Web bengali.cri.cn   
চীনা ইন্টারনেট
  2015-12-23 20:03:32  cri

দ্বিতীয় বিশ্ব ইন্টারনেট মেলায় চীনের প্রেসিডেন্ট সি চিন পিং জানান, চীনে 'ইন্টারনেট প্লাস' কার্যক্রম চালু হচ্ছে এবং 'ডিজিটাল চীন' নির্মাণের কাজ এগিয়ে চলেছে। চীন অন্য দেশগুলোর সাথে যৌথভাবে অর্থনৈতিক উন্নয়নে এবং ইন্টারনেটভিত্তিক উন্নয়নকে সমর্থন করে। চীন বিভিন্ন দেশের সাথে সহযোগিতা করতে চায় এবং বিশ্ব ডিজিটাল অর্থনীতি উন্নয়নে ভূমিকা রাখতে চায়।

"২০১৫ চীনা ইন্টারনেট উন্নয়ন প্রতিবেদন" অনুযায়ী, ২০১৪ সালে তৃতীয় পক্ষের মোবাইল ফোনের মাধ্যমে লেনদেন হয়েছে ৫ ট্রিলিয়ন ৯৯২ বিলিয়ন ৪৭০ মিলিয়ন ইউয়ান মূল্যের পণ্য, যা ২০১৩ সালের চেয়ে ৩৯১.৩ শতাংশ বেশি। ২০১৪ সালে চীনে p2p প্ল্যাটফর্ম ছিল ১৪০০টির বেশি এবং ইন্টারনেট ঋণের পরিমাণ দাঁড়ায় ৩০০ বিলিয়ন ইউয়ানে, যা ২০১৩ সালের তুলনায় ২৬৮.৮ শতাংশ বেশি।

চীনা বাণিজ্য মন্ত্রণালয়ের উপাত্ত অনুযায়ী, চলতি বছরের প্রথম ১১ মাসে চীনের অ-আর্থিক বৈদেশিক সরাসরি বিনিয়োগের পরিমাণ ছিল ১০৪১৩ কোটি ইউয়ান, যা গত বছরের একই সময়ের তুলনায় ১৩ শতাংশ বেশি। 'এক অঞ্চল, এক পথ' কৌশল, আন্তর্জাতিক ক্যাপাসিটি সহযোগিতা এবং শিল্প-প্রতিষ্ঠানগুলোর আপগ্রেডেশানসহ নানা কারণে চীনা বৈদেশিক বিনিয়োগ বেড়েছে। চীনা বাণিজ্য মন্ত্রণালয় বৈদেশিক বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা বিভাগের প্রধান চৌ লিউ চুন বলেন,

"উত্পাদন খাতে বিনিয়োগ পরিস্থিতি সবচে' দ্রুত উন্নত হয়। বিশেষ করে যন্ত্রপাতি উৎপাদন খাতে বিনিয়োগের পরিমাণ দ্বিগুণ বেড়েছে। পরিবহন, বিদ্যুত্ উত্পাদন ও টেলিযোগাযোগসহ বড় প্রকল্পের ক্ষেত্রে প্রবৃদ্ধিও লক্ষ্যণীয়।"

দেশ-বিদেশের ২০০০টির বেশি ইন্টারনেট প্রতিষ্ঠান দ্বিতীয় বিশ্ব ইন্টারনেট মেলায় অংশ নেয়। বর্তমানে চীনে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যার দিক দিয়ে বিশ্বে চীনের অবস্থান এক নম্বরে। আলিপাপা, Tencent, পাইতু, চিংতুং –এই চারটি চীনা অনলাইন কোম্পানি বিশ্ব অনলাইন কোম্পানি তালিকার প্রথম ১০টির মধ্যে স্থান পেয়েছে। সাম্প্রতিককালে চীনা অনলাইন কোম্পানিগুলো অন্য কোম্পানি কিনে বা তাদের সাথে সহযোগিতার সম্পর্ক গড়ে তুলেও সবার দৃষ্টি আকর্ষণ করেছে। পাই তুর সিইও লি ইয়ান হং এক সাক্ষাত্কারে বলেন, ভবিষ্যতে পাই তু প্রযুক্তি খাতে আরও বেশি বিনিয়োগ করবে। এক্ষেত্রে তিনি চালকবিহীন গাড়ির কথা বলেন। তিনি বলেন, "পাই তু একটি প্রযুক্তিভিত্তিক কোম্পানি এবং আমরা আশা করছি, প্রযুক্তি উদ্ভাবনের মাধ্যমে ইন্টারনেট উন্নয়ন এগিয়ে নিয়ে যাব। গত ১৫ বছরে পাই তু বিশ্বে বৃহত্তম চীনা ভাষার সার্চ ইঞ্জিন হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। আমরা এখন চালকবিহীন গাড়ির মতো প্রজেক্টে বিনিয়োগ করতে চাই। এ প্রযুক্তি হবে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি। আসলে এ ধরনের গাড়ি হবে চলমান কম্পিউটার।"

