Web bengali.cri.cn   
তিব্বতের লাসায় অবস্থিত একমাত্র তিব্বতী কম্বল কারখানা
  2015-12-12 18:57:49  cri

গান

প্রিয় বন্ধুরা, ২০১৫ সালের ৪ অক্টোবর চীন ও বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ৪০ বছর পূর্তি হবে। এই ৪০ বছরে চীন ও বাংলাদেশের মধ্যে উচ্চ পর্যায়ের বিনিময় বেড়েছে। পারস্পরিক আর্থ-বাণিজ্যিক সহযোগিতা আরও সম্প্রসারিত হয়েছে। আন্তর্জাতিক ও আঞ্চলিক বিষয়ে দ্বিপাক্ষিক সহযোগিতা বেড়েছে। সর্বোপরি দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নত হয়েছে। এই প্রেক্ষাপটে, দু'দেশের জনগণের পারস্পরিক সম্পর্ক বৃদ্ধির জন্য চীন আন্তর্জাতিক বেতারের বাংলা বিভাগ 'ক্যামেরায় চীন-বাংলাদেশ মৈত্রী' শীর্ষক একটি অনলাইন আলোকচিত্র প্রতিযোগিতা আয়োজন করবে।

আমাদের নির্ধারিত ওয়েবসাইটে প্রকাশিত আলোকচিত্রের মধ্য থেকে নিজেদের পছন্দের ছবিকে ভোট দিতে পারবেন দর্শকরা। তাদের ভোটের ভিত্তিতে প্রতিটি ক্যাটাগরি থেকে নির্বাচন করা হবে ৫টি ছবি। তিনটি ক্যাটাগরিতে মোট ১৫টি ছবি নির্বাচিন করা হবে।

নির্বাচিত আলোকচিত্রীদের নাম bengali.china.com এবং bengali.cri.cn-এ প্রকাশ করা হবে। ডাকযোগে যথা সময় তাদের পুরস্কার পাঠানো হবে।

চীন ও বাংলাদেশের দূতাবাসের কর্মকর্তা এবং চীন ও বাংলাদেশের আলোকচিত্রী সমিতির বিশেষজ্ঞদের নিয়ে একটি বিচারক-প্যানেল গঠন করা হবে। এই প্যানেল অনলাইনে সবচেয়ে বেশি ভোট-পাওয়া ১০০টি আলোকচিত্রের মধ্য থেকে প্রতিযোগিতার সেরা আলোকচিত্র বাছাই করবেন। প্রথম পুরস্কার ১টা, দ্বিতীয় পুরস্কার ২টা ও তৃতীয় পুরস্কার ৩টা-এই হিসেবে তিনটি ক্যাটাগরিতে মোট ১৮টি আলোকচিত্রকে সেরা হিসেবে বাছাই করা হবে। bengali.china.com এবং bengali.cri.cn-এ সব পুরস্কার বিজয়ীর নাম প্রকাশ করা হবে। পরে বাংলাদেশের রাজধানী ঢাকায় সেরা আলোকচিত্রগুলোর প্রদর্শনীর আয়োজন করা হবে এবং পুরস্কারপ্রাপ্ত আলোকচিত্রীদের মধ্যে আনুষ্ঠানিকভাবে পুরস্কার বিতরণ করা হবে।

আচ্ছা, এখন শুরু করছি আপনাদের চিঠির উত্তর দেয়ার পালা।

ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার দেবাশীষ গোপ আমাদেরকে ওডিও মতামত পাঠিয়েছেন। এখন আমরা একসঙ্গে তাঁর মতামত শুনবো।

....

আচ্ছা, দেপাশীষ গোপ আপনাকে নিয়মিত আমাদেরকে বিভিন্ন ধরণের পদ্ধতিতে মতামত পাঠানোর জন্য ধন্যবাদ জানাই।

