v চীনের বিশ্ব কোষv চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগ
চীনের পুরুষ সাঁতারুদের প্রতি সাঁতারের রাজা পোপোভের পরামর্শ(ছবি)
2008-08-26 21:05:54

আলেকজান্ডার পোপোভ

    বিশ্ব সাঁতারের অন্যতম শীর্ষ তারকা রাশিয়ার বিখ্যাত সাঁতারু আলেকজান্ডার পোপোভ মোট চারটি অলিম্পিক স্বর্ণপদক পেয়েছিলেন । অবসর নেয়ার পরও পোপোভ বিশ্ব অলিম্পিকের জন্য ধারাবাহিকভাবে অবদান রাখে চলেছেন। তিনি এখন আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সদস্য । কয়েক দিন আগে সি আর আইয়ের সংবাদদাতা পেইচিংয়ে পোপোভের একটি সাক্ষাত্কার নিয়েছেন । সাক্ষাত্কারে তিনি চীনের পুরুষ সাতার দলকে ব্যাপকভাবে উত্সাহিত করেছেন ।

    ২০০১ সালে পেইচিং ২৯তম অলিম্পিক গেমসের স্বাগতিক হিসেবে নির্ধারিত হওয়ার পর পোপোভ বেশ কয়েকবার চীন সফর করেছেন । তিনি প্রতিবারই প্রাচীন নগরী পেইচিংয়ের নতুন নতুন পরিবর্তন লক্ষ্য করেছেন। তিনি বলেন , পেইচিংয়ের নতুন পরিবর্তন সহজেই চোখে দেখা যায় । পেইচিংয়ের লক্ষ্য হলো সাফল্যের সঙ্গে একটি উন্নত মানের অলিম্পিক গেমস আয়োজন করা । গত সাত বছরে পেইচিং এই লক্ষ্য বাস্তবায়নের জন্য জোর চেষ্টা চালিয়ে আসছে ।

    সাক্ষাত্কারে পোপোভ আমাদের সংবাদদাতাকে জানান , তিনি এবং আন্তর্জাতিক অলিম্পিক কমিটিতে তার সহকর্মীদের ধারণা , ২০০৮ সালের অলিম্পিক গেমসের আয়োজক হিসেবে পেইচিংকে বেছে নেয়া একটি সুচিন্তিত সিদ্ধান্ত । পেইচিংয়ের অলিম্পিক প্রস্তুতি খুব ভালো । তিনি বলেন , অলিম্পিক গেমসের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সাংগঠনিক কমিটি চেষ্টার কোনো ত্রুটি করে নি । স্বেচ্ছাসেবক সংগ্রহ ও প্রশিক্ষণের কাজও ভালো । এখনো পর্যন্ত অলিম্পিক গেমসের সব প্রস্তুতিসন্তোষজনক।

1 2
  • সাক্ষাত্কার
  • সর্বশেষ সংবাদ
  • অন-লাইন জরীপ
     
    © China Radio International.CRI. All Rights Reserved.
    16A Shijingshan Road, Beijing, China