অক্টোবর ২৯: যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়ার বৃহত্তম শহর ফিলাডেলফিয়ায় বুধবার রাত ৯টা থেকে পরের দিন সকাল ৬টা পর্যন্ত কারফিউ কার্যকর করা হয়। পুলিশ কর্তৃক একজন কৃষ্ণাঙ্গের গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর ঘটনার পর টানা দুই রাত শহরে বিক্ষোভ ও দাঙ্গা অব্যাহত ছিল।
ফিলাডেলফিয়া ইনকয়েরারের মতে, কারফিউ শুরুর পরে ফিলাডেলফিয়ায় বড় আকারের কোনো প্রতিবাদ দেখা যায়নি। পশ্চিম ফিলাডেলফিয়ায় কারফিউ লঙ্ঘনের দায়ে কিছু প্রতিবাদকারীকে গ্রেপ্তার করা হয় এবং ব্যবসায-প্রতিষ্ঠানে লুঠতরাজের অভিযোগেও বেশ কয়েকজনকে গ্রেপ্তার করে পুলিশ।
এর আগের দিন, ফিলাডেলফিয়ার মেয়র কেনি সংবাদ সম্মেলনে বলেছিলেন যে, আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশকে সহায়তা করার জন্য পেনসিলভেনিয়া ন্যাশনাল গার্ড ফিলাডেলফিয়ায় মোতায়েন করা হবে। ফিলাডেলফিয়া পুলিশ জানিয়েছে যে তারা পুলিশের বডি ক্যামেরায় তোলা গুলিবর্ষণের ঘটনার ভিডিও প্রকাশ করবে। (ওয়াং হাইমান/আলিম/ছাই)