চীনের জাতীয় স্টেডিয়াম বার্ড নেস্ট আরেকটি বিস্মিত স্থান। এই স্টেডিয়ামে ট্র্যাক ও ফিল্ড প্রতিযোগিতায় বেশি রেকর্ট সৃষ্টি হয়। ১৬ আগষ্ট জামাইকার ক্রীড়াবিদ উসাইন বোল্ট পুরুষদের এক শো মিটার ড্যাশে ৯ সেকেন্ড ৬৯'র নতুন বিশ্ব রেকর্ট সৃষ্টি করেন। তিনি বলেন, প্রথম বারের মত বার্ড নেস্টে অলিম্পিক গেমসের প্রতিযোগিতায় অংশ নিয়ে এত ভাল সাফল্য লাভ করেন। সেজন্য পেইচিং হল তাঁর সুখ স্থান। তিনি আরো বলেন, 'সত্যি কথা। পেইচিং হল আমার সুখ স্থান। আমি বিশ্বাস করি আমি পেইচিংয়ে আরো আসবো।'
টাইসন গাই বোল্টকে রাজী করেন। তিনি বলেন, এর আগে পেইচিংয়ের বায়ুর মান নিয়ে তাঁর উদ্বেগে রয়েছে। কিন্তু এটি অপ্রয়োজনীয়। পেইচিংয়ের বায়ু অনেক ভাল। এ সম্পর্কে তিনি বলেন, 'পেইচিংয়ের বায়ু অনেক ভাল। আমি মাক্স পড়বো না ও কোনো ক্রীড়াবিদ পড়বেন না। পেইচিংয়ের আবহাওয়াও ভাল। আমার মনে পেইচিংয়ের সবকিছু ভাল।'
সাঁতার এবং ট্র্যাক ও ফিল্ড ছাড়াও ভারোত্তলন প্রতিযোগিতায় অনেক নতুন বিশ্ব রেকর্ড সৃষ্টি হয়। ১৩ আগষ্ট নারীদেরর ৬৯ কেজি পর্যায়ের প্রতিযোগিতায় চীনা ক্রীড়াবিদ লিউ ছুনহং ২৮৬ কেজির মোট পয়েন্ট নিয়ে বিশ্ব রেকর্ড গড়ে স্বর্ণপদক লাভ করেন। তিনি বলেন, পেইচিং হল তাঁর সুখ স্থান। তিনি আরো বলেন, 'আসলে ২০০৬ সালে আমি অসুস্থ্য হওয়ার পর কোনো অনুশীল করি নি। ২০০৭ সালে ভারোত্তলন বিশ্ব চ্যাম্পিয়নশীপে রাশিয়ার ক্রীড়াবিদ ওক্সানা স্লিভেনকো আমাকে বিজয়ী করেন। পরের এক বছরে আমি ভালভাবে অনুশীলন করতাম। আমি পেইচিংয়ে নিজের স্বপ্ন বাস্তবায়ন করেছি।'
পেইচিং অলিম্পিক গেমসে শুধু যে অনেক বেশি নতুন বিশ্ব রেকর্ড সৃষ্টি হয় তা নয়, বরং অনেক দেশ প্রথম বারের মত পেইচিংয়ে পদক লাভ করেছে। এবারের অলিম্পিক গেমসে ৫০টিরও বেশি দেশ ও অঞ্চল স্বর্ণপদক লাভ করেছে। যেমন, ভারতের শুটিং ক্রীড়াবিদ আবহিনাভ বিনদ্রা ও মঙ্গোলিয়ার জুডো ক্রীড়াবিদ মাইদান তুভশিনবায়ার স্বদেশের জন্য ইতিহাসের প্রথম স্বর্ণপদক লাভ করেন। তুভশিনবায়ার সাংবাদিককে জানান চীন হল মঙ্গোলিয়ার প্রতিবেশী দেশ। তিনি পেইচিং এ সুখ স্থান ও তাঁকে সহায়তা দেয়া সব মানুষকে ধন্যবাদ জানান। তিনি বলেন, 'আমি আমার বাবা মা, কোচ ও আমাকে সমর্থন করা সব মানুষকে ধন্যবাদ জানাই। তাঁরা হল আমি এই স্বর্ণপদক লাভের একটি গুরুত্বপূর্ন কারণ।'
১৬ দিনে চীন নিজের প্রচেষ্টায় সারা বিশ্বকে এবারের উচ্চ পর্যায়ের অলিম্পিক গেমস আয়োজন করেছে। আমরা আশা করি, বিশ্বের নানা স্থানের অংশগ্রহণকারীরা সুখ স্থান পেইচিংয়ে সুন্দর স্মৃতি কোখনো ভূলে যাবেন না।
ছাই ইউয়ে 1 2 |