২০০৫ সালে চীন সম্পর্কে ঔত্সুক্য ও লেখাপড়ার আগ্রহ নিয়ে ভারতীয় ছাত্রী সালা চীনে এসেছেন । ইতোমধ্যেই দু'বছর পার হয়ে গেছে , আমাদের বিভাগের সংবাদদাতা বিশ্ববিদ্যালয়ে শারী পড়া সালাকে দেখেছেন । তার সঙ্গে কথা বলার সময় তিনি চীনের বিশ্ববিদ্যালয়ের লেখাপড়া ও জীবন সম্পর্কে বলেছেন
এখানকার লেখাপড়ার পরিবেশ ভারতের চেয়ে অনেক উন্নত । বিশ্ববিদ্যালয় আমাদের অনেক যত্ন নেয় , বিশেষ করে আমাদের দক্ষিণ এশিয় ছাত্রছাত্রীদের জন্য একটি কেন্টিন নির্মাণ করেছে । এখানে ঠিক যেন নিজের বাড়ীর মত মনে হয় ।
সালার বিশ্ববিদ্যালয়ের নাম তা লি বিশ্ববিদ্যালয় । এ বিশ্ববিদ্যালয় দক্ষিণ-পশ্চিম চীনের ইয়ুন নান প্রদেশে অবস্থিত । এ বিশ্ববিদ্যালয় চীনে বিদেশি ছাত্রছাত্রী ভর্তি করা সব বিশ্ববিদ্যালয়ের মধ্যে বিশেষ করে দক্ষিণ এশিয় ছাত্রছাত্রী ভর্তি করা একমাত্র বিশ্ববিদ্যালয় । তাই আজকের অনুষ্ঠানে আমি আপনাদের নিয়ে ইয়ুন নান প্রদেশের তা লি শহরের তা লি বিশ্ববিদ্যালয়ে যাবো।
তা লি বিশ্ববিদ্যালয় সম্পর্কে আরো বেশি জানতে চাইলে এখানে ক্লিক করুন 1 2 3 4 5
|