এ সব আন্তরিক প্রচেষ্টা পেইচিং অলিম্পিক গেমসকে সবার হৃদয়ে একটি স্থায়ী ও সুন্দর অনুভূতির সৃষ্টি করেছে। মার্কিন শুটিং খেলোয়াড় ম্যাট্ট ইমোন্স পেইচিং অলিম্পিক গেমসে ব্যর্থ হওয়ার পর তার ইতিবাচক মনোভাব প্রকাশ রগেকে মুগ্ধ করেছিল। এ সম্পর্কে রগে বলেন," সতর্ক না থাকায় ইমোন্স পুনরায় চ্যাম্পিয়নের পেছনে পড়ে যান। ব্যর্থ হওয়ার পর তিনি তার স্ত্রীকে আলিঙ্গন করেছেন। যা দেখে আমি অনেক মুগ্ধ হয়েছি। সতর্ক না থাকায় হয়তো এবারের প্রতিযোগিতাতে এ ব্যর্থ হতে হয়েছে। তবে তার মনে আরও দৃঢ় প্রত্যয় জেগেছে। পরবর্তী প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য তিনি আরও যথাসাধ্য চেষ্টা করবেন। এটি একটি সত্যিই অলিম্পিকের নির্মল চেতনা। তা কেবল যে স্বর্ণ পদকের সঙ্গে সম্পর্কিত তাই নয়, বরং প্রত্যেক খেলোয়াড়গণের প্রতি নিজের যোগ্যতার মুখে পড়ার ক্ষেত্রে উত্সাহের জন্ম দিয়েছে।"
১৬ দিনের সময় দীর্ঘ নয়, তবে বিশ্বের কাছে চীন পুরোপুরিভাবে নিজের নতুন প্রতিমূর্তী প্রদর্শন করতে সক্ষম। একই সঙ্গে বিশ্ব চীনের আকর্ষণ শক্তিকেও বেশি জানতে পেরেছে।
1 2 3 4 |