Web bengali.cri.cn   
আন্তর্জাতিক বিশেষজ্ঞ 'লাইফ নন্দনতত্ব' আলোচনা সভা
  2015-12-05 16:48:47  cri

প্রিয় শ্রোতা, আন্তর্জাতিক বিশেষজ্ঞ 'লাইফ নন্দনতত্ব' আলোচনা সভা সম্পর্কে কিছু কথা বলেছি। এখন আপনাদের চিঠিপত্রের উত্তর দেওয়ার পালা।

বাংলাদেশের ঝিনাইদহ জেলার ব্রাদারহুড রেডিও ক্লাবের সাজ্জাদ হোসাইন রিজু তার ইমেলে লিখেছেন, শুভেচ্ছা জানবেন। আমি আপনাদের অনুষ্ঠানের একজন নিয়মিত শ্রোতা। আপনাদের প্রতিটি অনুষ্ঠান আমি অত্যন্ত আগ্রহ সহকারে শুনে থাকি । পাশাপাশি আপনাদের ওয়েবসাইটও নিয়মিত ভিজিট করি। বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি ও আলী আহসান মোহাম্মদ মুজাহিদ এবং সালাউদ্দিন কাদের চৌধুরী-র ফাসি কার্যকর নিয়ে আপনাদের ওয়েবসাইটে পরিবেশিত সংবাদ তথ্যবহুল ছিল। প্যানপাইপস বাদক দু ছোংকে নিয়ে আপনাদের ওয়েবসাইটে পরিবেশিত প্রতিবেদন ও অডিও ভাল লেগেছে। তার সুর-গুলো হ্রদয় ছুঁয়ে যায়। ভারতের সবচেয়ে ব্যয়বহুল সিনেমা 'বাহুবলী' নিয়ে পরিবেশনাটিও আমাদের কাছে ভাল লেগেছে। মেমোরি কার্ড ঠিক করার উপায় নিয়ে পরিবেশনাটিও আমাদের কাছে ভাল লেগেছে। এ অনুষ্ঠানে প্রচারিত তথ্যগুলো সকলের উপকারে আসবে বলে আমরা মনে করি। অনলাইনে অনুষ্ঠান শুনতে সুবিধা হয়। রেডিওতে ফ্রিকোয়েন্সি ভাল পাই না। আজ তাহলে এ পর্যন্তই। সবাই ভাল থাকবেন।

বন্ধু সাজ্জাদ হোসাইন রিজু, আপনাকে নিয়মিত আমাদের অনুষ্ঠান শোনা এবং ওয়েবসাইট ভিজিট করার জন্য ধন্যবাদ জানাই। আশা করি, আপনি নিয়মিত আমাদের অনুষ্ঠানে মতামত দেবেন।

বগুড়া জেলার এম শামসুল ইসলাম আটমুল তার ইমেলে আমাদেরকে একটি সুখবর জানিয়েছেন। তিনি লিখেছেন, আমার অনেক অনেক শুভেচছা গ্রহণ করবেন। আশা করি আপনারা সকলে ভাল আছেন। প্রিয় বন্ধুরা আপনাদেরকে একটা সুসংবাদ দিচ্ছি। গত ২২.১১.২০১৫.তারিখ বিকেল ০৪ ১০.PM. আমি বাবা হয়েছি। আপনারা সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন।

প্রিয় বন্ধু শামসুল, আপনার বাবা হবার খবর শুনে আমরা খুবই খুশি হয়েছি। আপনাকে অনেক অনেক অভিনন্দন; অভিনন্দন ছেলের মা'কেও। আপনারা সবাই ভাল থাকুন, আনন্দে থাকুন। আপনার সন্তান যেন থাকে দুধে-ভাতে, এই কামনা করি।

আরেকজন শ্রোতা আমাদের সঙ্গে সুখবর শেয়ার করেছেন। তিনি হলেন কিশোরগন্জ জেলার মোঃ ফাইজু। তিনি তার ইমেলে লিখেছেন, আমি আমার কলেজে সর্বোচ্চ নম্বর পেয়ে কৃষি ডিপ্লোমা ৪ বছরের কোর্স শেষ করেছি। সকলকে মিষ্টি খাওয়ার দাওয়াত দিলাম।

বন্ধু ফাইজু, আপনার সাফল্যের খবর শুনে আমরা যার-পর-নাই আনন্দিত হয়েছি। আপনাকে প্রাণঢালা অভিনন্দন। আশা করি আপনি জীবনে আরও সাফল্য অর্জন করবেন। আর হ্যা, আপনার দাওয়াত আমরা কবুল করলাম। অনেক অনেক ধন্যবাদ।

