1118
|
সফরে আমাদের প্রথম গন্তব্য ছিল সমুদ্র সৈকতের শহর ছান ইয়া। শহরটিতে আমরা পৌঁছাই বিমানযোগে। এর পর আমরা যাই যথাক্রমে ওয়ান নিং ও হাই খৌ শহরে। সফরে আমরা বিভান্ন স্থানে গিয়েছি, কথা বলেছি অনেকের সঙ্গে।
গত সপ্তাহের অনুষ্ঠানে আমরা শুনেছি ছান ইয়া থেকে ওয়ান নিং যাওয়ার পথে চীনা হাই স্পিড রেল সম্পর্কে আলিমের অভিজ্ঞতার কথা, অনুভূতির কথা। আজকের অনুষ্ঠানেও আমরা ওয়াননিং সফরের গল্প বলবো।
আগেই বলেছি, পয়লা নভেম্বর আমরা দ্রুতগতির ট্রেনে চড়ে ছান ইয়া থেকে ওয়াননিং শহরে যাই। ট্রেনে আমি আমার সহকর্মী আলিমের সঙ্গে কথা বলি দ্রুতগতির ট্রেন সম্পর্কে। আলিম আমাকে জানান তার অভিজ্ঞতার কথা, অনুভূতির কথা।
ওয়ান নিং অন্যরকম একটি শহর। এখানে হাই নান দ্বীপের আসল চেহারা দেখতে পারি আমরা। উঁচু উঁচু ভবন এবং পর্যটকের ভীড় নেই এখানে। এখানে আপনি দেখবেন অকৃত্রিম প্রাকৃতিক সৌন্দর্য, পাবেন মনের শান্তি।
ওয়ান নিংয়ে আমরা দু'দিন ছিলাম। প্রথম দিন আমরা যাই ওয়েন থুং নামক একটি গ্রামে। গ্রামটিতে সংখ্যালঘু লি জাতির মানুষের বাস। আমাদের দলের সবাই গ্রামের সৌন্দর্য দেখে মুগ্ধ হন। এ গ্রাম সম্পর্কে এক প্রবন্ধে আলিম এভাবে লিখেছেন: আমি মুগ্ধ হয়েছি এখানকার শান্ত পরিবেশ দেখে। এখানে আছে তাজা বাতাস, বিশুদ্ধ অক্সিজেন। বুক ভরে শ্বাস নেওয়া যায় লি জাতির এই গ্রামে। কয়েক ঘন্টা ছিলাম সেখানে। কাঠের তৈরি দোতলা গেস্ট হাউজগুলি দেখে মনে হয়েছে, যদি থেকে যেতে পারতাম! শহরের কোলাহল আর দূষণ থেকে দূরে এখানে যেন স্বর্গের শান্তি!
আসলে ওয়েন থুং গ্রামের প্রাকৃতিক সৌন্দর্যের সাথে যোগ হয়েছে কিছু আধুনিক উপকরণ। ওয়ান নিংয়ের পর্যটনশিল্পের উন্নয়নে এ গ্রামটিকে সুন্দর করে সাজানো হচ্ছে। লি জাতির মানুষের সম্মতি নিয়েই চলছে বিশাল কর্মযজ্ঞ। একদিকে লি জাতির মানুষকে তাদের ঘর পুনর্নিমাণে সাহায্য করা হচ্ছে, অন্যদিকে গ্রামে গড়ে তোলা হচ্ছে সুন্দর সুন্দর গেস্ট হাউস ও রেস্টুরেন্ট। তবে এসব করতে গিয়ে খেয়াল রাখা হচ্ছে পরিবেশের দিকে। কোনো অবস্থাতেই যেন পরিবেশ ক্ষতিগ্রস্ত না হয়, সেদিকে রাখা হচ্ছে কড়া নজর। গেস্ট হাউসগুলো তৈরি হচ্ছে মূলত কাঠ দিয়ে। জলাশয়গুলোকে ঠিক রেখে সেগুলোকে কেন্দ্র করেই গড়ে উঠছে বিভিন্ন আকর্ষণীয় স্পট। গোটা গ্রামকে নিয়ে আসা হচ্ছে ফ্রি ওয়াইফাইয়ের আওতায়। আপনি এখানে এলে গ্রামের প্রাকৃতিক পরিবেশ যেমন পাবেন, তেমনি পাবেন শহরের মোটামুটি সব আধুনিক সুযোগ-সুবিধা। তবে শহরের একটা জিনিষ এখানে একেবারেই নেই। আর সেটি হচ্ছে কোলাহল। বড্ড শান্ত লি জাতির এই গ্রাম। এখানে এসে একজন পর্যটক লি জাতি সম্পর্কেও অনেক কিছু জানতে পারবেন।