বিদ্যাবার্তা ০১২৭
  2020-01-27 19:29:54  cri

 


আজ চীনের বসন্ত উত্সবের তৃতীয় দিন। অনুষ্ঠানের শুরুতে আপনাদের বসন্ত উত্সবের শুভেচ্ছা জানাই। আজকের অনুষ্ঠানে শিক্ষা সম্পর্কিত খবর, জার্মানিতে চীনা ভাষার শিক্ষকের চীনা আবেগ এবং চীনা প্রেসিডেন্ট সি চিন পিংয়ের 'প্রিয় বাক্য' নিয়ে আলোচনা করব।

সম্প্রতি চীনের শিক্ষা মন্ত্রণালয়ের ক্রীড়া, স্বাস্থ্য ও শিল্প প্রশিক্ষণ বিভাগের প্রধান ওয়াং তেং ফেং বেইজিংয়ে জানান, ২০২০ সালে চীনে আরও ৩০০০টি ফুটবল প্রশিক্ষণবিষয়ক কিন্ডারগার্ডেন নির্মিত হবে। পাশাপাশি সারা দেশে বৈশিষ্ট্যময় কিন্ডারগার্ডেন ও প্রশাসনিক প্ল্যাটফর্ম গড়ে তোলা হববে।

গত ৫ বছরে চীনের স্কুলে ফুটবল খেলা যুক্ত করার ব্যবস্থা মোটামুটি সম্পন্ন হয়েছে এবং বিষয় হিসেবে ফুটবল আছে—এমন স্কুলের সংখ্যা ২৭ হাজার ছাড়িয়ে গেছে। আর উচ্চমানের ফুটবল খেলোয়াড়ের জন্য স্কুলের সংখ্যা ১৮১টি। ক্যাম্পাসে ফুটবল খেলা সম্প্রসারণে কিন্ডারগার্ডেন থেকে সংশ্লিষ্ট প্রশিক্ষণকাজ শুরু করা হবে।

এ সম্পর্কে জনাব ওয়াং বলেন, বৈশিষ্ট্যময় ফুটবল কিন্ডারগার্ডেন প্রতিষ্ঠা করা মানে বাচ্চাদেরকে ফুটবল প্রতিযোগিতায় নামিয়ে দেওয়া নয়, বরং ফুটবলকে একটি শখ হিসেবে শেখানো। এতে প্রশিক্ষণের মাধ্যমে বাচ্চাদের শারীরিক অবস্থা ও খেলাধুলার দক্ষতা উন্নত হবে। এভাবে বাচ্চা অবস্থাতেই তাদের ক্রীড়াদক্ষতার ভিত্তি তৈরি হবে।

শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা ওয়াং আরও বলেন, শিক্ষা, ক্রীড়া, ফুটবল পরিষদ ও চীনের সুপার পেশাদার ইউনিয়নের শ্রেষ্ঠ সম্পদ সংগ্রহ করে ফুটবল প্রশিক্ষণ ক্যাম্পের নির্মাণকাজ দ্রুত করা হবে এবং ২০২০ সালের মধ্যে চীনের বিভিন্ন এলাকায় ১০০টি প্রশিক্ষণ-ক্যাম্প নির্মিত হবে, যাতে বিভিন্ন স্কুলের ফুটবল শিক্ষক ও প্রশিক্ষকদের জন্য বিশেষ প্রশিক্ষণ কোর্স চালু করা যায়।

এদিকে, সম্প্রতি চীনের শিক্ষা মন্ত্রণালয় প্রকাশিত বিজ্ঞপ্তিতে '২০২০ সালে চীনের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ভর্তি' সম্পর্কে তথ্য প্রকাশিত হয়, যাতে চীনের শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়ে গ্রামাঞ্চল ও চরম দরিদ্র এলাকার শিক্ষার্থীদের বিশেষ ভর্তি পরিকল্পনার কথা বলা হয়েছে। এতে চরম দরিদ্র এলাকার শিক্ষার্থীরা উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ পাবে।

শিক্ষাক্ষেত্রে ভারসাম্য সৃষ্টি করা এবং দরিদ্র শিক্ষার্থীদের উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ নিশ্চিত করতে ২০১২ সাল থেকে এমন বিশেষ ভর্তি পরিকল্পনা চালু হয়। তার মাধ্যমে চরম দরিদ্র এলাকার উচ্চবিদ্যালয়ের ছাত্রছাত্রীদের বিশ্ববিদ্যালয় বা কলেজ ভর্তি করা হয় এবং শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগও বাড়িয়ে দেওয়া হয়। গত বছরের অক্টোবর মাস পর্যন্ত এ পরিকল্পনার আওতায় চীনের দরিদ্র এলাকার ৫.৭ লাখেরও বেশি শিক্ষার্থী ভর্তি করা হয়েছে এবং কার্যকরভাবে দরিদ্র এলাকা ও গ্রামাঞ্চলের শিক্ষার্থীদের পড়াশোনায় উত্সাহ দেওয়া হয়েছে।

প্রিয় শ্রোতা, এবার হ্যানয় বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউটের মহাপরিচালক মাদাম তু ছিংথাহ্ ভানের গল্প।

