v চীনের বিশ্ব কোষv চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগ
পেইচিং অলিম্পিক গেমসে সেবা প্রদানকারী ট্যাক্সি ডাইভার
2008-08-22 21:03:04

    মেং হান কুয়াংয়ের মতো এবারের অলিম্পিক গেমসে সেবা প্রদানকারী ডাইভার আরও অনেকেই আছেন। তারা প্রতিদিন পেইচিংয়ের অলি-গলি রাস্তায় রাস্তায় চলছেন। তারা সবাই পেইচিং-এর অধিবাসী প্রতিনিধিদের অন্যতম। তারা এবারের পেইচিং অলিম্পিক গেমসে সেবা দেয়ার জন্য অহংকার বোধ করেন। ছাং চেং এসব স্বেচ্ছাসেবক ডাইভারদের মধ্যে অন্যতম। তিনি ১৭ বছর ধরে গাড়ি চালানোর কাজ করছেন। তার অভিজ্ঞতা বেশি হলেও অলিম্পিক গেমসে ডাইভার প্রশিক্ষণে তিনি বেশ সাফল্য অর্জন করেছেন। তিনি বলেন:" প্রশিক্ষণে আমরা পর্যায়ক্রমে প্রত্যেক দেশের রীতি-নীতি জানতে সক্ষম হয়েছি। যেমন মিসর ও ভারতের অভ্যাস কী, কী কী পছন্দ এবং কী কী অপছন্দ ,এসব কথাও জানতে পেরেছি। এশিয়া ও আমেরিকার অভ্যাস নিশ্চয় আরো ভিন্নতর।"

    এবারের অলিম্পিক গেমসে একটি সুষ্ঠু পরিবেশ সৃষ্টি করার জন্য গত মে মাস থেকে পেইচিংয়ের সব সরকারী জায়গা এবং ট্যাক্সিতে ধূমপান নিষিদ্ধ করা হয়েছে। সকল ট্যাক্সির মতো চাং চেংয়ের ট্যাক্সিতেও একটি নীল রঙের ধূমপান না করার প্রতীক রয়েছে। তিনি বলেন, তিনি নিজেই একজন ধূমপায়ী । তবে তিনি এ বিষয়টিকে সমর্থন করেন। যাত্রীদের জন্য একটি সুষ্ঠু পরিবেশ সৃষ্টি করা হচ্ছে প্রত্যেক ট্যাক্সি ডাইভারের দায়িত্ব। সুতরাং, সিগারেট খেতে চাইলে তিনি গাড়ির বাইরে এসে এ সিগারেট খাবেন। পরে একটি সুগন্ধ কিছু খেয়ে ট্যাক্সিতে উঠবেন। এ ব্যাপারে অধিকাংশ যাত্রীরও একই মত এবং তারাও চাং চেংয়ের সঙ্গে একসাথে গাড়ির পরিবেশ সুরক্ষা করেন। তিনি বলেন" একবারে একজন যাত্রী তার গাড়িতে যাওয়ার সময় সিগারেট খেতে চান। যাত্রী আমাকে জিজ্ঞেস করেন ' আপনার গাড়িতে সিগারেট খেতে পারি কি?' 'না, পারেন না'। তিনি আবার বলেন, ' মাফ করবেন, আমি খুবই খেতে ইচ্ছে করছে'। ' সিগারেট যদি খেতেই চান তাহলে আপনি গাড়ির বাইরে গিয়ে খেতে পারেন, কেমন?' আমি হাসতে হাসতে এ কথা বলেছি। আমার কথা শুনে হয়তো এ যাত্রীটি লজ্জা পান , তিনি বলেন আপনার গাড়ির পরিবেশ এতো ভাল যে আমি পরেই খাবো।"

    চাং চেং বলেন, পরিবেশ উন্নত এবং বিভিন্ন অলিম্পিক প্রশিক্ষণ ব্যবস্থা গড়ে তোলা ছাড়াও পেইচিং সরকার ট্যাক্সি ডাইভারদেরকেও অনেক সুযোগ প্রদান করেছে। যেমন , ইংরেজি শেখার মান আলাদা আলাদা থাকার প্রেক্ষাপটে পেইচিং পরিবহন ও প্রশাসনিক ব্যুরো প্রত্যেক ট্যাক্সি ডাইভারের জন্য একটি " অলিম্পিক পেইচিং" নামক বই সরবরাহ করেছে। ফলে সবাই এতে লাভবান হয়েছেন। তিনি বলেন:" এ বই অনেক ভাল। এর ভেতরে চীনা ও ইংরেজি উচ্চারণ রয়েছে। সুতরাং, বিদেশীর সাথে কথা বলার ঝামেলা হলে , এ বইপত্র নিয়ে ইংরেজি শব্দটা যাত্রীকে দেখান, তাহলে তিনি সব বুঝতে পারবেন।"

    এবারের অলিম্পিক গেমসে সুষ্ঠুভাবে সেবা প্রদানের জন্য চাং চেং অনেক প্রশিক্ষণে অংশ নিয়েছেন। সেজন্য তার আয় সাধারণ মাসের চেয়ে একটু কম হয়েছে। তবে তিনি বলেন, এটা কোন ব্যাপার নয়। অলিম্পিক গেমসে সেবা প্রদান ,এটি একটি গৌরবের ব্যাপার।এটিও একটি দায়িত্বশীল ব্যাপার। অলিম্পিক গেমসের প্রতি তার নিজের ভালো লাগা ও অনেক প্রত্যাশা রয়েছে। তিনি বলেন " আমি মনে করি, অলিম্পিক গেমস বিভিন্ন ক্ষেত্রে একটি উপযুক্ত সুযোগ এনে নিয়েছে। যাতে আমাদের প্রত্যেক ট্যাক্সি ডাইভারের সেবার মান উন্নত করতে পারি । পেইচিং অলিম্পিক গেমস --২০০৮ পেইচিংয়ে সুষ্ঠুভাবে আয়োজনের ব্যাপারে আমি আন্তরিক শুভ কামনা করি এবং সবাই এবারের সুন্দর অলিম্পিককে দীর্ঘদিন হৃদয়ে লালন করবে বলে আশা করি।"


1 2
  • সাক্ষাত্কার
  • সর্বশেষ সংবাদ
  • অন-লাইন জরীপ
     
    © China Radio International.CRI. All Rights Reserved.
    16A Shijingshan Road, Beijing, China