ভবিষ্যতে বিদেশি ছাত্রছাত্রীদের ভর্তি পরিকল্পনা সম্বন্ধে তা লি বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সহযোগিতা ও বিনিময় বিভাগের প্রধান সি লি মিন বলেছেন , ভবিষ্যতে তারা প্রধানত বাংলাদেশ ও শ্রীলংকার ছাত্রছাত্রী বেশি ভর্তি করবে । তাহলে ছাত্রছাত্রীদের ভর্তি সম্পর্কে তা লি বিশ্ববিদ্যালয়ের কোনো সুবিধা কি আছে ? সি লি মিন আরো জানিয়েছেন :
প্রথমে দেশের সংশ্লিষ্ট নীতি অনুযায়ী , প্রতিবেশী অর্থনীতি অনুন্নত দেশগুলোর ছাত্রছাত্রীদেরকে ১০ শতাংশ বা ৩০ শতাংশের শিক্ষার ফি ডিস্কাউন্ট দেয়া । দ্বিতীয়ত , প্রত্যেক বছরে শ্রেষ্ঠ বিদেশি ছাত্রছাত্রীদের বৃত্তি দেয়া । তাদের লেখাপড়ার ফল আরো ভালো হলে বৃত্তিও আরো বেশি হবে ।
এ ছাড়া , প্রত্যেক বছরে বিশ্ববিদ্যালয় বিশেষ করে বিদেশি ছাত্রছাত্রীদের জন্য একটি আন্তর্জাতিক দিবসের আয়োজন করে । যাতে তাদেরকে নিজের সামর্থ প্রকাশের মঞ্চ দেয়া যায়। এ বছরের আন্তর্জাতিক দিবসের আলোচ্য বিষয় হল "দক্ষিণ এশিয়া সপ্তাহ" । এ অনুষ্ঠানের মাধ্যমে কিছু দক্ষিণ এশিয় ছাত্রছাত্রী বিশ্ববিদ্যালয়ের বড় তারকায় পনিণত হয়েছে । সাক্ষাত্কারে আমরা ভারতীয় ছাত্রী মফিজিদকে দেখেছি । তার গাওয়া চীনা গান সবার প্রশংসা পেয়েছে । কি বিশ্বাস হচ্ছে না আপনাদের ? তাহলে শুনুন :
1 2 3 4 5
|