বাংলাদেশের নওগাঁ জেলার সাউস অব নৌলেজ ক্লাবের (SOURCE OF KNOWLEDGE CLUB) সভাপতি খোন্দাকার রাফিকুল ইসলাম (KHONDAKER RAFIQUL ISLAM) ইমেলে লিখেছেন, আমার অনেক অনেক প্রীতি, শুভেচছা ও আন্তরিক ধন্যবাদ আপনাদের সকল বিভাগের সবার জন্য। আশাকরি মহান স্রষ্ঠার ক্ পায় আপনারা সবাই মঙ্গলমত আছেন। এখানে আমিসহ ক্লাবের সকল সদস্য ভাল আছি। আপনাদের বাংলা অনুষ্ঠান আমরা কতটা ভালবাসি, তা এই ছোট পরিসরে বর্ণনা করা সত্যই কঠিন বলে মনে হয়।কি সুন্দর, পরিপাটি, ঝকঝকে আপনাদের বাংলা ওয়েব সাইট। একবার দেখলে মনে হয়,বার বার তা দেখি। আপনাদের বেশি ভাগ অনুষ্ঠানই জ্ঞানে ভরপুর। বর্তমানে ক্লাবের সকল সদস্য, বন্ধুমহল, আত্নীয়, প্রতিবেশি, গ্রামবাসী-এক কথায় সকলেই আপনাদের প্রতিদিনের অনুষ্ঠান ভীষন উপভোগ করে থাকে।পত্রের জবাব দিলে খুশি হব জানবেন। কামনা করি, আপনাদের অনুষ্ঠান শোনা কখনো বন্ধ করব না। সম্ভব হলে ক্লাবের জন্য কিছু পেপার কাট, কোটপিন, হাত রুমাল, টি শার্ট বা গেন্জি, পেন ড্রাইভ ইত্যাদি পাঠাতে যেন ভূল করেন না। দোওয়া রাখি, সকল বাধা ও সীমাবদ্ধতা অতিক্রম করে আপনাদের বেতার কেন্দ্র একদিন তার কাঙ্খিত লক্ষ্যে পৌঁছবেই। যা কিছু সত্য ও সুন্দর, তা যেন হয় আপনাদের চলার পাথেয়। আজ এখানেই।

আচ্ছা, বন্ধু খোন্দাকার রাফিকুল ইসলাম, আপনাকে নিয়মিত আমাদের মতামত দেয়ার জন্য ধন্যবাদ জানাই।

গোপালগঞ্জ জেলার সি আর আই ফ্রেন্ডস ক্লাবের কানন রানী টিকাদার ইমেলে লিখেছেন, খুব উপভোগ করি আমার প্রিয় চায়না রেডিও ইন্টারন্যাশনাল এর বাংলা অনুষ্ঠান সমূহ। খবর, প্রতিবেদন, গান সবই আমার ভালো লাগে। সাহিত্য, বিজ্ঞান, বিনোদন, ভ্রমন, চিকিত্সা, জানা-অজানা নানা আঙ্গিকের নানা স্বাধের অনুষ্ঠান চায়না আন্তর্জাতিক বেতার থেকে নিয়মিত পাই যা আমার ও আমাদের ক্লাবের সকলের মন জয় করতে সক্ষম। একটানা ২/৩ ঘন্টা আপনাদের অনুষ্ঠান শুনতে না পারলেও প্রতিদিন অন্তত ১/২ ঘন্টা শুনি। আপনাদের শ্রবণ মান খুব ভালো তাই আমরা পরিস্কার ভাবেই সব অনুষ্ঠান সব সময় শুনতে পারি। আমাদের প্রিয় অনুষ্ঠান মুক্তার কথা আসরে আমাদের লেখা পত্রের উত্তর নিয়মিত শুনতে চাই। চীনে এখন আবহাওয়া ও জলবায়ু কেমন? উত্তর জানালে বাধিত হব।

আচ্ছা, বন্ধু কানন রানী টিকাদার, আপনাকে নিয়মিত চিঠি লেখার জন্য ধন্যবাদ জানাই। চীনে এখন শরত্কাল। কিন্তু চীন একটি বড় দেশ। সবচেয়ে দক্ষিণ ও উত্তর জায়গার অবশ্যই বেশি ব্যবধান রয়েছে। যেমন এখন পেইচিংয়ে আবহাওয়া হল সারা বছরের সবচেয়ে সুন্দর সময়। বেশি ঠান্ডা ও গরম না এবং বেশি বাতাস নেয়। সেজন্য শরত্কাল হল আমার প্রিয় কাল।

রংপুর জেলার আন্তর্জাতিক মৌচাক বেতার শ্রোতা সংঘের শ্রী ধনোপতি সরকার ইমেলে লিখেছেন, প্রিয় মুক্তা আপু প্রথমে আমার প্রনাম নিবেন। মুক্তা আপু আমি Cri এর একজন নিয়মিত ও পুরন শ্রোতা। মুক্তা আপু Cri এর বাংলা অনুষ্ঠান আমার কাছে অনেক ভাল লাগে। স্বাস্থ ও জীবন। হাল শৈলী। মুক্তার কথা। চীনা সাদ। খোলা মেলা। সুরের ধারা। এই সব অনুষ্ঠান গুলো আমার কাছে বেশি ভাল লাগে। মুক্তা আপু আমি সুরের ধারা অনুষ্ঠানে আমি বাংলাদেশের কণ্ঠ শিল্পী রথিন্দ্র নাথ রায়ের গান শুনতে চাই।

ভাই, সরকার, আপনাকে অনেক ধন্যবাদ। সুরের ধারায় আপনার অনুরোধের গান শোনানোর চেষ্টা করবো আমরা। ভালো থাকবেন।

