Web bengali.cri.cn   
বাংলাদেশের ডিজাইনার মুরাদের গল্প
  2015-11-28 17:01:44  cri

গান

প্রিয় শ্রোতা, বাংলাদেশের ডিজাইনার মুরাদের গল্প। এখন আপনাদের চিঠিপত্রের উত্তর দেওয়ার পালা।

বাংলাদেশের শ্রোতা আমাদের মনিটর আশরাফুল ইসলাম তার ইমেলে লিখেছেন, পুরো সেপ্টেম্বর মাস জুড়ে শর্টওয়েভের সব ফ্রিকোয়েন্সি ও মিডিয়াম ওয়েভের দুটি ফ্রিকোয়েন্সিতে সিআরআইয়ের বাংলা অনুষ্ঠান জোরালো ও স্পষ্ট শোনা গেছে। বাংলাদেশে সিআরআইয়ের বাংলা অনুষ্ঠান এখন বেশ জনপ্রিয় হয়ে উঠেছে এবং শ্রোতার সংখ্যাও দিন দিন বেড়ে চলেছে। 'মুক্তার কথা' শ্রোতাদের খুব ভাল লাগার একটি অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রতিমাসে এক জন করে শ্রেষ্ঠ শ্রোতা নির্বাচনের প্রস্তাব বিবেচনা করার অনুরোধ জানাচ্ছি। এতে সিআরআআইতে শ্রোতাদের মধ্যে চিঠি বা ইমেল পাঠানোর প্রতিযোগিতা ব্যাপকভাবে বৃদ্ধি পাবে বলে ধারণা করছি। আশা করি সিআরআইয়ের ঊর্দ্ধতন কর্তৃপক্ষ এ বিষয়টি বিবেচনা করবেন। পুরো সেপ্টেম্বর মাসজুড়েও সিআরআইয়ের খবরে বাংলাদেশের সব সংবাদ এবং উপমহাদেশের অনেক গুরুত্বপূর্ণ খবরাখবর খুব তথ্যবহুলভাবে উপস্হাপন করা হয়েছে। চীন একটি বড় দেশ। তাই প্রতিটি অধিবেশনের খবরে চীনের কিছু সমসাময়িক ক্রীড়াসংবাদ অন্তর্ভূক্ত করার প্রস্তাব করছি। আলাদাভাবে সাপ্তাহিক একটি ক্রীড়া অনুষ্ঠান করতে পারলে খুব ভাল হয়। আশা করি সিআরআই কর্তৃপক্ষ এ প্রস্তাবটিও আন্তরিকতার সাথে বিবেচনা করবেন। 'এশিয়া টুডে' অনুষ্ঠানটি ব্যাপক শ্রোতাপ্রিয়তা পেয়েছে। খোংচিয়াচিয়া প্রেমার চমত্‍কার, সাবলীল ও বৈচিত্র্যপূর্ণ উপস্হাপনা অনুষ্ঠানটিকে অনেক আকর্ষণীয়, সমৃদ্ধ ও প্রাণবন্ত করছে। এশিয়ার সর্বাধিক গুরুত্বপূর্ণ চলতি ঘটনাবলী এ অনুষ্ঠানে স্হান পাবে এমনটিই প্রত্যাশা করি। লাভ-ক্ষতি সিআরআইয়ের অন্যতম শ্রোতাপ্রিয় একটি অনুষ্ঠান। এ অনুষ্ঠান থেকে বাংলাদেশ, চীন ও এশিয়ার বর্তমান অর্থনৈতিক অবস্হা সম্বন্ধে নানা তথ্য লাভ করে আমরা অনেক উপকৃত হচ্ছি। এ অনুষ্ঠানে ঢাকা শেয়ার ও মুদ্রাবাজারের খবরাখবর নিয়মিত প্রচারের অনুরোধ জানাচ্ছি। সেই সাথে পেইচিং ষ্টক একচেঞ্জ এর খবরাখবরও আমরা এ অনুষ্ঠান থেকে নিয়মিত পেতে চাই। 'আলো ছায়া' অনুষ্ঠানটি সিনেমা, নাটক আর গান দিয়ে সাজানো সিআরআইয়ের মনোমুগ্ধকর ও ব্যতিক্রমধর্মী একটি পরিবেশনা। এ অনুষ্ঠানে বাংলাদেশের বাংলা, ভারতের হিন্দি ও চীনের চীনা পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্র ও এসব চলচ্চিত্রের গান নিয়ে নিয়মিত পরিবেশনা শুনতে আগ্রহ প্রকাশ করছি। সিআরআইয়ের সংগীতানুষ্ঠান 'সুরের ধারায়' ইউরোপীয় ও আমেরিকার সংগীত পর্ব বেশ উপভোগ করছি। আসলে সুর মানুষের দুঃখ-কষ্ট ভুলিয়ে রাখে। সুরের যাদুকরী ঝর্ণাধারা মানুষকে আবেশিত করে রাখে। সিআরআইয়ের নানা রকমের সংগীত আমাদের মনের খোরাক যোগায়। অনুষ্ঠানে আরো বৈচিত্র্যপূর্ণ ও মাধুর্যপূর্ণ সংগীত আমরা শুনতে চাই। সংগীত অনুষ্ঠানগুলোর অব্যাহত যাত্রা কামনা করছি। পূর্বের মত বাংলায় গল্প ও নাটক নিয়ে নতুন একটি অনুষ্ঠান করা যেতে পারে। সাপ্তাহিক এসব নাটকে বাংলা বিশেষজ্ঞ ছাড়াও চীনা সহকর্মীদের অভিনয়ে আমরা মুগ্ধ হতে পারি। আশা করি এ প্রস্তাব আপনারা বিবেচনা করবেন।

