গোপালগন্জ জেলার শ্রোতা বি , এম, ফয়সাল আহমেদ তাঁর চিঠিতে জানতে চেয়েছেন, পেইচিং ও সাংহাই শহর আয়তনে কোন শহরটি বড়? উত্তরে বলছি, লোক সংখ্যার দিক থেকে সাংহাই চীনের সবচেয়ে বড় শহর। কিন্তু আয়তনের দিক থেকে পেইচিং চীনের সবচেয়ে বড় শহর। ২০০৪ সালের পরিসংখ্যাণ অনুযায়ী, সাংহাই শহরের লোকসংখ্যা এক কোটি ৭০ লাখ । পেইচিং শহরের লোকসংখ্যা এক কোটি ৪৯ লাখ। পেইচিং শহরের মোট আয়তন ১৬ হাজার ৮০৮ বগর্কিলোমিটার। সাংহাই শহরের মোট আয়তন ৬ হাজার ৪শো ৪০ বগর্কিলোমিটার। এখানে উল্লেখ্য, গত দশ বারো বছরে এ দুটো শহরের লোকসংখ্যা ও আয়তন দ্রুত গতিতে বেড়েছে। চাকরি খুঁজে বের করার জন্যে চীনের অন্যান্য অঞ্চলেরমানুষ এ দুটো শহরে এসে ভীড় জমাচ্ছে। বতর্মানে এ দুটো শহরের লোকসংখ্যা দ্রুত বাড়ার বতর্মানে শহর দুটিতে যানজট দেখা দিয়েছে। পেইচিং শহরের মতো চীনের বড় বড় শহরগুলোর যানজট সত্যিই একটি ভয়ংকর সমস্যায় পরিণত হয়েছে।
চাঁপাই নবাবগন্ঞ্জ জেলার শ্রোতা শ্রী শনত কুমার সাহা তাঁর চিঠিতে জানতে চেয়েছেন, বতর্মানে চীনের সবচেয়ে জনপ্রিয় ব্যান্ড সংগীত দলের নাম কি? উত্তরে বলছি, এই প্রশ্নের উত্তর দেওয়া একটু কঠিন। কারণ চীনে ব্যান্ড সংগীত দলের সংখ্যা বেশী নয়। কিন্তু আমার জানা মতে চীনের গণ মুক্তি ফোজের ব্যান্ড সংগীত দল একটি ভাল ব্যান সংগীত দল। এই ব্যান্ডসংগীত দল বিশ্বের অনেক দেশ সফর করেছে। রাষ্ট্রীয় ভোজসভায় সাধারণত এই ব্যান্ডসংগীত দল বাজনা বাজায়।
চাদঁপুর জেলার শ্রোতা মো: নাসির খান তাঁর চিঠিতে জানতে চেয়েছেন, চীনের সবচেয়ে সুন্দর শহর কোনটি? উত্তরে বলছি, চীনে অনেক সুন্দর শহর আছে। প্রত্যেক শহরে নিজ নিজ বৈশিষ্ট্য ও সৌন্দর্য আছে। যেমন সাংহাই শহর চীনের সবচেয়ে বড় বাণিজ্য ও ব্যাংকিং শহর। এ শহরে অনেক আধুনিক অট্টালিকা আছে। পেইচিং শহরের ইতিহাস সুদীর্ঘকালের। এই শহর ইয়ান , মিন আর ছিং রাজবংশের রাজধানী ছিল। সুতরাং পেইচিং শহরে অনেক দেখার মতো জায়গা আছে। কিন্তু চীনে একটি কথা জনসাধারণের মধ্যে খুব প্রচলিত, সে কথাটি হল, ' উপরে স্বর্গ, নীচে হাংযৌ ও সুযৌ' । তার মানে হল হাংযৌ আর সুযৌর সৌন্দর্য স্বর্গের মতো। হাযৌ চীনের জেচিয়াং প্রদেশের রাজধানী। সুযৌ চীনের চিয়াংসু প্রদেশের একটি শিল্প ও বাণিজ্য শহর। এ দু'টো শহরের দৃশ্য খুব সুন্দর। প্রত্যেক বছর অজস্র দেশী-বিদেশী পযর্টক এ দুটো শহরে ভ্রমণ করতে যায়। চীনের আরেকটি শহর গুয়েলিনও একটি সুন্দর জায়গা। এই শহরের চার দিকের প্রাকৃতিক দৃশ্য অত্যন্ত সুন্দর। প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন যখন চীন সফর করছিলেন তখন তিনি গুয়েলিন শহরে পরিদর্শন করতে যান। পরিদর্শন করার পর তিনি আবেগের সঙ্গে বলেছেন, পৃথিবীতে এত সুন্দর জায়গা তিনি তাঁর জীবনে কোন দিন দেখেন নি। অবশ্যই চীনে আরও অনেক সুন্দর শহর আছে। এখানে একের পর এক উল্লেখ করা সম্ভব নয়। 1 2
|