Web bengali.cri.cn   
হাই নান সফর-৩
  2015-11-18 09:41:44  cri

ওয়ান নিংয়ে অবস্থানের দ্বিতীয় দিনের বিকেলে আমরা যাই 'রি ইউয়ু ওয়ান' নামক একটি সৈকতে। 'রি' মানে 'সূর্য', 'ইউয়ু' মানে 'চাঁদ' এবং 'ওয়ান' মানে 'উপসাগর'। ছান ইয়ায় যে সৈকত আমরা দেখেছিলাম তার চেয়ে ভিন্ন 'রি ইউয়ু ওয়ান'। কারণ এখানে এখন পযর্ন্ত কোনো পর্যটন উন্নয়ন কাজ শুরু হয়নি। 'রি ইউয়ু ওয়ান' আমাকে দেখায় তার প্রাকৃতিক চেহারা।

আপনারা হয়ত জানেন, যুক্তরাষ্ট্রের হাওয়াই ও অস্ট্রেলিয়ার গোল্ড কোস্ট সার্ফিং অনুরাগীদের স্বর্গ। 'রি ইউয়ু ওয়ান'-ও কিন্তু সার্ফিংয়ের জন্য চমত্কার স্থান।

'রি ইউয়ু ওয়ান' অবস্থিত হাই নান প্রদেশের ওয়ান নিং শহরের সিং লুং জেলায়। ক্রান্তীয় সামুদ্রিক মৌসুমি জলবায়ুর প্রভাবে এখানে সাগর পানির গড় তাপমাত্রা ২৬.৫ ডিগ্রি সেলসিয়াস এবং ঢেউয়ের গড় উচ্চতা ১-২ মিটার। এসব সার্ফিংয়ের জন্য উপযুক্ত। তা ছাড়া, প্রতি বছরের নভেম্বর থেকে পরবর্তী বছরের মার্চ মাস পর্যন্ত এখানে সাগরে বড় বড় ঢেউ ওঠে বলে এখানে দক্ষ সার্ফাররাই কেবল সার্ফিং করতে পারেন। এপ্রিল থেকে অক্টোবর পর্যন্ত শিক্ষানবিসদের সময়। হাই নানের আবহাওয়া সারা বছর উষ্ণ থাকে বলে যে-কোনো সময় এখানে সার্ফিং করা যায়।

আসলে চীনে সার্ফিংয়ের ইতিহাস খুব লম্বা নয় এবং এখানকার খুব কম মানুষই এ ক্রীড়া সম্পর্কে জানেন। আট বা নয় বছর আগে, কয়েকজন জাপানি সার্ফিং অনুরাগী 'রি ইউয়ু ওয়ান' আবিষ্কার করেন এবং তখন থেকে এ ক্রীড়া চীনে প্রবেশ করে। 'রি ইউয়ু ওয়ান' যেন সার্ফিং অনুরাগীদের একটি গোপন স্থান। শুধু সার্ফিং অনুরাগীদের মধ্যে বা সার্ফিং ওয়াবসাইটে খুঁজে পাওয়া যায় এ জায়গার পরিচয়। অনেক মানুষ একবার 'রি ইউয়ু ওয়ান'-এ আসলে কখনও ছেড়ে যেতে চান না। লি চিং তাদের অন্যতম।

'রি ইউয়ু ওয়ান'-এ আমি পরিচিত হই একটি মেয়ের সঙ্গে। তিনি এখন 'রি ইউয়ু ওয়ান' সার্ফিং ক্লাবে কাজ করেন। তার নাম লি চিং। লি চিংয়ের জন্মস্থান সিন চিয়াংতে তবে তিনি দক্ষিণ চীনের সেন চেন শহরে কাজ করছিলেন। দু'বছর আগে, তিনি 'Blue Crush' নামে একটি চলচ্চিত্র দেখেন এবং তার মনে সার্ফিং শেখার ইচ্ছা জাগে। ইন্টারনেটে তিনি খুঁজে পান 'রি ইউয়ু ওয়ান'-এর তথ্য এবং ছুটি নিয়ে তিনি এখানে আসেন।

