
আরেকটি ছায়াছবির নাম ' ছিয়ানচিয়ান ছি হাও ' । হংকংয়ের নামকরা কমেডি শিল্পী চৌ সিন ছি এ ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন । এটি কমেডি ছবি হলেও প্রেক্ষাগৃহে অনেক ছবিটি দেখে অনেকে কেঁদেছেন। গরীব পরিবারের একজন বাবা নিজের ছেলের সুখী জীবনের জন্য একটি নিমার্ন প্রকল্পে কাজ করেন । তিনি সেখানকার আবর্জনা স্তুপ থেকে একটা অদ্ভুত জিনিস কুড়িয়ে পান এবং খেলনা হিসেবে তা' ছেলেকে উপহার দেন । আসলে এটি কোনো খেলনা নয় , ভিন্ন গ্রহের সফরকারীর টেলিযোগাযোগ যন্ত্র । এ যোগাযোগ যন্ত্র নিয়ে অনেক অদ্ভুত কাহিনী সৃষ্টি হয়েছে । অভিনেতা চৌ সিন ছি বলেন , আমি মনে করি চীনের দশর্করা পারিবারিক সুখী জীবনের ছায়াছবি দেখতে পছন্দ করেন । এটাই আমার এ ছবিতে অভিনয় অংশ করার প্রধান কারণ। এ ছবিতে চীনের সাধারণ মানুষের কাহিনী বণর্না করা হলেও তাদের জীবনে ঘটে যাওয়া এক অসাধারণ কাহিনীর চিত্রায়ন করা হয়েছে । এ ছবিতে নতুন প্রযুক্তি ব্যবহার করা হয়েছে , যা এর আগে হংকং ও এশিয়ার অনেক চলচ্চিত্রে ব্যবহার করা হয় নি ।

উপরোল্লেখিত ছায়াছবি ছাড়া চলচ্চিত্র ' লান মেই চি ইয়ে ', ' ফিংকুও ' ,' ফোংহুয়ান ' , ও ' পানচি লাওহু চি '-ও চীনে প্রদশীর্ত হয়েছে । দশ বছরের চর্চার পর চীনের নববর্ষ উদযাপনী চলচ্চিত্রের তৈরীর দক্ষতা আরো পরিপক্ক হয়েছে । এতে দশর্করা হাসিখুশির ছবি ছাড়া উচু মানের ছায়াছবি উপভোগ করার সুযোগ পেয়েছেন ।
1 2 3 4
|