ক্রোয়েশিয়ার আধুনিক ও সমসাময়িক কবিতা বাছাইয়ের কাজ" প্রথম প্রকাশ অনুষ্ঠান বেইজিংয়ে অনুষ্ঠিত
2020-11-03 15:09:14

লেখক প্রকাশনালয়ের প্রকাশিত "ক্রোয়েশিয়ার আধুনিক ও সমসাময়িক কবিতা বাছাইয়ের কাজ" এর প্রথম প্রকাশের অনুষ্ঠানটি ২৭ অক্টোবর বেইজিংয়ে অনুষ্ঠিত হয়েছিল।

 

উদ্বোধনী অনুষ্ঠানে চীনা লেখক সমিতির ভাইস চেয়ারম্যান ও সচিবালয়ের সেক্রেটারি জিৎ দি মাজিয়ার বক্তব্য দেন, তিনি বলেন, এ বইয়ের প্রকাশনা চীনা সাহিত্য সম্পর্কে জানাশোনা ও পাঠকদেরকে ক্রোয়েশীয় আধুনিক এবং সমসাময়িক কবিতার মাধ্যমে ক্রোয়েশিয়ানদের আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গি বোঝার সুযোগ করে দেয়। যা উভয় দেশের লেখক ও পাঠকদের আধ্যাত্মিক অনুরণন এবং পারস্পরিক শিক্ষা বাড়াতে সহায়ক।

 

তিনি বলেছিলেন, "সাম্প্রতিক বছরগুলিতে, 'এক অঞ্চল, এক পথ' যৌথভাবে নির্মাণের প্রক্রিয়ায় চীন-ক্রোয়েশিয়া সম্পর্কের বিকাশ একটি নতুন পর্যায়ে প্রবেশ করেছে। নির্মাণাধীন পেলজেস্যাক সেতু চীন ও ক্রোয়েশিয়ার মধ্যে অন্যতম সহযোগী। চীন ও ক্রোয়েশিয়ার মধ্যে সাহিত্যের আদান-প্রদান হলো দুই দেশের জনগণের মধ্যে বোঝাপড়ার একটি সাংস্কৃতিক সেতু।

 

চীনে ক্রোয়েশিয়ার রাষ্ট্রদূত দারিও মিলেন তার বক্তব্যে বলেন: গত বছর ক্রোয়েশিয়া ও চীনের মধ্যে সংস্কৃতি ও পর্যটন বছর উদযাপিত হয়। আমরা বিভিন্ন ধরণের সাংস্কৃতিক বিনিময় প্রকল্পের পরিকল্পনা করেছি, যার মধ্যে অনেকগুলি মূলত এ বছর অনুষ্ঠিত হওয়ার কথা। তবে মহামারীর কারণে সেগুলি কার্যকর হয় নি। এক্ষেত্রে আমাদের এই কবিতা সংকলনের প্রকাশনাকে ধন্যবাদ জানাতে হবে; যা ক্রোয়েশীয় সাহিত্যকে চীনা পাঠকদের আরও কাছে এনে দিয়েছে। চীনে কবিতা ও সাংস্কৃতিক গভীর ঐতিহ্য রয়েছে এবং এখন চীনা বন্ধুরাও কবিতা সংগ্রহের মাধ্যমে মোহনীয় ক্রোয়েশিয়ান কবিতা সম্পর্কে জানার সুযোগ পেয়েছে।