এখন মহা প্রাচীর বলতে সাধারণত মিন রাজবংশ আমলে নিমির্ত মহা প্রাচীর বুঝায়। এটা চীনের পশ্চিমাংশের গানসু প্রদেশের চিয়াইউ চোকা থেকে চীনের উত্তর-পূর্ব লিওনিন প্রদেশের য়ালোচিয়াং নদীর তীর পযর্ন্ত । এই মহা প্রাচীর চীনের ৯টি প্রদেশ, শহর, স্বায়ত্তশাসিত অঞ্চলের মধ্য দিয়ে বিস্তীর্ণ ।মোট দৈর্ঘ্য ৭৩০০ কিলোমিটার ।প্রায় ১৪ হাজার লির সমান। সুতরাং চীনের মহা প্রাচীরকে ১০ হাজার লির মহা প্রাচীর বলা হয়।
মহা প্রাচীরের ঐতিহাসিক আর সাংস্কৃতিক তাত্পর্য এবং পযর্টনের মূল্য আছে। চীনে একটি প্রবাদ আছে: ' মহা প্রাচীর দেখতে না গেলে আসল পুরুষ নয়'। দেশী-বিদেশী পযর্টকরা মহা প্রাচীরে উঠার পর খুব গর্ব বোধ করেন। চীনে ভ্রমণ করতে আসা অনেক বিদেশী প্রেসিডেন্টও এর ব্যতিক্রম নন। এখন মহা প্রাচীরের কয়েকটি অংশ অপেক্ষাকৃতভাবে সংরক্ষিত রয়েছে। যেমন পেইচিংএর বিখ্যাত বাডালিন, সিমাডে, মুতিয়েনইউ, মহা প্রাচীরের পূবর্ দিকের সানহাই গুওয়াং এবং মহা প্রাচীরের সর্ব পশ্চিম দিকে গানসু প্রদেশের চিয়াইউ গুওয়াং প্রভৃতি। এ সব জায়গা চীনের বিখ্যাত পযর্টন স্পট। সারা বছর এ সব জায়গায় কেবল পযর্টকদের গাদাগাদি।
1 2 3
|