
' মিনইয়ুন হুচিয়াও চুয়ান ই ' হল একটি কমেডি ছবি । এ ছবিতে অনেক ভুলবোঝাবুঝি রয়েছে । তিনটি একই ব্র্যান্ডেরমোবাইল ফোন তিনটি ভিন্ন প্রকৃতির পুরুষকে একত্রিত করেছে । তিনজন ব্যক্তি অন্যের মোবাইল ফোন ব্যবহার করছে বলে অনেক হাস্যকর ঘটনার সৃষ্টি হয় । অন্য একটি কমেডি চলচ্চিত্রের নাম হল ' তা তিয়েন ইং ২.০' । এ ছায়াছবিতে একজোড়া দম্পতির কথা বণর্না করা হয়েছে । নিম্তেজ ও একঘেয়ে দৈনন্দিন জীবনের মধ্য দিয়ে স্বামী-স্ত্রীরমধ্যে ভালোবাসাও কমে যায় । টাকা আয় করার জন্য তারা বিয়ের অভিজ্ঞতা ভিত্তিকএকটি ছায়াছবি তৈরী করার পরিকল্পনা নেয় । এ ছবির কাহিনী লেখা থেকে অভিনয়ের মধ্য দিয়ে তারা আবার তাদের পুরনো প্রেমের অনুভূতি ফিরে পান। পরিচালক আকান বলেন , চলচ্চিত্রটি স্পেনের একটি ছবির কাহিনীর ভিত্তিতে তৈরী হয়েছে । এ ছবিতে ঠাট্টা ও বিদ্রুপের মাধ্যমে জীবন ও সমাজের খারাপ লোক ও খারাপ কাজের নিন্দা করা হয়েছে , তবে এ নিনন্দার ধরনটি অসহনীয় নয় । এটি মানুষের ভাগ্য ও জীবন ভিত্তিক একটি ছায়াছবি । এতে সমাজের সাধারণ মানুষের অনুভূতি প্রতিফলিত হয়েছে ।

1 2 3 4
|