পাঠ ১ শুভেচ্ছা

 মন্তব্য
 

  • চীনা ভাষায় শুভেচ্ছা জানানোর নানা পদ্ধতি আছে। 你好 সবচেয়ে বেশি ব্যবহার হয়। 你 মানে তুমি। 好 মানে ভালো। পরষ্পরকে বলতে হয় 'তুমি ভালো'। আপনি যে কোন সময় যে কোন স্থানে অন্যজনকে বলতে পারেন 你好। আপনি অপরিচিত বা পরিচিত লোককে 你好 বলতে পারেন। এর উত্তরও একই, তা হচ্ছে 你好।
    你 এর উচ্চারণ হচ্ছে 'নি'। 好 এর উচ্চারণ হচ্ছে হাও।

  • অন্যজনের নাম জানতে চাইলে আপনি প্রশ্ন করতে পারেন 你叫什么名字? 你 মানে তুমি। 叫 মানে ডাকা। 什么 মানে কি। 名字 মানে নাম। 你叫什么名字 মানে তোমার নাম কি?
    যদি অন্য লোক আপনার নাম জিজ্ঞেস করেন। আপনি 我叫 এর পিছনে নিজের নাম যোগ দিবেন অথবা সরাসরি নিজের নাম বলবেন।

  • চীনে মানুষরা প্রথম বার সাক্ষাতের সময় সাধারণতঃ পরস্পর বিজনেস কার্ড বিনিময় করে। প্রতিপক্ষকে বিজনেস কার্ড দেয়ার সময় আপনি বলতে পারেন 这是我的名片। মানে এটা আমার বিজনেস কার্ড। 名片 মানে বিজনেস কার্ড। 这 মানে এটা। 是 মানে হওয়া। 我的 মানে আমার। 这是我的 মানে এটা আমার।

  • যদি আপনি ও আপনার বন্ধুর মধ্যে অনেক দিন দেখা না হয়ে থাকে। তাহলে চীনা ভাষায় বলবেন 好久不见। 好久 মানে দীর্ঘ সময়। 不 মানে না। 见 মানে দেখা।