

কোনো কোনো লোক বলে থাকেন, জনি ডেপ হচ্ছেন সবচেয়ে প্রশংসনীয় অভিনেতা, যিনি খুব ভালো গিটার বাজাতে পারেন। এক কথায় বলা যায়, গিটার বাজানো, ছবি আঁকা এবং অভিনয় করা, এ তিনটি ক্ষেত্রে তিনি খুবই সুদক্ষ। মাঝেমাঝে তিনি চলচ্চিত্রাঙ্গনে শ্রেষ্ঠ বন্ধুর জন্য মডেল হিসেবে ছবি আঁকেন। তার আঁকা ছবিতে তার উন্মুক্ত চরিত্র দেখা যায়।
জেসন স্টেথাম ১৯৬৭ সালের ২৬ জুলাইয়ে লন্ডনে জন্মগ্রহণ করেন। বর্তমানে তিনি হলিউডের একজন সক্রিয় অভিনেতা। তার শারীরিক গঠন চমত্কার। তা ছাড়া, তিনি অনেক পরিশ্রমীও। তাকে মার্শাল আর্টিস্টও বলা হয়।
চলচ্চিত্রাঙ্গনে প্রবেশ করার আগে তিনি ডাইভিং ক্রীড়াবিদ হিসেবে ১৯৯০ সালে অকল্যান্ডে অনুষ্ঠিত কমনওয়েলথ গেমসে অংশ নেন। জেসন স্টেথামের অভিনীত অনেক চলচ্চিত্রই খুব বিখ্যাত।
স্টিভ বুসেমি ১৯৫৭ সালের ১৩ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জন্মগ্রহণ করেন। তিনি সেই ধরনের মানুষ যিনি চলচ্চিত্রের জন্যই জন্মগ্রহণ করেছেন। তিনি নিজের দক্ষতার মাধ্যমে প্রমাণ করেন যে, 'এই বিশ্বে কোনো ছোট ভূমিকা নেই, সবাই মহাতারকা'। তিনি ২৯ বছর বয়সে অভিনয় করা শুরু করেন। তিনি বিভিন্ন চলচ্চিত্রে নানা ধরনের প্রধান চরিত্রে অভিনয় করেন। এ ছাড়া, বিভিন্ন চলচ্চিত্রে নানা রকমের পার্শ্বচরিত্রেও অভিনয় করেন তিনি। এ পর্যন্ত তার অভিনীত চলচ্চিত্রের সংখ্যা ১৫০টিরও বেশি।




