বিদ্যাবার্তা ০১২৭
  2020-01-27 19:29:54  cri

সি চিন পিংয়ের 'প্রিয় বাক্য'

চীনা প্রেসিডেন্ট সি চিন পিং বিদেশে সফরকালে, আন্তর্জাতিক ফোরাম বা শীর্ষসম্মেলন অংশগ্রহণকালে বা চীনে বিভিন্ন গুরুত্বপূর্ণ অনুষ্ঠান উপস্থিত থাকাকালে ভাষণ দিয়ে থাকেন। এসব ভাষণে তাঁর নিজস্ব চিন্তাভাবনা প্রকাশিত হয়। বিভিন্ন সময়ে, বিভিন্ন স্থানে তার দেওয়া ভাষণ নিয়ে 'দেশ প্রশাসন' শীর্ষক গ্রন্থও প্রকাশিত হয়েছে। আসলে তাঁর রাজনৈতিক চিন্তাধারা ও প্রস্তাবসমূহ ধারাবাহিকভাবে উত্থাপিত হয়েছে। এসবই তাঁর কাজের অভিজ্ঞতার সাথে সম্পর্কিত। তিনি অনেক সময় প্রাচীন চীনের শ্রেষ্ঠ কবিতা, উপন্যাস বা বিখ্যাত ব্যক্তিদের কথা থেকে উদ্ধৃতি দিয়ে থাকেন। আমরা তাঁর কিছু কিছু প্রিয় বাক্য বাছাই করে বাংলা ভাষায় অনুবাদ করবো। আশা করি শ্রোতারা অনুষ্ঠান শুনে সি'র চিন্তাভাবনা ভালভাবে বুঝতে সক্ষম হবেন।

আজকে প্রেসিডেন্ট সি'র যেই প্রিয় বাক্যটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে "见善则迁,有过则改",যদি বাংলা ভাষায় এ বাক্য অনুবাদ করি তবে এর অর্থ দাঁড়াবে: 'নৈতিকতায় পবিত্র মানুষ হতে চাইলে শ্রেষ্ঠ আচরণে অনুসরণ করতে হবে এবং ভুল হলে যত দ্রুত সম্ভব তা সংশোধন করতে হবে।'  

আসলে এ কথা নৈতিকতা চর্চার সাথে জড়িত। ২০১৪ সালে ৪ মে পিকিং বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী ও শিক্ষকদের এক সেমিনারে এমন কথা বলেন প্রেসিডেন্ট সি। যদিও মাত্র ৮টি অক্ষর রয়েছে এই বাক্যে, তবে এর অর্থ সমৃদ্ধ। প্রথমত, ইতিবাচক ও অব্যাহত উন্নত মনোভাব নিয়ে নিজেকে সুন্দর করতে হবে; দ্বিতীয়ত, প্রত্যেকে শ্রেষ্ঠ ও পবিত্র মানুষ হওয়ার জন্য নিয়মিত নিজের দোষ বা ক্রটি চেক করতে হবে, যাতে দিনে দিনে চরিত্র আরও উন্নত হয়; তৃতীয়ত, নিজের চেয়ে ভালো মানুষ খুঁজে বের করতে হবে এবং তার কাছ থেকে শিখতে হবে। তাই প্রাচীনকালে শ্রেষ্ঠ শিক্ষিত মানুষ বই বা গ্রন্থের চমত্কার বিষয় বুঝে তাকে নিজের শ্রেষ্ঠ আচরণে পরিণত করতে সক্ষম ছিলেন। নিজের দোষ বা ক্রটি খেয়াল করলে তা সংশোধন করতে হবে।

নৈতিকতার চর্চা সম্পর্কে প্রেসিডেন্ট সি তার মতামত প্রকাশ করেন। এ সম্পর্কে তিনি বলেন,

"নৈতিকতার চর্চা করতে চাইলে ধীরস্থিরভাবে দূরদর্শী চিন্তাভাবনা করা প্রয়োজন। উদাহরণ দিয়ে বলা যায়, মাতৃভূমির জন্য অবদান রাখা বা জনগণকে সেবা করা শ্রেষ্ঠ নৈতিকতা; এমন মানুষ মহান নেতা হবার যোগ্যতা রাখে। পাশাপাশি, ছোট কাজও ভালোভাবে করার মানসিকতা থাকতে হবে এবং ছোট-খাটো ক্রটিও সংশোধন করতে হবে।"

একজন শ্রেষ্ঠ ও পবিত্র মানুষ হতে চাইলে শ্রেষ্ঠ নৈতিকতার চর্চা করতে হবে। এ সম্পর্কে সি বলেন,

'পরিশ্রমী, মিতব্যয়ী, কৃতজ্ঞ, অন্যদের সহায়তাকারী, নম্র, সহনশীল, আত্মদর্শী, আর আত্মনিয়ন্ত্রণকারী শ্রেষ্ঠ ও চমত্কার মানুষ হতে সক্ষম।'

সুপ্রিয় বন্ধুরা, সময় দ্রুত চলে যায়। আজকের 'বিদ্যাবার্তা' অনুষ্ঠানও তাড়াতাড়ি শেষ হয়ে এলো। আমাদের অনুষ্ঠান সম্পর্কে কোনো মতামত থাকলে আমাদের চিঠি লিখতে ভুলবেন না। আমাদের যোগাযোগ ঠিকানা ben@cri.com.cn,caoyanhua@cri.com.cn

রেডিওতে আমাদের অনুষ্ঠান শুনতে না পারলে বা মিস করলে আপনারা আমাদের ওয়েবসাইটে শুনতে পারবেন। আমাদের ওয়েবসাইটের ঠিকানা হলো- www.bengali.cri.cn

এবার তাহলে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। আবারো কথা হবে। চাইচিয়ান। (সুবর্ণা/আলিম/মুক্তা)


1  2  
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040