বাংলাদেশের জামালপুর জেলার সি,আর,আই শ্রোতা ক্লাবের মোঃ আব্দুর রহমান ইমেলে লিখেছেন, প্রিয় সি,আর,আই আজ তোমার কাছে আমি কিছু অভিযোগ নিয়ে হাজির হয়েছি।জানি না তুমি আমার এ চিঠিটা পড়বে কি না? আজ প্রায় এক বছর হয়ে গেল সি,আর,আই এ চিঠি লেখা থেকে বিরত আছি। আগের মত আর আমাকে সি,আর,আই আকৃষ্ট করছে না। যে সি,আর,আই একদিন না শুললে মনে হতো কি যেন হারিয়েছি, কি যেন না পাওয়া থেকে গেল।কিন্তু আজ সত্যিটা হলো যে, আমার প্রিয় বেতার থেকে দূরে আছি তাদের শ্রোতাদের প্রতি অবহেলার কারনে। সি,আর,আইয়ের অনুষ্ঠান মালায় পরিবর্তন আনার পরেই সি,আর,আইয়ের প্রতি শ্রোতাদের অনীহার সৃষ্টি হয়। পূর্বের অনুষ্ঠান মালায় শ্রোতারা খুব উপভোগ্য ছিল। প্রতি সপ্তাহে শ্রোতাদের চিঠি পড়া হতো, সাপ্তাহিক কুইজ ছিল, মাসিক কুইজ ছিল এবং বছরে অন্তত এক বা দুই বার বড় পরিসরে জ্ঞাণ যাচাই প্রতিযোগিতার আয়োজন করা হত। এক কথায় শ্রোতাদের মুল্যায়ন করা হত। কিন্তু আজ যে তিন ঘন্টা ব্যাপী অনুষ্ঠান মালা তৈরি করা হয়েছে এ সম্পর্কে একবারও কি শ্রোতাদের মতামত নেওয়া হয়েছে যে শ্রোতাদের ভালো লাগে কি না? আমার মনে এ কারনেই অনেক নিয়মিত শ্রোতা এখন সি,আর,আই থেকে দূরে। আমার বিশ্বাস যে, কিছু তৈলাক্ত শ্রোতা ছাড়া যারা ভালো লাগুক আর না লাগুক কেবল জনপ্রিয়তার জন্য প্রশংসাই করে যায়, তারা ছাড়া বর্তমান অনুষ্ঠান মালা ভালো লাগে এমন কেউ লিখে জানায় নি। কিন্তু কেন এই অবহেলা? আশাকরি আবার সি,আর,আই কে শ্রোতা নন্দিত করবার জন্য এবং সি,আর,আইয়ের যারা নিয়মিত শ্রোতা তাদেরকে ফিরিয়ে আনার জন্য সি, আর,আই নতুন পদক্ষেপ গ্রহন করবে।আগের মত এক ঘন্টা ব্যাপী করা হয় তবেই ভাল হবে। কেননা কর্মময় জীবনে সকলে ব্যাস্ত থাকে।অথবা বর্তমান তিন ঘন্টার অনুষ্ঠান যেন শ্রোতাদের চাওয়া অনুযায়ী হয়। এজন্য সি,আর,আইয়ের নিজস্ব তত্ত্বাবধানে সকল শ্রোতাদের কাছ থেকে মতামত গ্রহন করা উচিত বলে মনে করি। আমার এ কথাগুলি হয়ত অনেক শ্রোতার বক্তব্যের সাথেই মিলে যাবে যারা বর্তমানে রয়েছে নিরব। আশাকরব কথাগুলি ভেবে দেখবেন। আজ এখানেই বিদায়।

প্রিয় শ্রোতা, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। যদি আপনারা আমাদের অনুষ্ঠানের মধ্য দিয়ে কিছুটা হলেও আনন্দ পেয়ে থাকেন, তাহলে মনে করবো আমাদের পরিশ্রম সার্থক হয়েছে। আপনাদের জন্যই আমাদের সকল প্রচেষ্টা ও আয়োজন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং শুনতে থাকুন চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান। আমাদের সঙ্গে থাকুন, আমাদের অনুষ্ঠান শুনুন আর আপনার যে-কোনো মতামত বা প্রশ্ন পাঠিয়ে দিন চিঠি বা ই-মেইলের মাধ্যমে।

আমাদের ই-মেইল ঠিকানা হচ্ছে ben@cri.com.cn এবং আমার নিজস্ব ইমেইল ঠিকানা হল caiyue@cri.com.cn। 'মুক্তার কথা' অনুষ্ঠান সম্পর্কিত ইমেইল আমার নিজস্ব ইমেইল ঠিকানায় পাঠালে ভালো হয়। আজ তাহলে এ পর্যন্তই। আশা করি, আগামী সপ্তাহের একই দিনে, একই সময়ে আবার আপনাদের সঙ্গে কথা হবে। ততোক্ষণ সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। (ছাই/আলিম)


1 2
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040