v চীনের বিশ্ব কোষv চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগ
পেইচিং অলিম্পিক গেমসে সেবা প্রদানকারী ট্যাক্সি ডাইভার
2008-08-22 21:03:04

    শ্রোতাবন্ধুরা , ২৯তম অলিম্পিক গেমস পেইচিংয়ে অনুষ্ঠিত হচ্ছে। এ ক্রীড়া মহাসম্মিলনীকে অভ্যর্থনার জন্য পেইচিং অধিবাসীরা আতিথেয়তা প্রদানের জন্য যথাসাধ্য প্রস্তুতি নেন। এর মধ্যে রয়েছেন প্রায় এক লাখ ট্যাক্সি ডাইভার। অলিম্পিক গেমসে সেবা সুষ্ঠুভাবে প্রদানের জন্য তারা ইংরেজি শিখার চেষ্টা করেছেন। বিশ্বের বিভিন্ন দেশ ও অঞ্চলের অতিথিরা অলিম্পিক গেমসে উপযুক্ত সেবা গ্রহণ করবে বলে তারা আশা করেন।

    মেং হান কুয়াং হচ্ছেন পেইচিং-এর প্রধান গাড়ি চালনা কোম্পানির একজন সাধারণ ট্যাক্সি ডাইভার। প্রত্যেকদিন ভোরে তিনি তার ট্যাক্সিকে পরিষ্কার পরিচ্ছন্ন করে তোলেন অভ্যাগত অতিথিদের জন্য। এবারের অলিম্পিক গেমসে সেবা প্রদানকারীদের একজন স্বেচ্ছাসেবক ট্যাক্সি ডাইভার হিসেবে নিত্যদিনের সাধারণ কাজ ছাড়াও তিনি অলিম্পিক গেমসে সেবা প্রদানকারী ডাইভারের সংশ্লিষ্ট প্রশিক্ষণ গ্রহণ করেন। তিনি বলেন :" এবারের অলিম্পিক গেমসে সুষ্ঠুভাবে সেবা প্রদানের জন্য আমাদের কোম্পানি বিশেষ করে বিদেশী ভাষা শিখার শিক্ষক নিয়োগ করে আমাদের ইংরেজি ভাষায় প্রশিক্ষণ দিয়েছে। ডাইভারগণও ইংরেজি শেখার চেষ্টা করছেন। যাত্রীর সাথে সহজ ইংরেজিতে কথা বলতে পারলে উভয়ের জন্য বেশ সুবিধা হয়।"

    ইংরেজি দ্রুতভাবে শেখার জন্য মেং হান কুয়াং নিজের গাড়িতে ছোট ছোট হলুদ রঙের কাগজ রেখেছেন। এর ওপর লিখেছেন তার অজানা শব্দটি। তিনি বলেন, এভাবে তার ইংরেজি শেখায় বেশ অগ্রগতি হয়েছে। এখন তিনি যে সহজ ইংরেজিতে কথা বলতে পারেন তা নয়, বরং বিদেশী যাত্রীর সাথে পেইচিংয়ের ইতিহাসকেও পরিচয় করিতে দিতে সক্ষম। তিনি বলেন: " একবার একজন বিদেশী যাত্রীর সাথে ঠিকভাবে লু কৌ সেতুর কাছাকাছি যাওয়ার পথে একটি সুন্দর পাথরের সেতু দেখছিলাম, আমি তাকে ইংরেজি ভাষায় জানালাম, এটি একটি পুরনো সেতু, এর মোট ৭ শ' বছরের ইতিহাস রয়েছে। সে বলেছে, সেখানকারে ছবি তুলবে। পরে আমরা পুনরায় সেখানে গিয়ে ছবি তুলেছি। সুতরাং, ইংরেজি শিখে কাজে লাগতে পারায় অনেক আনন্দ পেলাম।"

    মেং ডাইভারের মতো ট্যাক্সি কোম্পানিতে আরও ২ হাজারেরও বেশি ট্যাক্সি ডাইভার আছেন। তাদের মধ্য থেকে কঠোর পরীক্ষা গ্রহণ করে পেইচিং অলিম্পিক গেমসের সাংগঠনিক কমিটি এবারের অলিম্পিক গেমসে সেবা প্রদানের জন্য ৫ শ স্বেচ্ছাসেবক ট্যাক্সি ডাইভারকে বাছাই করেছে। মেং হান কুয়াং আরো বলেন, অলিম্পিক গেমসে কাজে লাগানো ডাইভারের পরীক্ষা ও বাছাইর কাজ অনেক কঠোর ছিল। এসব ডাইভারগণ কমপক্ষে ৫ বছর এ কাজে সম্পৃক্ত থাকবেন। সাম্প্রতিক বছরগুলোতে পরিবহণ ক্ষেত্রে যে কোনো নিয়ম বিরুদ্ধ চালনায় শাস্তির বিধান কবার ছিল। ডাইভারগণের বেশির ভাগই এখন ইংরেজিতে কথা বলতে সক্ষম।

    অলিম্পিক গেমসে সেবা প্রদানকারী ডাইভার হিসেবে মেং হান কুয়াংয়ের মতো সকল ডাইভারদেরই আরও অনেক বিষয়ে শেখা প্রয়োজন। ট্যাক্সি কোম্পানি তাদেরকে জরুরি কাজের ক্ষেত্রে প্রশিক্ষিত করে গড়ে তুলেছে। মেং হান কুয়াং বলেন, এ সব জরুরি কাজ সম্পাদনে তারা অনেক লাভবান হবেন। তবে এসব বিষয় একটানা ব্যবহার করা যাবে না বলে তিনি আশাবাদী।

    অলিম্পিক গেমস যে সব জায়গায় হচ্ছে তার নাম, ঠিকানা, কোন্ রাস্তা দিয়ে গেলে সময় কম লাগবে এবং প্রত্যিটি প্রতিযোগিতার ইংরেজি নাম কী? এসব তথ্য সুষ্ঠুভাবে জানানোর জন্য মেং হান কুয়াং নিজের তৈরী একটি ছোট নোট বুক ব্যবহার করছে । এ নোট বুক তার অন্যান্য সহকর্মীকেও দেখাচ্ছেন। সবাই একসাথে মিলে মত বিনিময়ও করেন। তিনি বলেন:" অলিম্পিক গেমসের অনেক স্টেডিয়াম আছে। শুটিং এবং বাস্কেটবল স্টেডিয়ামের কথাই বলা যাক ? এসব স্থানের কথা না জানলে বিদেশী যাত্রীরা কীভাবে সেখানে যাবেন? সুতরাং এসব বিষয়গুলো সুষ্ঠুভাবে জানা খুবই দরকার।এখন আপনি যে কোন একটি স্টেডিয়ামের কথা জিজ্ঞেস করলে আমি সহজেই সেখানে যাওয়ার সবচে' সহজ রাস্তা খুঁজে বের করতে পারি।"

1 2
  • সাক্ষাত্কার
  • সর্বশেষ সংবাদ
  • অন-লাইন জরীপ
     
    © China Radio International.CRI. All Rights Reserved.
    16A Shijingshan Road, Beijing, China