বাংলাদেশের ঢাকার ফ্রেন্ডস ডি-এক্সিং ক্লাবের মো: সোহেল রানা হৃদয় লিখেছেন, মাঝে মাঝে আপনাদের ওয়েবসাইটে মতামত দেয়ার অপশন হারিয়ে যাচ্ছে। মতামত দিতে পারছি না। শনিবারের "আকাশের সাথে" অনুষ্ঠানটি বেশ ভাল লাগছে। আকাশ ভাই আর টুটুল ভাইয়ের দারুণ উপস্থাপনায় অনুষ্ঠান আসলেই উপভোগ করি। আপনাদের ওয়েব রেডিওর লিংকে অনুষ্ঠানের নামগুলো আপডেট নেই। বিশেষ করে "আকাশের সাথে" অনুষ্ঠানটির নাম সেখানে নেই। আশা করছি বিষয়টি দেখবেন। মুক্তার কথা অনুষ্ঠানের পুরো সময় জুড়ে শ্রোতাদের চিঠিপত্রের জবাব শুনতে চাই। ভাল থাকবেন, চাই চিয়েন।

বন্ধু মো: সোহেল রানা, আপনাকে নিয়মিত আমাদের ওয়েবসাইট ভিজিট করার জন্য ধন্যবাদ জানাই। আপনি খুবই ভাল প্রস্তাব করেছেন। আমরা এখন ২০১৬ সালের জন্য ওয়েবসাইটকে নতুন করে সাজানোর কাজ করছি। বিশ্বাস করি, আগামী বছর আপনারা একটি আরো সুন্দর ও সমৃদ্ধ ওয়েবসাইট দেখতে পাবেন। আর মুক্তার কথায় শুধু চিঠিপত্র পড়া এই মুহূর্তে সম্ভব হচ্ছে না। তবে আমরা যথাসম্ভব বেশি বেশি চিঠি পড়ার চেষ্টা করবো, কথা দিচ্ছি।

বাংলাদেশের গোপালগঞ্জ জেলার সি আর আই ফ্রেন্ডস ক্লাবের কানন রানী টিকাদার তার ইমেলে লিখেছেন, ২১ নভেম্বর শনিবার মুক্তার কথা আসরে মাত্র দুজন শ্রোতার পত্রের উত্তর দেওয়া হলো। অনেক কথা ওনারা লিখেছেন, প্রশংসা, অভিযোগ, প্রস্তাব সবই ছিল ওনাদের চিঠিতে। তবে মাত্র দুটি চিঠির উত্তর থাকায় মন ভরে নাই। প্রতি মুক্তার কথা আসরে অন্তত ৫/৬ জন শ্রোতার চিঠি থাকলে খুব ভালো হয়। ২১ নভেম্বর সুরের ধারায় আসরে খুবই ভালো কিছু বাংলা গান পরিবেশিত হয়েছে, যা দারুণ উপভোগ করেছি। চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠানের কিছু আকর্ষণীয় পরিবেশনা হচ্চ্ছে সাহিত্য ও সংস্কৃতি, পূবের জানালা, লাভ-ক্ষতি, চীনা ভাষা শিক্ষার আসর, আলো ছায়া ইত্যাদি। অন্য শ্রোতাদের মতো আমারও প্রস্তাব যদি মাসে একজন শ্রেষ্ঠ পত্রলেখক নির্বাচিত করে তার জন্য সৌজন্য পুরস্কারের ব্যবস্থা করা হয় তাহলে শ্রোতা সংখ্যা ও পত্রলেখক বাড়বে। আমরা যারা নিয়মিত লিখি তাদের জন্য অবশ্যই সি আর আই-এর স্মারক উপহার পাঠাবেন। শ্রোতাদের অংশগ্রহণে একটি শ্রোতা সম্মেলন করতে পারেন, যদি করেন তাহলে খুব উত্সাহ পাবে শ্রোতারা।

বন্ধু কানন রানী টিকাদার, আপনাকে চিঠি লেখার জন্য ধন্যবাদ জানাই। আপনি খুবই ভাল প্রস্তাব করেছেন। আমি ভবিষ্যতে মুক্তার কথা অনুষ্ঠানে আরো বেশি শ্রোতার চিঠি পড়ার চেষ্টা করবো। আসলে কোন কোন শ্রোতার চিঠি খুবই ভাল ও লম্বা। সেজন্য কোন কোন অনুষ্ঠানে খুবই কম চিঠি পড়তে হয়। আপনাকে মতামত দেয়ার জন্য আরেকবার ধন্যবাদ জানাই।

