v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2008-07-16 20:48:07    
চীনের 'সবুজ অলিম্পিক' ধারণা বাস্তবায়ন(ছবি)

cri

     'সবুজ অলিম্পিক' হচ্ছে ২০০৮ পেইচিং অলিম্পিক গেমসের তিনটি প্রধান ধারণার অন্যতম। পেইচিং অলিম্পিক গেমসের প্রস্তুতি প্রক্রিয়ায় চীন 'সবুজ অলিম্পিক' ধারণা কার্যকর করার চেষ্টা চালিয়েছে। এই ধারণা অলিম্পিক গেমসের প্রস্তুতি কাজের প্রতিটি পর্যায়ে বিবেচনায় রাখা হয়েছে এবং গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জিত হয়েছে।

    অলিম্পিক গেমস আয়োজনের অধিকার পাওয়ার সাত বছরে চীন উচ্চ মানের অলিম্পিক স্টেডিয়াম ও অন্যান্য অবকাঠামোর নির্মাণ কাজ সম্পন্ন করেছে। 'সবুজ অলিম্পিক' ধারণা কার্যকর করার জন্য স্টেডিয়াম ও স্থাপনা নির্মাণের প্রক্রিয়ায় চীন সরকার জ্বালানি ও পানি সাশ্রয়ের ক্ষেত্রে সচেতন থেকেছে এবং পরিবেশ রক্ষা সংক্রান্ত অনেক নতুন প্রযুক্তি ব্যবহার করেছে। আমি পানি সাশ্রয়ের উদাহরণ বলি। পেইচিং পানির অভাবের শহর। ফলে পানি সাশ্রয় ও নবায়ন করা হচ্ছে এবারের অলিম্পিক স্টেডিয়াম ও স্থাপনা নির্মাণের সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিবেচনার বিষয়ে পরিণত হয়েছিল। পেইচিং অলিম্পিক কেন্দ্রীয় অঞ্চলে অবস্থিত অলিম্পিক বন পার্ক 'সবুজ অলিম্পিক' ধারণা কার্যকর করার জন্য পানির আবর্তনশীল ব্যবহার বাস্তবায়িত হয়েছে। এ পার্কের প্রধান ডিজাইনার হু চিয়ে জানিয়েছেন, 'পেইচিংয়ের পানি সম্পদ ঘাটতি গুরুতর। অলিম্পিক বন পার্কের দর্শনীয় স্থানের পানি সবই মধ্যবর্তী পানি। চীনের শহরাঞ্চলের কোন বড় আকারের পার্ক এই প্রথম বারের মতো মধ্যবর্তী পানি ব্যবহার করছে। পরিবেশ রক্ষার উন্নত আন্তর্জাতিক ধারা অনুসারে বন পার্কের পানির আবর্তনশীল ব্যবহার বাস্তবায়িত হয়েছে। এটা হচ্ছে এই পার্কের সবচেয়ে লক্ষণীয় বৈশিষ্ট্য।'

ডিজাইনার হু চিয়ে

    উল্লেখ্য যে, মধ্যবর্তী পানি কিন্তু পানীয় জল নয়। দৈনন্দিনের বর্জ্য পানি পরিশোধনের পর নির্ধারিত গুণগত মান পৌঁছানোর পর কিছু কিছু কাজে পুনরায় ব্যবহার করা যায় এমন পানিকে মধ্যবর্তী পানি বা পুনরায় উত্পাদিত পানি বলা হয়। দর্শনীয় স্থানে পানির দৃষ্টিনন্দন ব্যবহার ছাড়াও সবুজায়নের সময়ও মধ্যবর্তী পানি ব্যবহার করা যায়। ২০০১ সালে অলিম্পিক গেমস আয়োজনের অধিকার পাওয়ার পর পেইচিং দশটি পানি পুনরুত্পাদন কারখানা স্থাপন করেছে। গত বছর পেইচিংয়ে পুনরুত্পাদিত পানি ব্যবহারের পরিমাণ ৪৮ কোটি ঘনমিটারে দাঁড়িয়েছে।  

1 2