শ্রোতাবন্ধুরা, চীনের সি ছুয়ান প্রদেশের ওয়েন ছুয়ান ভয়াবহ ভূমিকম্পের পর এক লাখেরও বেশি চীনা সৈন্য সবচে' দ্রুত গতিতে দুর্গত অঞ্চলে চলে যান। সেখানকার জনগণের পুনর্গঠনে সহায়তা দেয়ার জন্য তাঁরা নিজেদের জীবনের নিরাপত্তা উপেক্ষা করে ধ্বংস স্তুপের নীচে পড়া সব মানুষকে উদ্ধার করেন। এ সব সৈন্যের মধ্যে যেমন সাধারণ সৈন্য আছেন তেমনি ভূমিকম্প উদ্ধার ও ত্রাণ কাজ পরিচালনাকারী জেনারেলও আছেন।
৪৯ বছরের সু ইয়ুং । তাঁর নামে চীনা ভাষায় "ইয়ুং" শব্দের অর্থ হচ্ছে সাহসী। তার নামের মতো সু ইয়ুং সত্যিই একজন সাহসী মানুষ। সি ছুয়ান প্রদেশের ওয়েন ছুয়ান ভয়াবহ ভূমিকম্পের পর জেনারেল সু ইয়ুং নিজেই সৈন্যদের নিয়ে ব্যাপক বাধা-বিপত্তি অতিক্রম করে প্রথমেই ভূমিকম্পের কেন্দ্রস্থলের ওয়েন ছুয়ান জেলার ইং সিউ মহকুমায় প্রবেশ করেছেন। ভূমিকম্প উদ্ধার ও ত্রাণকারীদের মধ্যে তিনি হচ্ছেন প্রথম পৌঁছানো একজন সেনাপতি। তিনি বলেন:" ভূমিকম্পের পর সেদিন বিকাল ৫টায় আমরা ভূমিকম্প উদ্ধার ও ত্রাণ কাজের নির্দেশ পাই এবং সন্ধ্যায় তু চিয়াং ইয়ানে পৌঁছেছি। এবারের ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ওয়েন ছুয়ানের দিকে, সেখানকার দুর্যোগ পরিস্থিতি স্পষ্টভাবে জানতে পারি নি। এদিন রাতে ২২জনকে নিয়ে গঠিত একটি পর্যবেক্ষণ দল ওয়েন ছুয়ানে চলে যায় । কেন এ পর্যবেক্ষণ দলটি পাঠানো হয় ? কারণ ১২ মে ভূমিকম্পের পর আমাদের স্থলবাহিনীর বিমান জরুরী ভিত্তিতে ভূমিকম্প দুর্যোগ পরিস্থিতি পর্যবেক্ষণের চেষ্টা করে । তবে সেদিন অতি বৃষ্টির কারণে আবহাওয়া খুবই খারাপ থাকায় আমাদের বিমান পরপর তিনবার দুর্গত অঞ্চলে রওয়ানা হলেও সেখানের দুর্যোগ অবস্থা স্পষ্টভাবে দেখতে পারে নি। এ অবস্থার প্রেক্ষাপটে আমি একটি সিদ্ধান্ত নেই যে , একটি অগ্রণী সৈন্যদল নিয়ে ভূমিকম্পের কেন্দ্রস্থলে চলে যাই। সেখানকার দুর্যোগ পরিস্থিতি জানতে পারলে , এবারের ভূমিকম্প উদ্ধার ও ত্রাণ সদর দফতরের কৌশলগত নীতি নির্ধারণের জন্য বিজ্ঞানসম্মত উদ্যোগ নেয়া সম্ভব হবে। "
প্রবল বৃষ্টি, ধ্বসে পড়া টুকরা টালি এবং অব্যাহত ছোট ভূমিকম্প হওয়ায় ভূমিকম্পের কেন্দ্রস্থলে চলে যাওয়া পথ ছিল খুবই বিপদজনক ছিল । সু ইয়ুং এবং তাঁর সৈন্যরা সবাই নিজেদের জীবনের নিরাপত্তা উপেক্ষা করে সামনে এগিয়ে গেছেন । সবচে' কষ্টকর ব্যাপার হচ্ছে শুধু মাত্র ৫ কিলোমিটার হেটে যেতে তাদের ২ঘন্টার বেশি সময় লেগেছে। নিরলস প্রচেষ্টার ফলে ১৩ মে রাত ৮টা ১৫ মিনিটে তারা ভূমিকম্পের কেন্দ্রস্থল ইং সিউ মহকুমায় পৌঁছান। যখন সু ইয়ুংয়ের নেতৃত্বে পর্যবেক্ষণ দলটি সেখানে পৌঁছান, তখন অগ্রণী দলের প্রধান ইয়াং ওয়েই তুং হঠাত্ তাদের জেনারেল সু ইয়ুংকে দেখে অবাক হয়ে যান । তিনি ভাবতে পারেন নি যে, জেনারেল নিজেই তাদের সৈন্য নিয়ে দুর্গত অঞ্চলে চলে আসবেন। তিনি আরও ভাবতে পারেন নি যে , সাধারণ সময় পরিপাটি ও ফিটফাট সামরিক ইউনিফোর্ম পড়া জেনারেল এখানে হেঁটে হেঁটে চলে আসার পথে নিজের জুতাও হারিয়েছেন ।
1 2
|