তিনি তখন ভাবেননি যে এ সফর তার জীবন পরিবর্তন করবে। এখানে আসার পর তিনি আবিষ্কার করেন অন্য এক জীবন। তিনি বলেন: 'সার্ফিং শেখার পর আমি ভাবছি, আহা, এ রকম জীবনই চাই। শহরে দূষণ, ট্রাফিক জ্যাম সহ্য করতে হবে এবং কম্পিউটার সামনে বসে নানান তথ্য নিয়ে কাজ করে মাথার বারোটা বাজাতে হবে। অথচ যখন সার্ফিং করি তখন আমার মাথা একদম খালি। সবকিছু সহজ হয় মনে হয়, কোনোকিছুই আর গুরুত্বপূর্ণ মনে হয় না।"

লি চিং গুরুত্বপূর্ণ একটি সিন্ধান্ত নেন। তিনি পদত্যাগ করেন এবং 'রি ইউয়ু ওয়ান' সার্ফিং ক্লাবে কাজ শুরু করেন।'রি ইউয়ু ওয়ান' সার্ফিং ক্লাব চীনের প্রথম এবং এ পর্যন্ত একমাত্র পেশাদার সার্ফিং ক্লাব। লি চিং বলেন, সার্ফিং চীনে নতুন একটি ক্রীড়া এবং এ ক্রীড়া জনপ্রিয় করে তোলার জন্য তাদের অনেক কাজ করতে হবে।

যদিও দেরিতে চীনে প্রবেশ করেছে, তবুও বিগত কয়েক বছরে সার্ফিং চীনে জনপ্রিয় হয়েছে। প্রতি বছর চীনে সার্ফারদের সংখ্যা বাড়ছে দু-তিন গুণ করে।

লি চিং ছাড়া, রি ইউয়ু ওয়ানে জড়ো হয়েছেন নানা দেশের সার্ফিং অনুরাগী। ফিনল্যাণ্ডের মেয়ে আন্না এখন এখানে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করেন। তিনি চীনের সাংহাইতে বসবাস করতেন এবং আগে তিনি ভাবেননি যে চীনে এমন একটি জায়গা আছে যেখানে সার্ফিং করা যায়। আন্না আমাদের জানান, তিনি স্কি পছন্দ করতেন। তবে এখন তার প্রিয় সার্ফিং। তিনি বলেন, সার্ফিংয়ের মাধ্যমে অনেকের সঙ্গে পরিচিত হতে পারি এবং তাদের কাছে সার্ফিং বা জীবন সম্পর্ক সবসময় ভাল পরামর্শ পাওয়া যায়। এখানে সবাই তার পরিবারের মতো।

রি ইউয়ু ওয়ানে অন্য একটি জিনিষ আমার মনে গভীর ছাপ ফেলে। রি ইউয়ু ওয়ানের কাছাকাছি গ্রামের শিশুরা ক্লাবের সাহায্যে বিনামূল্যে সার্ফিং শিখতে পারে। তাদের অধিকাংশ একবারও গ্রামের বাইরে যায়নি। অথচ এখানে তারা দেশ-বিদেশের মানুষের সঙ্গে যোগাযোগ করতে পারে, শিখতে পারে চীনের একটি নতুন ক্রীড়া। শিশুদের হাসিমুখ দেখে আমি আবিষ্কার করি এ ক্রীড়ার অর্থ।

রি ইউয়ু ওয়ানের সবাই আমাকে জানান যে সার্ফিং মাত্র একটি ক্রীড়া তা নয় বরং একটি জীবনরীতি। সার্ফিংয়ের মাধ্যমে আমরা বুঝতে পারি আমরা কী রকমের মানুষ এবং কেমন একজন মানুষ হতে চাই।

লি চিংর একটি কথা আমার প্রিয়। তিনি আমাকে বলেন, 'আমি আশা করি এবং বিশ্বাস করি এখানে যারা সার্ফিং করেন তারা নিজেদের অনুভব করতে পারেন। সার্ফিংয়ের নিজস্ব আত্মা আছে। আশা করি, আরও বেশি মানুষ সার্ফিংয়ের মাধ্যমে আবিষ্কার করতে পারেন নিজের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিষ কী।"


1 2
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040