গত বছরের ডিসেম্বর মাসে ভিয়েতনামের হ্যানয়ে শরত্কালের সুর্য তাপ ছড়াচ্ছিল। আর হ্যানয় বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউটের সামনে কয়েক জন শিক্ষার্থী চীনা নৃত্য চর্চা করছিলেন। পাশাপাশি, ইনস্টিটিউটের ভিয়েতনামি মহাপরিচালক মাদাম তু কনফুসিয়াস ইনস্টিডিউট প্রতিষ্ঠার পঞ্চম বার্ষিকী উপলক্ষ্যে অনেক ব্যস্ত সময় পার করছিলেন।

২০১৪ সালের ডিসেম্বর মাসে চীনের কুয়াংসি নোর্মল বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে হ্যানয় বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউট আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয়।

ফুতান বিশ্ববিদ্যালয়ে তিন বছর পড়াশোনা করেন মাদাম তু। চীনে পড়াকালীন তিনি কনফুসিয়াস ইনস্টিটিউটের সাথে পরিচিত হন। ২০০৮ সালে চীনের হানবানের মাধ্যমে থাইল্যান্ড ও সিঙ্গাপুরসহ বিভিন্ন দেশে গিয়ে ইন্টার্নশিপ করেছেন তিনি। তখন থেকে কনফুসিয়াস ইনস্টিটিউটের কাজের ব্যাপারে তার মনে অনেক আগ্রহ তৈরি হয়। একদিন মাতৃভূমিতে কনফুসিয়াস ইনস্টিটিউট প্রতিষ্ঠার কথা ভাবেন তিনি। সময় দ্রুত চলে যায়, ইতোমধ্যেই এ ইনস্টিটিউটের পঞ্চম বার্ষিকী পালিত হয়েছে। প্রতিষ্ঠার শুরুর দিকে অনেক সমস্যার সম্মুখীন হন তারা। সে অভিজ্ঞতা স্মরণ করে তু বলেন,

'মোদ্দাকথা, আমাদের কর্মীর সংখ্যা তখন খুবই কম ছিল এবং কাজ ছিল অনেক বেশি। তবে কাজের চাপ বেশি হলেও, অর্জিত সাফল্য ও দ্বিপাক্ষিক সাংস্কৃতিক বিনিময়ে আমাদের অবদান দেখে আমি অনেক গর্বিত ও সন্তুষ্ট।'

গত ৫ বছরে কনফুসিয়াস ইনস্টিটিউটের শিক্ষকদের যৌথ প্রয়াসে 'চীনা সংস্কৃতিক সপ্তাহ', 'চীনা গান প্রতিযোগিতা', 'সুখী চীনা ভাষা'সহ বিভিন্ন অনুষ্ঠান সাফল্যের সাথে আয়োজিত হয়েছে এবং বর্তমানে ধারাবাহিক সাংস্কৃতিক অনুষ্ঠান কনফুসিয়াস ইনস্টিটিউটের শ্রেষ্ঠ কার্যক্রমে পরিণত হয়েছে। ইনস্টিটিউটের উদ্যোগে নৃত্য দল, মার্শাল আর্ট দল ও কোরাস দল গঠিত হয়েছে, যা স্থানীয় শিক্ষার্থীদের আকর্ষণ করেছে। এ সম্পর্কে মাদাম তু বলেন, ৫ বছর আগের তুলনায় এখন ইনস্টিটিউট অনেক উন্নত হয়েছে এবং অনুষ্ঠানও অনেক চমত্কার। ভিয়েতনামি শিক্ষার্থীরা কনফুসিয়াস ইনস্টিটিউট সম্পর্কে জানার পর সক্রিয়ভাবে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেওয়ার পাশাপাশি ছুটির দিনে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করে।

বিভিন্ন উদ্যোগ গ্রহণের আগে শিক্ষার্থীদের কাছ থেকে পরামর্শ সংগ্রহ করে থাকে ইনস্টিটিউট। যেমন, নৃত্য দল গঠনের আগে জরিপ থেকে জানা যায়, চীনা স্টাইলের নৃত্যের প্রতি স্থানীয়দের বেশি আগ্রহ। পরবর্তীকালে নৃত্য দলে বিভিন্ন দক্ষ ব্যক্তি যোগ দেন। তারা এ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য বিভাগ বা অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। এ সম্পর্কে মাদাম তু বলেন,

'বর্তমানে নৃত্য দল কনফুসিয়াস ইনস্টিটিউটের অন্যতম ব্র্যান্ড। বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে আমাদের নৃত্য দলকে আমন্ত্রণ জানানো হয়, যা খুবই গর্বের ব্যাপার।'

কনফুসিয়াস ইনস্টিটিউট হ্যানয় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস জীবনের একটি অংশে পরিণত হয়েছে। আগামী ৫ বছরের পরিকল্পনা সম্পর্কে মাদাম তু বলেন,

'কনফুসিয়াস ইনস্টিটিউটের উদ্যোগে চীন ও ভিয়েতনাম এবং দক্ষিণপূর্ব এশিয়ার বিভিন্ন দেশের অংশগ্রহণে আন্তর্জাতিক সেমিনার আয়োজন করবো। ভিয়েতনামে প্রথম চীনা ভাষা শিক্ষক পরিষদ গঠন করা হবে, যারা ভিয়েতনামি শিক্ষার্থীদের জন্য উপযোগী শিক্ষা কার্যক্রম বা পাঠ্যপুস্তক রচনা করতে সক্ষম।'

শিক্ষার্থীদের চোখে মাদাম তু অনেক আন্তরিক ও সদয় মানুষ। দু'দেশের শিক্ষার্থীদের বিনিময়সেতু হিসেবে তিনি ব্যাপক জনপ্রিয়।


1  2  
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040