

guangying
|
তিনি একজন সত্যিকার শিল্পী, তিনি কেবলমাত্র অভিনেতা নন। তার অভিনীত প্রতিটি চলচ্চিত্র 'গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডস' লাভ করে। চলচ্চিত্র বেছে নেওয়ার ক্ষেত্রে তিনি নিজের নীতিতে অটল থাকেন। অবসর জীবনে বেঁচে থাকার যথেষ্ট টাকা না থাকা সত্ত্বেও তিনি বাছাইকৃত চলচ্চিত্রে অভিনয় করতে থাকেন।
'মাই লেফ্ট ফুট: দ্য স্টোরি অব ক্রিস্টি ব্রাউন' নামের চলচ্চিত্রে অভিনয়ের সময় তিনি একজন সত্যিকার প্রতিবন্ধীর মতো হুইলচেয়ারে বসে সব কাজ করেন। হুইলচেয়ারে বসে বিভিন্ন বাধা অতিক্রম করার কারণে তিনি নিজের পাঁজর ভেঙ্গে ফেলেন।
যখন তিনি 'মাই লেফ্ট ফুট: দ্য স্টোরি অব ক্রিস্টি ব্রাউন' চলচ্চিত্রের অভিনয়ের কাজ শেষ করেন, তখন তিনি অঙ্গুলি দিয়ে একটি সুই ছাঁচ করতে পারেন।
জনি ডেপ ১৯৬৩ সালের ৯ জুন যুক্তরাষ্ট্রের কেনটুকি রাজ্যে একটি মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি বেড়ে ওঠেন ফ্লোরিডা রাজ্যে। তিনি দেখতে অনেক সুদর্শন। তার অভিনয় কৌশলও ভীষণ প্রশংসনীয়।