চীনা ত্রয়োদশ পাঁচসালা পরিকল্পনায় প্রথমবারের মতো অন্তর্ভুক্ত করা হয়েছে 'ইন্টারনেট অর্থনীতি'-কে। তার মানে 'ইন্টারনেট অর্থনীতি' বিষয়টি স্বীকৃতি পেয়েছে এবং ভবিষ্যতে এ খাতে উন্নয়নের সুযোগ সৃষ্টি হয়েছে।

প্রথম ইন্টারনেট মেলার তুলনায়, এবার মেলা ছিল বড় ও বৈশিষ্টপূর্ণ। উদ্বোধনী ও সমাপনি অনুষ্ঠান ছাড়া, মেলা চলাকালে ২২টি আলোচ্য বিষয়ে ১০টি ফোরাম অনুষ্ঠিত হয়েছে। ইন্টারনেট সংস্কৃতি প্রচার, ইন্টারনেট উদ্ভাবন, ডিজিটাল অর্থনীতি সহযোগিতা, ইন্টারনেট প্রযুক্তি মানদন্ড এবং ইন্টারনেট ব্যবস্থাপনাসহ নানা হট ইস্যু নিয়ে আলোচনা করেন অংশগ্রহণকারীরা। বিশেষ করে, মেলা চলাকালে আয়োজিত হয়েছে 'ইন্টারনেটের আলো' নামে একটি প্রদর্শনী এবং এখানে স্থান পেয়েছে ইন্টারনেটসম্পর্কিত দেশি-বিদেশি সবশেষ প্রযুক্তি।

গত ১৭ ডিসেম্বর চীন 'উ খুং' নামক 'কৃষ্ণ পদার্থ কণা চিহ্নিতকরণ উপগ্রহ' (Dark matter particle detection satellite) উত্ক্ষেপন করে। 'উ খুং' তিন বছর মহাশূন্যে গবেষণা করবে। এটি মহাবিশ্বে Energetic particles-এর বিভিন্ন পরীক্ষার মাধ্যমে Dark matter খুঁজবে।

ইলেক্ট্রন ও প্রোটোনের চেয়ে ছোট হচ্ছে Dark matter। এর সংখ্যা বিপুল এবং মহাবিশ্বের ২৬.৮ শতাংশ পদার্থ Dark matter। বর্তমানে Dark matter-এর অস্তিত্ব স্বীকার করা হলেও, তা সরাসরি আবিষ্কার করা হয়নি। satellite উত্ক্ষেপন প্রসঙ্গে Dark Matter scientific applications satellite systems-এর প্রধান ডিজাইনার উ চিয়ান বলেন, "বর্তমানে আমরা মাত্র মহাকর্ষ সূত্রের মাধ্যমে Dark Matter-এর অস্তিত্ব অনূভব করি। প্রতি মুহূর্তে অসংখ্য Dark Matter আমাদের শরীর ভেদ করে যায়। অথচ এর কোনো দৃশ্যমান প্রতিক্রিয়া নেই। এটাই এর বৈশিষ্ট্য। বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে দেখলে, যা এখনও সরাসরি আবিস্কৃত হয়নি, সেটাই আমাদের বেশি আকর্ষণ করে। এ উপগ্রহের মাধ্যমে আমরা সম্ভবত এ ব্যাপারে আরও নতুন তথ্য জানতে সক্ষম হব।"

চীনা বিজ্ঞানীদের দাবি উ খুং উন্নত ধরনের একটি কৃত্রিম উপগ্রহ। তারা আশা করছেন, এটি বিজ্ঞানের জগতে নতুন কিছু উপহার দেবে।

 (শিশির/আলিম)


1 2
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040