বন্ধুরা, ২৪ আগস্ট আন্তর্জাতিক অলিম্পিক কমিটির চেয়ারম্যান জাক রগে পেইচিং অলিম্পিক গেমসের সমাপনী অনুষ্ঠানের আগে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে বলেন, পেইচিং অলিম্পিক গেমসের সার্বিক কাজকর্ম সন্তোষজনক ছিল। যা বিশ্বের বিভিন্ন দেশের খেলোয়াড়দের এখানে একটি সুন্দর সময় কাঁটাতে সাহায্য করেছে। পেইচিং অলিম্পিক গেমস কেবল যে পেইচিংয়েরই তা নয়,বরং তা সারা চীনে বস্তুগত ও অবস্তুগত সমৃদ্ধ উত্তরাধিকার সম্পদ এনে দিয়েছে। যার ফলে সারা বিশ্ব চীনের এ অপূর্ব অবস্থানকে আরও বেশি জানতে পেরেছে ।
পেইচিং অলিম্পিক গেমসের সমাপনী দিনে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির চেয়ারম্যান জাক রগে সংবাদদাতাদেরকে দেয়া এক সাক্ষাত্কারের প্রথম কথা হচ্ছে পেইচিং অলিম্পিক গেমসের সাংগঠনিক কাজের উচ্চ পর্যায়ের প্রশংসা। তিনি বলেন:"আন্তর্জাতিক অলিম্পিক কমিটি পেইচিং অলিম্পিক গেমসের সাংগঠনিক কমিটির কাজে আমি খুবই সন্তুষ্ট। পেইচিং অলিম্পিক গেমসের সাংগঠনিক কমিটি সর্বদাই খেলোয়াড়গণকে প্রধান হিসেবে বিবেচনা করে বিস্ময়কর অলিম্পিক গ্রাম ও শীর্ষ পর্যায়ের স্টেডিয়াম স্থাপন এবং অপরিহার্য সেবা প্রদান করেছে। খেলোয়াড়দের নৈপুন্যও ছিল খুবই চমত্কার, তারা ৪০টিরও বেশি বিশ্ব রেকর্ড এবং ১২০টিরও বেশি অলিম্পিক রেকর্ড গড়েছেন। এর মধ্যে মাইকেল ফেলপস্ ও উসেইন বোল্ট ক্রীড়া ক্ষেত্রের আদর্শ মানুষ হিসেবে উঠে এসেছেন।"
1 2 3 4 |