বাংলাদেশের রংপুর জেলার শ্রী ধনোপতি সরকার তার ইমেলে লিখেছেন, চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান আমার কাছে অনেক ভাল লাগে। তাই আমি নিয়মিত অনুষ্ঠান শুনি এবং ওয়েবসাইট ভিজিট করি। ওয়েবসাইটা অনেক সুন্দর। মুক্তা আপু, আমি আপনার নিজস্ব ওয়েবসাইটের ঠিকানা চাই। আমাকে যদি ইমেইলের মাধ্যমে আপনার নিজস্ব ওয়েবসাইটের ঠিকানা দেন তাহলে অনেক খুশি হব। আমি সুরের ধারায় বাংলাদেশের কণ্ঠশিল্পী পলাশের গান শুনতে চাই। একটা প্রশ্ন: চীন রাষ্ট্রের জনসংখ্যা কত জানালে খুশি হব।

বন্ধু ধনোপতি সরকার, আপনাকে নিয়মিত আমাদের ওয়েবসাইট ভিজিট করার জন্য ধন্যবাদ জানাই। আমার নিজস্ব ওয়েবসাইট ঠিকানা হল https://bengali.cri.cn/ 781/2012/07/25/Zt41s126599.htm ও আমাদের ওয়েবসাইটে ওয়েব রেডিও পেজে আমার ওয়েবসাইটের লিন্ক রয়েছে। আশা করি, আপনি নিয়মিত আমাদের ওয়েবসাইট সম্পর্কে মতামত দেবেন। আর আপনার প্রশ্নের উত্তরে বলছি: চীনের বর্তমান লোকসংখ্যা ১৩০ কোটির মতো।

ঢাকার ফ্রেন্ডস ডি-এক্সিং ক্লাবের মো: সোহেল রানা হৃদয় তার ইমেলে লিখেছেন, "বিদ্যাবার্তা" মুক্তার কথা, দৃষ্টির সীমানায় ভাল লাগছে। ভাল লাগছে বাকি সব অনুষ্ঠানও। তবে মাঝে মাঝে খেই হারিয়ে ফেলি আপনাদের এই ৩ ঘন্টার পরিসরে। সাধারণত প্রতি ঘন্টার প্রথম ২০ মিনিট করে অনুষ্ঠান শোনা হয়, তারপরেও মাঝে মাঝে মিস হয়ে যায় অনেক অনুষ্ঠান। একটানা এক ঘন্টার অনুষ্ঠান হলে এমনিটি হতো না কারো। ভেবে দেখুন..ভাল থাকবেন। ভাল রাখবেন, চাই চিয়েন।

ভাই হৃদয় আপনাকে চিঠির জন্য ধন্যবাদ। আসলে সবাই তিন ঘন্টার অনুষ্ঠান শুনবে এমন কোনো কথা নেই। যার যে-টুকু পছন্দ সে ততটুকু শুনবে, এটাই স্বাভাবিক। ২৪ ঘন্টার নিউজ চ্যানেলের সকল অনুষ্ঠান কি আপনারা শুনতে বা দেখতে পারেন? তেমনি আমাদের তিন ঘন্টার অনুষ্ঠানের পুরোটা শোনার দরকার নেই। যেটুকু যে শ্রোতার ভালো লাগে, সে শ্রোতা শুধু সেটুকুই শুনবেন, এটুকুই আমাদের প্রত্যাশা। ভালো থাকবেন।

প্রিয় শ্রোতা, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। যদি আপনারা আমাদের অনুষ্ঠানের মধ্য দিয়ে কিছুটা হলেও আনন্দ পেয়ে থাকেন, তাহলে মনে করবো আমাদের পরিশ্রম সার্থক হয়েছে। আপনাদের জন্যই আমাদের সকল প্রচেষ্টা ও আয়োজন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং শুনতে থাকুন চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান। আমাদের সঙ্গে থাকুন, আমাদের অনুষ্ঠান শুনুন আর আপনার যে-কোনো মতামত বা প্রশ্ন পাঠিয়ে দিন চিঠি বা ই-মেইলের মাধ্যমে।

আমাদের ই-মেইল ঠিকানা হচ্ছে ben@cri.com.cn এবং আমার নিজস্ব ইমেইল ঠিকানা হল caiyue@cri.com.cn। 'মুক্তার কথা' অনুষ্ঠান সম্পর্কিত ইমেইল আমার নিজস্ব ইমেইল ঠিকানায় পাঠালে ভালো হয়। আজ তাহলে এ পর্যন্তই। আশা করি, আগামী সপ্তাহের একই দিনে, একই সময়ে আবার আপনাদের সঙ্গে কথা হবে। ততোক্ষণ সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। (ছাই/আলিম)


1 2
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040