বন্ধু আশরাফুল ইসলাম, আপনাকে বিভিন্ন গঠনমূলক মতামত দেয়ার জন্য ধন্যবাদ জানাই। আমরা অবশ্যই আপনার প্রস্তাবগুলো বিবেচনা করবো।

বাংলাদেশের লালমনিরহাট জেলার মো: সবুজ মিয়া তার ই-মেলে লিখেছেন, ৭ নভেম্বর ঢাকা জাতীয় জাদুঘরে চিত্র প্রদর্শনীয় অনুষ্ঠানে বাংলাদেশের বিশেষ অতিথিদের ভাষণ, শরিফুল ইসলাম ও দেখতে আসা দর্শকের মনের আবেগ শুনে বেশ ভালো লাগলো। ৮ নভেম্বর 'নারীকন্ঠ' অনুষ্ঠানে আইরিন নিয়াজি মান্না আপুর উপস্থাপনায় নারীর প্রতি অসম্মান নিয়ে আলোচনা এবং 'সুরের ধারায়' পর্বটি আমার কাছে দারুণ লাগে। চীন দেশে আগে বাঁশি বাজানো প্রতিযোগিতা হ'ত বলে শুনেছি। যাদের বাঁশির সুর মন মাতানো হয় তাদেরকে নাকি পুরস্কারও দেওয়া হত। তো, আমি চীনের বাশিশিল্পীদের নিয়ে আলোচনা শুনতে চাই।

আচ্ছা, বন্ধু সবুজ মিয়া, আপনাকে গঠনমূলক মতামত দেয়ার জন্য ধন্যবাদ জানাই। আমার মনে হয়, আপনি বাঁশি বাজাতে পারেন এবং বাঁশি পছন্দ করেন। আমি আশা করি, আপনি সুযোগ পেলে আপনার নিজের বাজানো অডিও আমাকে পাঠাবেন। আমি 'মুক্তার কথা' অনুষ্ঠানে শ্রোতাদেরকে শোনাবো। চিঠি লেখার জন্য ধন্যবাদ জানাই। আর আপনার অনুরোধ রাখার চেষ্টা করবো।

