বাংলাদেশের নওগাঁ জেলার শ্রোতা সুলতান মাহমুদ সরকার তাঁর চিঠিতে জানতে চেয়েছেন, চীনের মাধ্যমিক স্কুলে কী কী বিষয় ছাত্র-ছাত্রীদের পড়ানো হয়? উত্তরে বলছি, চীনে মাধ্যমিক স্কুল বলতে নিম্ন আর উচ্চ মাধ্যমিক স্কুল বুঝায়। সপ্তমশ্রেনী থেকে নবম শ্রেনী পযর্ন্ত নিম্ন মাধ্যমিক স্কুল। দশম শ্রেনী থেকে দ্বাদশ শ্রেনী পযর্ন্ত
উচ্চ মাধ্যমিক স্কুল। এখানে উল্লেখ্যচীনে নিম্নমাধ্যমিক স্কুল পযর্ন্ত শিক্ষা বাধ্যতামূলক। প্রাথমিক স্কুল থেকে পাশ করার পর ছাত্র-ছাত্রীরা সরাসরি নিম্ন মাধ্যমিক স্কুলে ভূর্তি করতে পারে। তবে যারা উচ্চ মাধ্যমিক স্কুলে পড়তে চান তাদেরকে ভতির্পরীক্ষা দিতে হয়। প্রত্যেক উচ্চ মাধ্যমিক স্কুলের ভতির্র মানদন্ড ভিন্ন। ছাত্র-ছাত্রীরা
পরীক্ষা দেওয়ার আগে তিনটি উচ্চ মাধ্যমিক স্কুল বাছাই করার সুযোগ আছে। পরীক্ষার ফলাফল অনুযায়ী কোনটা উচ্চ মাধ্যমিক স্কুলে ভতি হতে পারবে তা নিধারর্ন করা হয়। সাধারণত নিম্ন মাধ্যমিক স্কুলে উত্তীণ ৭০ শতাংশ শিক্ষার্থীউচ্চ মাধ্যমিক স্কুলে উন্নীত হওয়ার সুযোগ পায়। যারা উচ্চ মাধ্যমিক স্কুলে উন্নীত হতে পারে না তারা পেশাদার মাধ্যমিক স্কুলে পড়তে পারে। নিম্ন মাধ্যমিক স্কুল আর উচ্চ মাধ্যমিক স্কুলের মধ্যে পড়ার বিষয় প্রায় একই। অবশ্যই উচ্চ মাধ্যমিক স্কুলের
বিষয় আরও কঠিন। এর আগে বলেছি যে চীনে নিম্ন মাধ্যমিক স্কুলের শিক্ষা বাধ্যতামূলক। কিন্তু উচ্চ মাধ্যমিক স্কুলের শিক্ষার্থীদেরকে তিন বছরের পড়াশুনা শেষে বিশ্ববিদ্যালয়ে পড়ার প্রস্তুতি নিতে হবে। চীনের নিম্ন ও উচ্চ মাধ্যমিক স্কুলে সাধারণত চীনা ভাষা, ইংরেজী ভাষা, ইতিহাস, পদার্থবিদ্যা, গণিত বিদ্যা, ইত্যাদি বিষয় পড়ানো হয়।
1 2
|