বন্ধুরা, গত মাসের বিশেষ অনুষ্ঠানে আমরা 'চীনের উন্নয়ন ধারণা' সম্পর্কে সংক্ষিপ্ত পরিচয় করিয়ে দিয়েছিলাম এবং '合作共赢 共同发展' বা 'কল্যাণমূলক সহযোগিতা ও অভিন্ন উন্নয়ন বাস্তবায়ন করাসহ' কিছু শব্দ ও বাক্য শিখিয়েছিলাম। আজকের অনুষ্ঠানের শুরুতে আমরা সেসব শব্দ আরেকবার জেনে নেই।
একটি দেশের উন্নয়ন সাধারণত তরুণ ও মধ্যবয়সী মানুষের ওপর নির্ভর করে, সমাজ ও অর্থনীতির অগ্রগতিতে তারা সবচেয়ে বেশি অবদান রাখে। তবে বয়স্ক মানুষ দেশ ও সমাজের অংশ। তাদেরকে অবহেলা করা উচিত নয়। বর্তমান বিশ্বের অনেক দেশ মানুষের বয়োবৃদ্ধি সমস্যার সম্মুখীন। কীভাবে বয়স্ক মানুষদের সঙ্গে আচরণ করা যাবে তা দেশ পরিচালনার দক্ষতা ও ধারণার সঙ্গে জড়িত। এক্ষেত্রে চীনের বিশেষ ধরণের সংস্কৃতি ও ধারণা আছে।
প্রাচীনকাল থেকেই চীনারা বৃদ্ধ মানুষকে বিশেষ সম্মান জানিয়ে আসছেন এবং 'সিয়াও' সংস্কৃতি উন্নত করেছেন। 'সিয়াও' সংস্কৃতি চীনা ঐতিহ্যগত সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ, এর মূল বিষয় হলো সম্মান ও কৃতজ্ঞতা জানানো। এতে পিতামাতার লালনপালনের জন্য কৃতজ্ঞতা জানানো, বড় হওয়ার পর তাদের প্রতি খেয়াল রাখা ও সমর্থন দেওয়া, রোগ হলে যত্ন নেওয়া, পরিবারের প্রবীণ ও অন্যান্য বয়স্ক মানুষকে সম্মান করা, পূর্বপুরুষকে স্মরণ করা ইত্যাদি বিষয় জড়িত। প্রাচীনকালে চীনা মানুষ 'সিয়াও' কে মানুষের মৌলিক নৈতিকতা ও সামাজিক নৈতিকতা হিসেবে বিবেচনা করত।
চীনে একটি বিখ্যাত কথা আছে, তা হল '百善孝为先', 'বিভিন্ন ভালো গুণের মধ্যে প্রথমটি হচ্ছে সিয়াও। চীনের কনফুসিয়ানিজমের বিখ্যাত চিন্তাবিদ মেং য্যিও বলেছেন, নিজের পরিবারের প্রবীণ মানুষদের সম্মান করার পাশাপাশি, তাদের মতো অন্যান্য প্রবীণ মানুষকেও সম্মান করা উচিত। এসব কথা চীনে ব্যাপকভাবে প্রচলিত। এ থেকে বৃদ্ধ মানুষের প্রতি চীনা মানুষের মনোভাব জানা যায়।
'সিয়াও' সংস্কৃতি চীনা জাতির উন্নয়নে বড় প্রভাব ফেলেছে, আর এখন পর্যন্ত তা চীনা সমাজের নৈতিকতা ও শৃঙ্খলার একটি গুরুত্বপূর্ণ অংশ। চীনা প্রেসিডেন্ট সি চিন পিং বিভিন্ন অনুষ্ঠানে বার বার 'সিয়াও'র গুরুত্ব দিয়েছেন এবং 'সিয়াও' সংস্কৃতির ধারণা দিয়ে দেশ পরিচালনা করছেন। তিনি বলেছেন, বয়স্ক মানুষদের সম্মান করা চীনা জাতির ঐতিহ্যবাহী গুণ, আর বৃদ্ধ মানুষের সাহায্য ও খেয়াল করা গোটা সমাজের অভিন্ন দায়িত্ব। বয়স্ক মানুষের জীবনযাপনে সমর্থন ও নিশ্চয়তা দেওয়া হবে কিনা- তা শুধু পরিবারের ব্যাপার নয়, বরং জনগণের কল্যাণ ও দেশের উন্নয়নের সঙ্গে তা জড়িত। বয়স্ক মানুষদের আরো ভালো জীবনযাপনের জন্য দেশ পরিচালনার সময়ে তিনি বয়স্কদের সেবাব্যবস্থা প্রতিষ্ঠা করেছিলেন এবং বয়স্কদের সমর্থনকারী নীতি সুসম্পন্ন করাসহ বিভিন্ন পদক্ষেপ নিয়েছিলেন।
আজকের পাঠের গুরুত্বপূর্ণ শব্দগুলো হলো:
老人 lǎo rén বৃদ্ধ মানুষ 老了lǎo le বৃদ্ধ হওয়া 他老了 সে বৃদ্ধ হয়েছে tā lǎo le
尊敬 zūn jìng শ্রদ্ধা/সম্মান করাī 尊敬老人 zūn jìng lǎo rén বৃদ্ধ/বয়স্ক মানুষকে শ্রদ্ধা করা
感恩 gǎn ēn কৃতজ্ঞতা感恩的心 gǎn ēn de xīn তার একটি কৃতজ্ঞ মন/হৃদয়
感谢 gǎn xiè কৃতজ্ঞতা জানানো非常感谢 আপনার জন্য অনেক কৃতজ্ঞতা জানাই fēi cháng gǎn xiè nín
孝顺 xiào shùn পিতামাতা বা বৃদ্ধ মানুষের প্রতি ভালো আচরণ করা 他对父母很孝顺 tā duì fù mǔ hěn xiào shùn সে পিতামাতার যত্ন নেওয়া সন্তান।/ সে এম একটি সন্তান, যে পিতামাতার খুব যত্ন নেয়।