Web bengali.cri.cn   
হাই নান সফর-২
  2015-11-11 10:33:37  cri
গত ২৯ অক্টোবর সিআরআই'র পাঁচ সদস্যবিশিষ্ট একটি সাংবাদিক দল সপ্তাহব্যাপী এক সফরে যায় চীনের দ্বিতীয় বৃহত্তম দ্বীপ হাইনানে। দলটিতে ছিলাম আমি এবং বাংলা বিভাগের বাংলাদেশি বিশেষজ্ঞ আলিম; হিন্দি বিভাগের ছাং সিয়াও ও আখিল; এবং তামিল বিভাগের ছাং থুং ই।

সফরে আমাদের প্রথম গন্তব্য ছিল সমুদ্র সৈকতের শহর ছান ইয়া। শহরটিতে আমরা পৌঁছাই বিমানযোগে। এর পর আমরা যাই যথাক্রমে ওয়ান নিং ও হাই খৌ শহরে। সফরে আমরা বিভান্ন স্থানে গিয়েছি, কথা বলেছি অনেকের সঙ্গে। প্রথমে আমরা শুনবেন সান ইয়ায় তৃতীয় দিনের গল্প।

তৃতীয় দিন আমাদের গন্তব্য ছিল 'রোমান্স পার্ক'। আসলে এটি একটি থিম পার্ক। এটা সুং ছেং নামক একটি কোম্পানি প্রতিষ্ঠা করে। ছান ইয়া ছাড়া, চীনের চে চিয়াং প্রদেশের হং চৌ শহরে এবং সি ছুয়ান প্রদেশের চৌ চাই কো, ইউয়ুন নান প্রদেশের লি চিয়াং ও সান তুং প্রদেশের থাই আন শহরে রয়েছে একই কোম্পানির অন্য ৪টি 'রোমান্স পার্ক'। ২০১৩ সালে প্রতিষ্ঠিত হয় ছান ইয়া ''রোম্যান্স পার্ক''। পার্কটি কয়েকটি জোনে বিভক্ত। ফুড স্ট্রিটে আপনি খেতে পারেন হাই নানের বৈশিষ্ট্যপূর্ণ খাবার; ক্রয় করতে পারেন চীনা ঐতিহ্যবাহী হস্তশিল্পকর্ম। প্রতিদিন নির্ষিট সময়ে পার্কের স্কয়ারে অনুষ্ঠিত হয় নানা নৃত্য অনুষ্ঠান। তা ছাড়া, এখানে Haunted Houseসহ নানা বিনোদন ব্যবস্থাও আছে।প্রতিদিন এখানকার প্রধান থিয়েটারে মঞ্চস্থ হয় 'ছান ইয়া রোম্যান্স' নামক সাংস্কৃতিক অনুষ্ঠান।


1 2
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040