Web bengali.cri.cn   
২০১৫ সালের চীনের চলচ্চিত্রাঙ্গনের তুলনামূলক অবস্থা
  2015-11-05 10:54:01  cri

বিশ্লেষকরা মনে করেন, ব্যাপকভাবে বাজার সম্প্রসারিত হচ্ছে, চলচ্চিত্রের বাজার নিয়ন্ত্রণে ফিরিয়ে আনা হচ্ছে এবং নতুন প্রজন্মের চলচ্চিত্র পরিচালক দেখা দিচ্ছে। এসব হলো চীনের মুলভূভাগে ডোমেস্টিক চলচ্চিত্রের বক্সঅফিসের পরিসংখ্যান বৃদ্ধি পাওয়ার প্রধান কারণ।

চীনের ছিংহুয়া বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও যোগাযোগ বিভাগের উপ-মহাপরিচালক অধ্যাপক ইন হোং বলেন, ইন্টারনেটে যোগাযোগের সহজ ব্যবস্থা হলো ডোমেস্টিক চলচ্চিত্রের বক্সঅফিসের জনপ্রিয়তা পাওয়ার আরেকটি গুরুত্বপূর্ণ কারণ।

তিনি বলেন, 'বর্তমানে চীনের চলচ্চিত্রের অভূতপূর্ব পরিবর্তনের একটি প্রধান কারণ হলো ইন্টারনেটের প্রভাব।ইন্টারনেটের মাধ্যমে একটি শিল্পকে সার্বিকভাবে বাজারমুখী করা যায়। তাই চীনের চলচ্চিত্রের ওপর ইন্টারনেট যে প্রভাব ফেলেছে তা যুক্তরাষ্ট্রের তুলনায় আরো ব্যাপক, আরো শক্তিশালী।'

চলচ্চিত্র বাজার সম্প্রসারিত হওয়ার সঙ্গে সঙ্গে চীনের তিনটি নেটওয়ার্ক অপারেটর পাইতু, আলিবাবা এবং টেনছেন্ট পৃথক পৃথকভাবে চলচ্চিত্রশিল্পে আগ্রহী হয়ে পড়ে। তারা চলচ্চিত্র নির্মাণ, পুঁজি বিনিয়োগ ও সম্প্রচারসহ বিভিন্ন ক্ষেত্রে প্রবেশ করে এবং অব্যাহতভাবে চলচ্চিত্রের বাজারকে বড় করে তোলার চেষ্টা করে।

চলতি বছরের প্রথমার্ধে সারা চীনে পর্দার (স্ক্রিন) মোট সংখ্যা ২৮ হাজার ছাড়িয়ে গেছে। শহরে সিনেমা হলের সংখ্যা ৫৬৬০টিতে দাঁড়িয়েছে। প্রতিদিন গড়ে ২৮টি নতুন পর্দা তৈরি হচ্ছে।

1 2 3 4
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040