অক্টোবর ২৯: চলতি বছর, কোভিড-১৯ মহামারীর মধ্যেও, চীনের সিনচিয়াংয়ের আলাশানকৌ বন্দর থেকে চীন-ইউরোপ রেলপথে ৪ হাজারের বেশি ট্রেন চলাচল করেছে, যা একটি নতুন রেকর্ড।
আলাশানকৌ শুল্ক তত্ত্বাবধান ও পরিচালনা বিভাগের দ্বিতীয় দলের কর্মী স্যু ইউয়ে হেং সম্প্রতি বলেন, গোটা বিশ্বে মহামারী যখন ছড়িয়ে পড়ছে তখন, 'এক অঞ্চল, এক পথ' উদ্যোগসংশ্লিষ্ট দেশ ও অঞ্চলের সরবরাহ চেইন নিশ্চিত করার ক্ষেত্রে চীন-ইউরোপ রেলপথ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
এদিকে, আলাশানকৌ বন্দরের সক্ষমতা বাড়াতে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। একে ডিজিটাল বন্দরে রূপান্তরের প্রচেষ্টাও অব্যাহত আছে। (ছাই/আলিম/তুহিনা)