Web bengali.cri.cn   
আন্তর্জাতিক বিশেষজ্ঞ 'লাইফ নন্দনতত্ব' আলোচনা সভা
  2015-12-05 16:48:47  cri


সুপ্রিয় বন্ধুরা, আপনারা শুনছেন সুদূর পেইচিং থেকে প্রচারিত চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান 'মুক্তার কথা'। আপনাদের সঙ্গে আছি আমি আপনাদের বন্ধু মুক্তা।

প্রিয় বন্ধুরা, সেন্ট্রাল একাডেমি অব ফাইন আর্ট (সিএএফএ তথা কাফা)-এর আন্তর্জাতিক বিশেষজ্ঞ 'লাইফ নন্দনতত্ব' আলোচনা সভা সম্প্রতি পেইচিংয়ে আয়োজিত হয়। কাফা'র ডিজাইন একাডেমির অষ্টম স্টুডিও এবারের আলোচনা সভা আয়োজন করে। আলোচনার বিষয় ছিল স্টুডিওটির অডিও-ভিস্যুয়াল মিডিয়া পাঠ্যক্রম। কাফার শিল্প ও নকশা একাডেমির পরিচালক লিউবো, অডিওভিস্যুয়াল মিডিয়া পাঠ্যের প্রধান অধ্যাপক ডক্টর. এস. মুরাদ ও অনেক দেশি-বিদেশি অধ্যাপক আলোচনা সভায় অংশ নেন। আজকের অনুষ্ঠানে আমি আপনাদেরকে এবারের আলোচনা সভা সম্পর্কে কিছু কথা বলবো।

কাফা হল চীনের শিক্ষা মন্ত্রণালয়ের সরাসরি পরিচালনায় একমাত্র উচ্চ পর্যায়ের আর্ট বিশ্ববিদ্যালয়। এটি বিশ্বের আর্ট বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে আছে। কাফা'র শিল্প ও নকশা একাডেমি চীনা প্রধানমন্ত্রী লি খ্য ছিয়াংয়ের ধারণার আওতায় প্রতিষ্ঠিত হয়। একাডেমিটির পরিচালক লিউ বো'র নেতৃত্বে দেশি ও বিদেশি বিখ্যাত্ বিশেষজ্ঞ ও পণ্ডিতগণ প্রশিক্ষণের পরিবেশ উন্নত করেছেন।

একাডেমির অডিওভিস্যুয়াল মিডিয়া পাঠ্যের প্রধান অধ্যাপক মুরাদ হলেন কাফা'র ইতিহাসের প্রথম বিদেশি অধ্যাপক। তিনি কাফা'য় লেখাপড়া করেছেন ও প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন বিগত ১৮ বছর ধরে। অডিওভিস্যুয়াল মিডিয়া পাঠ্য সম্পর্কে তিনি বলেন, ডিসপ্লে (display) ও ডেকর (decor) চীনে এখনো নতুন শিল্প। চীনের অর্থনীতির উন্নয়নের পাশাপাশি নাগরিকরা নিজেদের জীপনমানের ওপর আরো বেশি গুরুত্ব দেন। ডিসপ্লে ও ডেকর শিল্পের কাজ হচ্ছে শিল্পীদের সৃষ্টির মাধ্যমে নাগরিকদের জীপনমান উন্নত করা। এ সম্পর্কে তিনি বলেন,

(রে ১)

'এখন চীনা মানুষের খাওয়ার সমস্যা নেই, তারা প্রায় প্রতিটি বিখ্যাত্ ব্রান্ডের জিনিস কিনতে পারেন। কিন্তু তাঁরা জানেন না, কীভাবে সংস্কৃতিকে নিজের জীবনে আনতে হয়। সেজন্য আমি মনে করি, অডিওভিস্যুয়াল মিডিয়া পাঠ্যের মাধ্যমে সবাই ইতিহাস ও সংস্কৃতির উপকরণ নিজের জীবনে প্রতিফলিত করবেন। এটি হল আমাদের এ পাঠ্য খোলার কারণ।'

মুরাদ জানালেন, তিনি চীনে ১৮টি বসন্ত উত্সব কাটিয়েছেন। সেজন্য তাঁর চীনের সঙ্গে গভীর সম্পর্ক স্থাপিত হয়েছে। তিনি আশা করেন, এ নতুন শিল্পে স্নাতক হোয়া শিক্ষার্থীরা ব্যবসার সুযোগ পাবেন, শিল্প-প্রতিষ্ঠান গড়ে তোলার সুযোগ পাবেন। এ সম্পর্কে তিনি বলেন,

(রে ২)

'আমি আশা করি, কাফা'র জন্য কিছু বদান রাখবো এবং কিছু নতুন প্রশিক্ষণ-বিষয় যুক্ত করবো। এর মাধ্যমে আমাদের ছাত্র-ছাত্রীরা স্নাতক হওয়ার পর দ্রুত সমাজের মূল কর্মধারায় খাপ খাইয়ে নেবে। কারণ, এ পাঠ্যের চুড়ান্ত লক্ষ্য হল তাঁদের জন্য আরো বেশি কর্মসংস্থান সৃষ্টি করা।'

চীনে ডিসপ্লে ও ডেকর শিল্পের ভবিষ্যত্ সম্ভাবনা সম্পর্কে মুরাদ বলেন, গত কয়েক বছরে বিয়্যাল এক্টেট ব্যবসা চীনে দ্রুত উন্নত হয়েছে। এখন অনেক চীনা নাগরিকের নিজের বাড়িঘর রয়েছে। জীবনযাত্রার মান উন্নয়নের পাশাপাশি চীনা নাগরিকরা নিজেদের বসবাসের পরিবেশের ওপরও আরো বেশি গুরুত্ব দিচ্ছেন। তিনি বলেন,

(রে ৩)

'বাড়িঘর আরো সুন্দর ও আরামদায়ক করে সাজানো হল ডিসপ্লে ও ডেকর শিল্পীদের দায়িত্ব।'

1 2
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040