সহজ চীনা ভাষা: ডাইনোসর সব জায়গায় রয়েছে
2020-11-02 16:34:59

বন্ধুরা, এবার আপনাদের এই পাঠের অর্থ জানিয়ে দিচ্ছি। এই পাঠ হল যুক্তরাষ্ট্রের বিখ্যাত সাহিত্যিক ও বৈজ্ঞানিক কল্পকাহিনী লেখক আইজ্যাক আসিমভের রচিত একটি গল্প। তিনি যুক্তরাষ্ট্রের বিজ্ঞান কল্পকাহিনীর প্রতিনিধিত্বকারী ব্যক্তি। তিনি বৈজ্ঞানিক কল্পকাহিনীর সর্বোচ্চ সম্মাননা--হিউগো অ্যাওয়ার্ড ও নেবুলা অ্যাওয়ার্ড অর্জন করেছেন। সারা জীবনে তিনি ৫ শতাধিক বই প্রকাশ করেছেন। তাঁর লেখায় রয়েছে প্রাকৃতিক বিজ্ঞান, সামাজিক বিজ্ঞান, শিল্প-সাহিত্যসহ অনেক বিষয়। তার লেখাগুলো সহজ-সরল কিন্তু জটিল প্রেক্ষাপট, আকর্ষণীয় কল্পনা ও গভীর অর্থের জন্য বিখ্যাত। আসিমভের রচনায় কল্পনা ছাড়াও বাস্তবজগতে মানবসমাজ ও জীবনের সমস্যা প্রতিফলিত হয়, এবং বাস্তব জগত নিয়েও মানুষ ভাবতে পারে।

 

এই পাঠে লেখক বিশ্বের বিভিন্ন জায়গায় ডাইনোসরের জীবাশ্ম আবিষ্কারের ঘটনা থেকে ধারাবাহিক অনুমানের ভিত্তিতে টেকটনিক প্লেটের থিওরি (theory of plate tectonics) প্রমাণের চেষ্টা করেন এবং এর মাধ্যমে বিজ্ঞানের ঘনিষ্ঠ সম্পর্ক বুঝিয়ে দেন।

 

বন্ধুরা, এই পাঠের প্রধান শব্দগুলো হলো:

恐龙  kǒng lóng  ডাইনোসর

科学 kē xué  বিজ্ঞান  科学家kē xué jiā বিজ্ঞানী

大陆 dà lù মহাদেশ  大洋 dà yáng মহাসাগর  

迁移 qiān yí অভিবাসন/স্থানান্তর 动物迁移qiān yí  dòng wù প্রাণী অভিবাসন 人口迁移 qiān yí rén kǒu মানুষ অভিবাসন  工厂迁移gōng chǎng qiān yí কারখানা স্থানান্তর

发现 fā xiàn আবিষ্কার করা  发现恐龙化石fā xiàn kǒng lóng huà shí ডাইনোসরের জীবাশ্ম আবিষ্কার করা 发现他的秘密fā xiàn tā de mì mì গোপন জিনিস আবিষ্কার করা  发现自然规律fā xiàn zì rán guī lǜ প্রাকৃতিক নিয়ম আবিষ্কার করা

无处不在 wú chù bú zài সর্বত্র/সব জায়গায় আছে 知识无处不在 zhī shī wú chù bú zài বিজ্ঞান সব জায়গায় আছে 生活中幸福无处不在 shēng huó zhōng xìng fú wú chù bú zài জীবনে সব জায়গায় সুখ রয়েছে।