'এক অঞ্চল, এক পথ' উদ্যোগের ওপর দোষ চাপিয়ে সুবিধা করতে পারছেন না পম্পেও: সিআরআই সম্পাদকীয়
অক্টোবর ২৬: সম্প্রতি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও ভারত, শ্রীলংকা, মালদ্বীপ ও ইন্দোনেশিয়া সফর করেন। বিশ্লেষকরা মনে করেন, তার এই সফরের উদ্দেশ্য হচ্ছে এই উল্লেখিত দেশগুলোকে চীনের বিরুদ্ধে উস্কে দেওয়া। আসলে মাইক পম্পেও আগেও চীনের বিরুদ্ধে বিভিন্ন দেশকে উস্কে দেওয়ার অপচেষ্টা চালিয়ে ব্যর্থ হয়েছেন। বিশেষ করে সম্প্রতি 'এক অঞ্চল, এক পথ' উদ্যোগ নিয়ে তথাকথিত 'ঋণ সংকট'-এর মিথ্যা ধারণা প্রচারের চেষ্টা করেন তিনি। এর উদ্দেশ্য ছিল চীনের সঙ্গে সংশ্লিষ্ট দেশগুলোর সহযোগিতা নষ্ট করা। তার এ প্রচেষ্টাও আখেরে ব্যর্থ হবে। তা ছাড়া, এতে তার মিথ্যাবাদী চরিত্রও ফুটে ওঠে; তিনি আন্তর্জাতিক অঙ্গনে হাসির পাত্র হন।
সবাই জানেন যে, 'এক অঞ্চল, এক পথ' উদ্যোগ হচ্ছে আন্তর্জাতিক সমাজের সামনে চীনের উপস্থাপিত এক বৈশ্বিক পাবলিক পণ্য। এ বছরের মে মাস পর্যন্ত, ১৩৪টি দেশ ও ৩০টি আন্তর্জাতিক সংস্থা চীনের সঙ্গে ২০০টি 'এক অঞ্চল, এক পথ' উদ্যোগসংশ্লিষ্ট দলিলপত্র স্বাক্ষর করেছে। এটিই হচ্ছে বাস্তবতা। (ওয়াং হাইমান/আলিম/ছাই)