তৃতীয় চীন আমদানি মেলায় নতুন পণ্য
2020-11-02 14:55:20

তৃতীয় চীন আমদানি মেলায় নতুন পণ্য

তৃতীয় চীন আমদানি মেলা আগামী ৪ নভেম্বর শাংহাইয়ে শুরু হবে। বর্তমানে মেলার বিভিন্ন প্রস্তুতিমূলক কাজ প্রায় শেষের পথে। আগের দুই মেলার সঙ্গে তুলনায় এবারের মেলায় অনেক নতুন বৈশিষ্ট্য দেখা যাবে। চলতি বছরের মেলায় প্রদর্শনী এলাকার আয়তন গতবারের মেলার চেয়ে ১৪ শতাংশ বেশি হবে। এতে খাদ্য ও কৃষিপণ্য, গাড়ি, প্রযুক্তি ও সরঞ্জাম, ভোগ্যপণ্য, চিকিত্সা সরঞ্জাম ও ওষুধ, পরিসেবা বাণিজ্য—এই ৬টি প্রদর্শনী এলাকা থাকবে। এবার প্রায় ৫০টি শীর্ষ কোম্পানি মেলায় অংশ নেবে, যেসব কোম্পানি বিশ্বের শীর্ষ ৫০০ কোম্পানির অন্তর্গত। এর মধ্যে দশটিরও বেশি কোম্পানি আগামী ৩ বার মেলায় অংশগ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছে। আর শতাধিক নতুন পণ্য, নতুন প্রযুক্তি, নতুন সেবা চলতি বছরের মেলায় প্রথমবারের মতো প্রদর্শন করা হবে বলে জানা গেছে।

ফ্রান্সের ল’রিয়েল কোম্পানি সবচেয়ে আগে আমদানি মেলায় অংশগ্রহণ সিদ্ধান্ত নেয়। চলতি বছরের আমদানি মেলায় শতাধিক পণ্য প্রদর্শন করবে এই কোম্পানি। পাশাপাশি, নতুন ধারণা ও সমাধানও প্রকাশ করবে। আশা করা হচ্ছে, এতে চীনা ভোক্তারা ফরাসি এই কোম্পানির পণ্যের প্রতি আরও বেশি আকৃষ্ট হবে।

অনেক কোম্পানি চীনা বাজারের ওপর বেশ গুরুত্ব দেয়। আন্তর্জাতিক বিখ্যাত কসমেটিক্স কোম্পানি এসটি লডার চলতি বছরের মেলায় তার প্রদর্শনী এলাকার আয়তন ১০০ বর্গমিটার বাড়াবে, নতুন পণ্য প্রদর্শন করবে। কোম্পানিটি চীনে বিশ্বমানের গবেষণা ও নব্যতাপ্রবর্তন কেন্দ্র প্রতিষ্ঠার ঘোষণাও দিয়েছে।

আগের দুই বারের আমদানি মেলায় প্রযুক্তি ও সরঞ্জাম প্রদর্শনী এলাকার অনেক স্বয়ংক্রিয় সরঞ্জাম মানুষের দৃষ্টি আকর্ষণ করেছিল। চলতি বছরের মেলায় আরো বেশি নতুন প্রযুক্তি সরঞ্জাম প্রদর্শন করা হবে। যেমন, জার্মানির জংহেইনরিচ কোম্পানি তৃতীয় আমদানি মেলায় বিশ্বের প্রথম স্বয়ংক্রিয় ন্যাভিগেশান ফর্কলিফ্ট প্রদর্শন করবে। এটি সর্বোচ্চ এক টন লোড নিতে পারে এবং ৩.২ মিটার উঁচু কার্গো পরিবহন করতে পারে। এই ফর্কলিফ্টে আছে আল্ট্রাসাউন্টড ডপলার ডিটেক্টর, যা দুর্ঘটনা হ্রাসে সহায়ক। ভবিষ্যতে এই প্রযুক্তির ব্যবহার ব্যাপকভাবে বাড়বে বলে আশা করা হচ্ছে।

জার্মানির মিজি ও স্কট কোম্পানি টানা ৩ বছর আমদানি মেলায় অংশগ্রহণ করছে। প্রথম আমদানি মেলায় মিজির বৃহত্তম একটি অর্ডারর ১৫০ মিলিয়ন ইউয়ানে পৌঁছায়। চলতি বছরে তারা ভোগ্যপণ্য প্রদর্শনী এলাকায় যৌথভাবে বিভিন্ন নতুন পণ্য প্রদর্শন করবে। মিজি কোম্পানি চীনের শাংহাইয়ে সদর দফতর প্রতিষ্ঠা করবে বলেও জানা গেছে।

আমদানি মেলার জন্য বিশ্বের বিভিন্ন কোম্পানি চীনের শাংহাইয়ে জড়ো হয়, চীনা বাজারের বিনিয়োগ ও উন্নয়নের সুযোগ ভাগাভাগি করে। চীনা অর্থনীতির প্রাণশক্তি ও চীনের উচ্চ মানের উন্মুক্তকরণ ত্বরান্বিত করার মনোভাব ও প্রতিজ্ঞা অনেক বিদেশি কোম্পানিকে চীনা বাজারের প্রতি আস্থাশীল করেছে।

গ্রিস এন্টারপ্রাইজ এক্সিকিউটিভ বোর্ডের নির্বাহী পরিচালক বলেন, আমদানি মেলা হল বিশ্ববাণিজ্যে চীনের স্থান উন্নত হওয়ার প্রতীক। গ্রিসসহ অনেক দেশ ও কোম্পানি আমদানি মেলায় নিজ নিজ পণ্য তুলে ধরতে চায়। তিনি বলেন, আমদানি মেলা বিশ্বের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি কার্যক্রম, যা আন্তর্জাতিক যোগাযোগ ও সহযোগিতার কার্যকর চ্যানেল। বর্তমান বিশ্ব নভেল করোনাভাইরাস থেকে ক্রমশ মুক্ত হচ্ছে এবং বাণিজ্য সংরক্ষণবাদও বাড়ছে। এই প্রেক্ষাপটে চীন আমদানি মেলা আয়োজন বিশেষ ইতিবাচক অর্থ বহন করে।

 

 (তুহিনা/আলিম/ছাই)