ভারতের পশ্চিমবঙ্গের হুগলী জেলার নিউ হরাইজন রেডিও লিসনার্স ক্লাবের সম্পাদক রবিশংকর বসু তার ই-মেলে লিখেছেন, চায়না রেডিও ইন্টারন্যাশনালের বাংলা বিভাগের সকল উপস্থাপক ও উপস্থাপিকাকে জানাই আমার, আমার পরিবার ও আমাদের নিউ হরাইজন রেডিও লিসনার্স ক্লাবের পক্ষ থেকে প্রীতি-শুভেচ্ছা ও নমস্কার। আশা করি আপনারা ভালো আছেন। আজ শনিবার, ২৪শে অক্টোবর, ২০১৫ ভারতীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টায় "মুক্তার কথা" ও "সুরের ধারায়" অনুষ্ঠান দুটি শুনলাম। শর্ট ওয়েভ ৯৪৯০ কিলোহার্ত্জ ফ্রিকোয়েন্সিতে শ্রবণমান ভালোই ছিল। মুক্তার কথা অনুষ্ঠানের শুরুতেই তিব্বত স্বায়ত্বশাসিত অঞ্চলের শাননানের শিক্ষাব্যবস্থা নিয়ে একটি তথ্যধর্মী প্রতিবেদন পরিবেশন করার জন্য মুক্তা দেবী ও আলিমুল হক মহাশয়কে ধন্যবাদ জানাই। কিন্তু এদিন 'মুক্তার কথা' অনুষ্ঠানে ৫ জন বাংলাদেশি শ্রোতাবন্ধুর চিঠি পড়া হলেও পশ্চিমবঙ্গের কোনো শ্রোতার চিঠি স্থান না পাওয়ায় কিছুটা হলেও দুঃখিত ও বিস্মিত হলাম। আগে যখন মাদাম ইয়ু কুয়াং ইউয়ে শ্রোতাদের চিঠিপত্র অনুষ্ঠানটি সঞ্চালনা করতেন তখন দুই বাংলার শ্রোতাদের মধ্যে একটা সুন্দর সামঞ্জস্য বজায় রাখতেন আর আমরা পশ্চিমবঙ্গের শ্রোতারা কখনোই অবহেলিত বোধ করতাম না। যদি বলেন পশ্চিমবঙ্গ থেকে আপনারা বর্তমানে কম চিঠি বা ইমেইল পাচ্ছেন তবে বলবো তার কারণ খোঁজার সময় হয়েছে। কেন পশ্চিমবঙ্গের শ্রোতারা বাংলা অনুষ্ঠান থেকে দূরে সরে যাচ্ছে সেটা চীন আন্তর্জাতিক বেতারের বাংলা বিভাগের জানা দরকার। আমি ১৯৮৫ সাল থেকে আজ ২৯ বছর ধরে চীন আন্তর্জাতিক বেতারের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছি। সিআরআইয়ের একজন পুরানো ও নিয়মিত শ্রোতা হিসাবে আমি বলতে চাই আপনাদের ওয়েবসাইটে শ্রোতানন্দিত মুক্তার কথা অনুষ্ঠানটি নিয়মিত আপডেট করা হয় না। আপনাদের দৈনন্দিন সব রেডিও পরিবেশনা যাতে ইন্টারনেটে পর পর দেওয়া হয় তার সুব্যবস্থা গ্রহণ করার জন্য আন্তরিক অনুরোধ রইলো। আর বলবো, চীন আন্তর্জাতিক বেতারের বাংলা বিভাগ কোনো এফ এম রেডিও স্টেশন নয় ।তাই গান একটু কম প্রচার করে যদি তার পরিবর্তে চীনের সাধারণ মানুষের জীবন নিয়ে অনুষ্ঠান প্রচার করা হয় তবে আমরা স্বপ্নের দেশ চীনের সঙ্গে আরো বেশি একাত্ম হতে পারব। সব শেষে বার্ষিক জ্ঞান যাচাই প্রতিযোগিতা আয়োজনের অনুরোধ জানাচ্ছি।

প্রিয় বসু, আপনাকের চিঠির জন্য ধন্যবাদ। না ভাই, আমার বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শ্রোতাদের মধ্যে কোনো বৈষম্য করি না। আমাদের কাছে উভয় বঙ্গের শ্রোতারাই সমান গুরুত্বপূর্ণ। তবে কোনো কোনো সময় পশ্চিমবঙ্গের শ্রোতাদের চিঠি বাদ পড়তে পারে। এটা ইচ্ছাকৃত নয়। বাছাই করার সময় এমনটা হয়ে থাকতে পারে। এই যেমন এবার আপনার চিঠি পড়া হল। ভালো থাকবেন। আর আপনার প্রস্তাবগুলো আমরা বিবেচনা করে দেখবেন। নিয়মিত লিখবেন আশা করি। ধন্যবাদ।

প্রিয় শ্রোতা, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। যদি আপনারা আমাদের অনুষ্ঠানের মধ্য দিয়ে কিছুটা হলেও আনন্দ পেয়ে থাকেন, তাহলে মনে করবো আমাদের পরিশ্রম সার্থক হয়েছে। আপনাদের জন্যই আমাদের সকল প্রচেষ্টা ও আয়োজন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং শুনতে থাকুন চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান। আমাদের সঙ্গে থাকুন, আমাদের অনুষ্ঠান শুনুন আর আপনার যে-কোনো মতামত বা প্রশ্ন পাঠিয়ে দিন চিঠি বা ই-মেইলের মাধ্যমে।

আমাদের ই-মেইল ঠিকানা হচ্ছে ben@cri.com.cn এবং আমার নিজস্ব ইমেইল ঠিকানা হল caiyue@cri.com.cn। 'মুক্তার কথা' অনুষ্ঠান সম্পর্কিত ইমেইল আমার নিজস্ব ইমেইল ঠিকানায় পাঠালে ভালো হয়। আজ তাহলে এ পর্যন্তই। আশা করি, আগামী সপ্তাহের একই দিনে, একই সময়ে আবার আপনাদের সঙ্গে কথা হবে। ততোক্ষণ সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। (ছাই/আলিম)


1 2
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040