ভারতের আসাম রাজ্যের শ্রোতা হানান চৌধুরী তাঁর চিঠিতে পেইচিং অলিম্পিক ২০০৮ এর প্রস্তুতিমূলক কাজ সম্বন্ধেজানতে চেয়েছেন। হ্যাঁন , ২০০৮ সালে ৮ অগ্যাষ্ট
চীনের রাজধানী পেইচিংএ ২৯তম গ্রীষ্মকালীণ অলিম্পিক গেমস অনুষ্ঠিত হবে। এখন এই অলিম্পিকসের প্রস্তুতিমূলক কাজ পুরোদমে চলছি। বেশীর ভাগ েস্ট্যাডিয়াম ও জিমনেজিয়ামের কাজ চলতি বছরের শেষ দিকে শেষ হবে। এর আগে পেইচিং অলিম্পিক গেমস ২০০৮ এর প্রাণী প্রতীক প্রকাশিত হয়েছে। এবার অলিম্পিকসের প্রস্তুতি নেওয়ার জন্যে গত বছরের ১ থেকে ১৫ ডিসেম্বর পযনর্ন্ত দোহাতে অনুষ্ঠিত এশীয় গেমসে চীন অনেক যুব ক্রীড়াবিদকে পাঠিয়েছে। এ সব যুব ক্রীড়াবিদ সে বারের এশীয় গেমসে অলিম্পিক গেমসের আগের ওয়ামিংআপ চর্চার সুযোগ পেয়েছেন। বতর্মানে পেইচিং অলিম্পিক গেমস ২০০৮ এর স্বেচ্ছাসেবকদের নির্বাচন কাজ শুরু হয়েছে। চীনের বিভিন্ন মহলের লোকজন সক্রিয়ভাবে এ তত্পরতায় যোগ দিয়েছেন। তখন হাজার হাজার স্বেচ্ছাসেবক পেইচিং অলিপিকস গেমসে অংশ নেবেন। কিছু দিন আগে পেইচিং অলিম্পিক গেমস ২০০৮ এর সাংগঠনিক কমিশন ঘোষণা করেছে, পেইচিং অলিম্পিক গেমস ২০০৮ যাতে সাফল্যজনকভাবে আয়োজিত হয় সেই জন্যে চীনের সংশ্লিষ্ট মহল যথাসাধ্য প্রচেষ্টা চালাচ্ছে। পেইচিং অলিম্পিক গেমস ২০০৮ ইতিহাসে একটি সবচেয়ে জাঁকজমকপূর্ণ অলিম্পিক গেমস হবে বলে আশা করা হচ্ছে।
রাজশাহী জেলার শ্রোতা ওবায়দুল ইসলাম তাঁর চিঠিতে জানতে চেয়েছেন, চীনের সংখ্যালঘু ধমীর্য় উত্সবের দিনগুলোতে কি জাতীয় ছুটি থাকে? উত্তরে বলছি, চীনের সংখ্যালঘু ধর্মীয় উত্সবের দিনগুলোতে জাতীয় ছুটি থাকে না। কিন্তু ঈদুল ফিতর ও কোরবানীর ঈদের সময় চীনের মুসলমানদের জন্য তিন দিনের ছুটি হয় । চীনে কর্মরত বিদেশী কর্মচারীও তিন দিনের ছুটি উপভোগ করতে পারেন। 1 2 3
|