সিন সিয়াও ছি
2020-10-23 19:28:01

সিন সিয়াও ছি

সিন সিয়াও ছি, ১৯৬২ সালের ৮ ফেব্রুয়ারি চীনের তাইওয়ান প্রদেশের তাই চুং শহরে জন্মগ্রহণ করেন। তিনি হলেন তাইওয়ানের একজন নারী কন্ঠশিল্পী ও প্রযোজক।

১৯৮৬ সালে সিন সিয়াও ছি নিজের প্রথম অ্যালবাম 'একাকী শীতকাল' প্রকাশ করেন এবং এর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সঙ্গীতের জগতে পা রাখেন।

১৯৮৯ সালের ৯ অগাস্ট, সিন সিয়াও ছি'র দ্বিতীয় অ্যালবাম 'তোমার পিছনে অপেক্ষা করি' প্রকাশিত হয়। এই অ্যালবাম সেই বছর তাইওয়ানের 'দশটি শ্রেষ্ঠ অ্যালবাম'-এর একটি হিসেবে পুরস্কারও পায়।

১৯৯১ সালের পয়লা সেপ্টেম্বর সিন সিয়াও ছি'র তৃতীয় অ্যালবাম 'এক রাতের মধ্যে' বাজারে আসে। ১৯৯২ সালের ২ সেপ্টেম্বর সিন সিয়াও ছি'র চতুর্থ অ্যালবাম 'সময়ের খরচ' প্রকাশিত হয়। ততদিনে সিন সিয়াও ছি'র সামর্থ্য সবার কাছে স্বীকৃতি পেয়েছে। তবে তিনি তখনও ততটা বিখ্যাত হতে পারেননি। হতাশায় সিন সিয়াও ছি সঙ্গীত ছেড়ে দিতে চেয়েছিলেন। তবে তাইওয়ানের বিখ্যাত গীতিকার লি চুং শেং-এর উত্সাহে তিনি সঙ্গীত নিয়ে কাজ অব্যাহত রাখেন।

১৯৯৪ সালে সিন সিয়াও ছি নিজের বাছাইকৃত গান নিয়ে একটি অ্যালবাম প্রকাশ করেন।

১৯৯৪ সালের ১২ অগাস্ট তাঁর পঞ্চম অ্যালবাম 'উপলব্ধি' বাজারে আসে। আর একই বছরের ২৯ ডিসেম্বর তাঁর ষষ্ঠ অ্যালবাম 'স্বাদ' রিলিজ হয়। তিনি 'উপলব্ধি' গানটি হংকংয়ের 'বার্ষিক শ্রেষ্ঠ গান' পুরস্কার পায়।

১৯৯৫ সালের পয়লা সেপ্টেম্বর সিন সিয়াও ছি'র সপ্তম অ্যালবাম 'ভুলে যাওয়া' প্রকাশিত হয়। একই বছর তিনি যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে একটি ছোট আকারের কনসার্ট আয়োজন করেন। এই বছরের ২২ ডিসেম্বর তাঁর প্রথম ইংরেজি গানের অ্যালবাম 'Winter Light' প্রকাশিত হয়।

১৯৯৬ সালে সিন সিয়াও ছি তাইওয়ানে 'তাকে ভালোবাসা আমার দোষ না' নামের কনসার্ট আয়োজন করেন।

১৯৯৬ সালের পয়লা সেপ্টেম্বর সিন সিয়াও ছি'র অষ্টম অ্যালবাম 'তাকে ভালোবাসা আমার দোষ না' রিলিজ হয়। এই অ্যালবামের জন্য তিনি ১৯৯৭ সালের গোল্ডেন ম্যালোডি অ্যাওয়ার্ডসের শ্রেষ্ঠ নারী কন্ঠশিল্পীর পুরস্কারের মনোনোয়ন পায়।

২০০৪ সাল পর্যন্ত এশিয়ায় সিন সিয়াও ছি'র অ্যালবাম বিক্রির পরিমাণ এক কোটি ছাড়িয়ে যায়। ২০১১ সালে তিনি মূল ভূভাগে তাঁর ভ্রাম্যমান কনসার্ট আয়োজন করেন।

২০১২ সালে সিন সিয়াও ছি'র অ্যালবাম 'আনন্দের সঙ্গে হাজির হওয়া' রিলিজ হয়।

প্রিয় শ্রোতাবন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের জনপ্রিয় কণ্ঠশিল্পী সিন সিয়াও ছি'র সঙ্গে পরিচয় করিয়ে দিলাম এবং তার কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনালাম। আশা করি, গানগুলো আপনাদের ভালো লেগেছে। আজকের অনুষ্ঠান এখানেই শেষ হলো। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। পরের আসরে আবারও কথা হবে। (শুয়েই/আলিম/সুবর্ণা)