(ছিংহাই প্রদেশের দৃশ্য ) বগুড়া জেলার শ্রোতা এম, আব্দুর রাজ্জাক তাঁর চিঠিতে
জিজ্ঞেস করেছেন, চীনে মোট কয়টি প্রদেশ আছে তার মধ্যে সবচেয়ে বড় এবং ছোট প্রদেশের নাম কি? চীনের কোন কোন প্রেসিডেন্ট এ পযর্ন্ত বাংলাদেশ সফর করেছেন? চীনের স্বরাষ্ট্র মন্ত্রীর নাম কি? প্রথমে প্রথম প্রশ্নের উত্তর দিচ্ছি। চীনে মোট তেইশটি প্রদেশ আছে। আয়তনের দিক থেকে ছিংহাই প্রদেশ চীনের সবচেয়ে বড় প্রদেশ। ছিংহাই প্রদেশের আয়তন হল ১৬৬ বর্গকিলোমিটার। কিন্তু লোকসংখ্যার দিক থেকে হোনান প্রদেশ চীনের সবচেয়ে বড় প্রদেশ। হোনান প্রদেশের লোকসংখ্যা ১২ কোটি। এর আগে সিছুয়ান প্রদেশের লোকসংখ্যা সবচেয়ে বেশী ছিল। কিন্তু ১৯৯৭ সালের ১৪ মার্চ সিছুয়ান প্রদেশের ছুনছিন শহর কেন্দ্রশাসিত শহরে পরিণত হওয়ার পর হোনান প্রদেশের লোকসংখ্যা সবচেয়ে বেশী।
1 2 3
|